নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

কবিতার নাম সরল বিশ্বাস

২০ শে জুলাই, ২০১৯ ভোর ৬:১০

সরল বিশ্বাসে দুর্নীতি করি।
কামাই আমি টাকা।
১৪ তলার ফ্ল্যাটে থাকি।
আজব শহর ঢাকা।।

বিশ্বাস যাদের বাঁকা আছে
সরল বিশ্বাস ধরো।
দূই হাতে কামাও টাকা
নিজের পকেট ভরো।

বিশেষ দ্রষ্টব্যঃ এই কবিতার ঘটনা ও চরিত্র সমূহ কাল্পনিক। বাস্তবতার সাথে ইহার মিল খুঁজিতে যাওয়া বৃথাই সময়ের অপচয় মাত্র।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৯ ভোর ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


সবই যদি কাল্পনিক হয়, আমি একটা কাল্পনিক মন্তব্যই করি: বেশীরভাগ বাংগালী, নীতি ও দুর্নীতির মাঝে পার্থক্য বুঝেন না।

২০ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমরা একটা কাল্পনিক পরিবেশের মধ্যে বসবাসকারী সব সময়। এখানে কোনটা বাস্তব আর কোনটা যে কল্পনা অনুধাবন করা খুবই কঠিন ব্যাপার।

২| ২০ শে জুলাই, ২০১৯ সকাল ৭:৫৭

নীল আকাশ বলেছেন: বালিশ কেন বালিশে শোও
বালিশে জীবন পার
দূর্নীতি এখন মজ্জাগত
পুরো দেশটাই বরবাদ!!

২০ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি বালিশ নিয়ে কবিতা লিখি না । কেননা, বালিশ নিয়ে কবিতা লিখলে সালিশ বসতে পারে।

৩| ২০ শে জুলাই, ২০১৯ সকাল ৯:০৫

রাজীব নুর বলেছেন: আপনি কবিতাও লিখেন !!!!

২০ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হে দুর্নীতি, তুমি মোরে করিয়াছ সব কবি।

প্রতিটি বাঙালী ই জন্ম সূত্রে কবি। আপনি ,আমি , আমরা সবাই।

৪| ২০ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৫১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চাঁদগাজীর মন্তব্যে আরেকটু কাল্পনিক মন্তব্য যোগ করতে চাই:
অধিকাংশ বাংলাদেশী নীতি-দুর্নীতি, ধর্ম-অধর্ম, সততা-অসততা, মানবিকতা-হিংস্রতা এর কোনোটারই পার্থক্য বুঝে না |

২০ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার মন্তব্য খুবই বাস্তব। এটা অস্বীকার করার কোন উপায় নেই।
আমরা এক অভাগা দেশের মানুষ। দেশটি ভালো ছিল। কিন্তু ঠিক মতো চলতে পারছে না।

৫| ২০ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৯

সায়ন্তন রফিক বলেছেন: ছড়াটি সময়কে ছুঁয়েছে।

২০ শে জুলাই, ২০১৯ রাত ৮:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সব সময়। সরল বিশ্বাস রাখুন সব সময়।

৬| ২০ শে জুলাই, ২০১৯ রাত ৯:২২

মুক্তা নীল বলেছেন:
সাজ্জাদ ভাই ,
অনেক সুন্দর কবিতা । ভালো থাকুন ।

২১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ । অশেষ কৃতজ্ঞতা । ভালো থাকুন সব সময়।

৭| ২০ শে জুলাই, ২০১৯ রাত ৯:৫৮

বলেছেন: স্বামী বিশুদ্ধানন্দপর কাল্পনিক মন্তব্যটি একটু ঘুরিয়ে বলি,
ডিজিটাল বাংলাদেশে নীতি, ধর্ম- সততা, মানবিকতা কোনোটারই শিক্ষা না দিয়ে কেমনে করে তামাকে সোনা বানিয়ে টাকা রোজগার করা যায় সেটাই আসল শিক্ষা হিসাবে শেখানো হয়।।।

২১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার মন্তব্য যথেষ্ট গুরুত্ব বহন করে। অনেক ধন্যবাদ । সীমাহীন কৃতজ্ঞতা । ভালো থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.