নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্ম দিন তুন মাহাথির!

০৯ ই জুলাই, ২০১৯ রাত ৯:২৯



অন্যান্য আরো অনেকের মতই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহামাদ এর দুইটি জন্ম তারিখ রয়েছে। একটি তাঁর সত্যিকার এর জন্ম তারিখ । অন্যটি তার পিতা কর্তৃক নির্ধারিত জন্ম তারিখ । তাঁর মনে করতেন, জন্ম তারিখ একটু বাড়িয়ে দিলে বিভিন্ন জায়গায় সুবিধা পাওয়া যেতে পারে । সেই হিসাবে তাঁর আসল জন্ম তারিখ। আজ ১০ জুলাই ২০১৯। আজ তাঁর প্রকৃত জন্ম দিন। ৯৩ বছর পূর্ণ করে আজ তিনি ৯৪ বছরে পদার্পণ করলেন।


মিডিয়া ব্রিফিং এ হ্যাপি বার্থ ডে!



আজ ১০ই জুলাই ২০১৮। মালয়েশিয়ার সব চেয়ে আলোচিত নেতা প্রধান্ত্রী তুন ডাঃ মাহাথির মোহামাদ ৯৩ বছর পূর্ণ করলেন । আজ থেকে তিনি ৯৪ এর পথে পা রাখলেন। তাকে জন্ম দিনের শুভেচ্ছা। তার অফিসিয়াল জন্ম তারিখ ২০ ডিসেম্বর ১৯২৫।
৯ জুলাই ২০১৮, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্ক্তব্য রাখছেন।

মাহাথিরের জীবনের ঘটনা প্রবাহ নীচে সংক্ষেপে দেয়া হলো।

পুরো নামঃ Tun Dr. Mahathir Mohamad Iskandar

* ১৯২৫ সালের ১০ ই জুলাই তিনি কেদাহ প্রদেশের আলোর সেতার এ জন্ম গ্রহণ করেন। তারা ৫ ভাই ও ৩ বোন । তার পিতা স্থানীয় স্কুলের শিক্ষক ছিলেন।
কন্যা মারিনাহ মাহাথিরের সাথে অবসরে


তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডাক্তারী পাস করেন। ১৯৫৬ সালে তিনি Siti Hasmah Mohamad Ali এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
প্রিয়তমা পত্নী সিতি হাসমা'র সাথে তুন মাহাথির

১৯৫৭ সালে তিনি সরকারী চাকুরি থেকে ইস্তফা দেন। তাদের তিন পুত্র ও চার কন্যা রয়েছে।

সপরিবারে তুন মাহাথির

* ১৯৬৪ সালে তিনি প্রথম এমপি নির্বাচিত হন।

* ১৯৭৪ সালে তিনি ৪৯ বছর বয়সে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

*১৯৭৬ সালে তিনি মালয়েশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব হিসাবে দায়িত্ব পালন করেন।

*১৯৭৮ সালে তিনি মালয়েশিয়ার বাণিজ্য ও শিল্প মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
* ১৯৮১ সালে ৫৬ বছর বয়সে তিনি মালয়েশিয়ার ৪র্থ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। সেই থেকে শুরু করে তিনি ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

*এই সময় প্রধানমন্ত্রী ছাড়াও তিনি ১৯৮১ – ১৯৮৬ সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
১৯৮৬ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০১ -২০০৩ সাল পর্যন্ত তিনি মালয়েশিয়ার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে প্রবেশের আগেই তিনি the United Malays National Organization (UMNO) এর জড়িয়ে পড়েন। The Malay Dilemma নামে একটি বই লিখে তিনি প্রথম দল থেকে বহিষ্কৃত হন।

০৩ জুন ২০১৮, লঙ্কাবী দ্বীপে গাড়ী চালাচ্ছেন প্রধানমন্ত্রী মাহাথির

২০১৬ সালে নাজিব সরকারের দুর্নীতির প্রতিবাদে তিনি the United Malays National Organization (UMNO) থেকে সরে যান ও Parti Pribumi Bersatu Malaysia (PPBM) নামে একটি নতুন দল গঠন করেন। এই সময় তিনি পাকাতান হারাপান জোটে যোগদান করেন। ২০১৭ সালে তিনি বিরোধী নেতা হিসাবে আত্নপ্রকাশ করেন। ২০১৮ সালের ৯ মের নির্বাচনে তিনি জয় লাভ করেন। ১০ মে তারিখে তিনি ৭ম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে প্রায় ১৫ বছর পর আবার প্রধানমন্ত্রীর পদে ফিরে আসেন।

২ জুলাই ২০১৮, লঙ্কাবী দ্বীপে স্ত্রীকে সাথে নিয়ে গাড়ী চালাচ্ছেন।

তিনি বর্তমান সময়ের এক জন আইকন। পৃথিবীর ইতিহাসে তিনিই সব চেয়ে প্রবীণ নির্বাচিত সরকার প্রধান। তিনি খুব রুটিন মাফিক জীবন যাপন করেন। গাড়ী নিয়ে তার খুব আগ্রহ রয়েছে। তিনি এখনো গাড়ী চালাতে খুব ভালো বাসেন।

আজ ১০ জুলাই, ২০১৯। তুন ডাঃ মাহাথির মোহামাদ এর জন্ম দিন।

তুন ডাঃ মাহাথিরের জন্ম দিনে তাঁর প্রতি শ্রদ্ধা। শুভ হোক তুনের জন্ম দিন। Happy Birthday to you, TUN!





মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ৯:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন: ইনি সত্যি সত্যি ইতিহাসের মহামানব। এই মহামানবকে সামনা সামনি দেখার সুযোগ হয়েছে। শুভ জন্মদিন হিজ হাইনেস তুন মাহাথির মোহাম্মাদ। আপনার সুদীর্ঘ সুন্দর সুস্থ্য জীবন কামনা করি।

১০ ই জুলাই, ২০১৯ সকাল ১০:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনি যখন রাজনীতির বাইরে ছিলেন তখন জুম্মার নামাজ পড়তে জাতীয় মসজিদ " মাসজিদ নেগারা"-য় আসতেন। তখন সবার সাথে হাত মেলাতেন। আমার পরিচিত অনেকেই তার সাথে হাত মিলিয়ে ছবি তুলে এনেছে। ফেসবুকে দিয়েছে।

আমি কখনো সময় পাইনি। কাজের চাপে। তাই আমার সাথে উনার কোন সেলফি নেই। দেখাও হয়নি।

২| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ থেকে মাহাথির সাহেব লোকজন নিচ্ছে না কেন?

১০ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের লোকজনের দায়ভার উনি নেবেন কেন? বাংলাদেশে কি কেউ নাই?

৩| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


মাহাথিরের বর্তমান নীতি ভালো লাগছে না।

১০ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পৃথিবীর কোন দেশের কোন প্রধানমন্ত্রীই চাইবেন না অন্য দেশের অবৈধ লোক তার দেশ দখল করে রাখুক। তিনি তার নিজের দেশের ভালো নিয়ে ভাববেন।

৪| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ১০:৪১

চাঁদগাজী বলেছেন:


মাহাথিরের বুঝা উচিত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান দরিদ্রদের জন্য কিছু করছে না; ফলে, উনি চোখ বুজে নির্দয় হওয়া, ভালো লক্ষণ নয়।

১০ ই জুলাই, ২০১৯ সকাল ১০:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দেশের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্যও কোন অবৈধ লোক রাখা উচিত নয়। তারপরও উনার দেশে লাখ লাখ অবৈধ বাংলাদেশী কাজ করছে।

তারা মালয়েশিয়ার আইন মানছে না। এটা ঠিক নয়।

৫| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ১০:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: জন্মদিনের কিংবদন্তি প্রধানমন্ত্রীকে জানাই শ্রদ্ধা শুভেচ্ছা ও অভিনন্দন।

১১ ই জুলাই, ২০১৯ ভোর ৬:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দাদা, আমার সুযোগ থাকলে আপনার শুভেচ্ছা তুনকে পৌছে দিতাম। আমার সেই সুযোগ নেই। আফসোস!

৬| ১০ ই জুলাই, ২০১৯ রাত ২:২১

বলেছেন: শুভ জন্ম দিন কিংবদন্তি মাহাথির-----------------

১১ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার সুযোগ থাকলে আপনার শুভেচ্ছা তুনকে পৌছে দিতাম। আমার সেই সুযোগ নেই। আফসোস!

৭| ১০ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৪

কাওসার চৌধুরী বলেছেন:



জন্মদিনে কিংবদন্তি নেতা, আধুনিক মালয়েশিয়ার কারিগর মাহাথিরমোহাম্মদের জন্মদিনে শুভেচ্ছা।

১১ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার সুযোগ থাকলে আমার প্রিয় এক জন লেখকের শুভেচ্ছা তুন মাহাথিরকে পৌছে দিতাম। আমার সেই সুযোগ নেই। আফসোস! কি আর করা।

৮| ১০ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ক্যারেশিমেটিক লিডার। জন্মদিনে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।

১১ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার সুযোগ থাকলে প্রিয় কবির শুভেচ্ছা তুন মাহাথির মোহামাদকে পৌছে দিতাম। আমার সেই সুযোগ নেই। আফসোস!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.