নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
মালয়েশিয়ার পিকেআর পার্টির সভাপতি- দাতুক সেরি আনোয়ার ইব্রাহীম গতকাল রবিবার সারোয়াকের এক অনুষ্ঠানে বলেছেন- কোন তারিখ নির্দিষ্ট না থাকলেও তিনিই মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন এ ব্যাপারে তিনি দৃঢ় বিশ্বাস রাখেন।
২০১৭ সালের নির্বাচনে বিরোধী জোট পাকাতান হারাপন গঠনের অন্যতম অংশীদার পিকে আর পার্টির এই নেতা সেই সময় জেলে ছিলেন। তার দলের সাথে জোট করেই মাহাথির প্রধানমন্ত্রী হন। সংসদে এই দলের ৪৮টি আসন রয়েছে।
অন্যদিকে তুন মাহাথিরের দলের আসন পেয়েছিল মাত্র ১১ টি।
চলতি বছর জোটের ক্ষমতা গ্রহণের এক বর্ষ পুর্তি হলেও মাহাথির ক্ষমতা হস্তান্তরের কোন নির্দিষ্ট তারিখক্ষণ বলেননি।
১৭ ই জুন, ২০১৯ রাত ৮:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আনোয়ার ইব্রাহিম কোয়ালিশনে না থাকলে মাহাথির র প্রধানমন্ত্রী হতে পারতেন না।
২| ১৭ ই জুন, ২০১৯ সকাল ৭:৪৮
রাজীব নুর বলেছেন: জানোয়ার ইবরাহীম এর উচিত এখন নামাজ কালাম পড়া।
১৭ ই জুন, ২০১৯ রাত ৮:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এদেশের বেশিরভাগ নেতাই নামাজ কালাম পড়েন।
৩| ১৭ ই জুন, ২০১৯ বিকাল ৪:৪০
ঢাবিয়ান বলেছেন: আনোয়ার ইব্রাহীম মাহাথিরের যোগ্য উত্তরসুরী নয়।
১৭ ই জুন, ২০১৯ রাত ৮:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আনোয়ার ইব্রাহিমের কারণেই মাহাথির আবার প্রধানমন্ত্রী হতে পেরেছেন। দুজনেই দুজনের কাছে ঋণী।
৪| ১৭ ই জুন, ২০১৯ বিকাল ৪:৫৩
পদাতিক চৌধুরি বলেছেন: মহাথির মহাথিরই তার কোনো বিকল্প হতে পারে না।
শুভেচ্ছা নিয়েন প্রিয় সাজ্জাদ ভাই।
১৭ ই জুন, ২০১৯ রাত ৮:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পৃথিবীতে কেউই কারও বিকল্প নন। সবারই আলাদা ব্যক্তিসত্তা আছে । ধন্যবাদ, দাদা, ভালো থাকবেন সব সময়।
৫| ১৭ ই জুন, ২০১৯ রাত ৮:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: ভীষণ ভালো কথা বলেছেন। প্রতি মন্তব্যটি খুব খুব খুব ভালো লেগেছে।
শুভকামনা ও ভালোবাসা প্রিয় সাজ্জাদ ভাইকে।
২০ শে জুন, ২০১৯ ভোর ৫:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক অনেক ভালো থাকুন, দাদা।
আসলেই পৃথিবীতে কেউ কারো বিকল্প হতে পারে না।
আরো নিমর্ম কথা হলো- পৃথিবীর জন্য কোন মানুষই অপরিহার্য নন।
সবাই যেন কোন একটি গাছের পাতার মতো।
মাঝে মাঝে ঝরে পড়ে যায়।
গাছ তার নতুন নতুন পাতা নিয়ে সুন্দর ভাবেই বেঁচে থাকে।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০১৯ ভোর ৬:৩১
চাঁদগাজী বলেছেন:
আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী হলে, শেষে আবারো জেলে যাবেন।