নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
ঈদের শুভেচ্ছা
আজ ৫ ই জুন ২০১৯। রোজ বুধবার মালয়েশিয়াতে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।
ছবিতে সৌদি ইমাম সাহেবকে দেখা যাচ্ছে মোবাইল থেকে খুতবা পাঠ করছেন ।
এর আগে মালয়েশিয়ার মহামান্য রাজার সম্মতিক্রমে মালয়েশিয়ার শাসকের সিল মোহরের সংরক্ষক (the Keeper of the Rulers’ Seal) Tan Sri Syed Danial Syed Ahmad, এই ঘোষণা দেন। ৪ঠা জুন ২০১৯ মালয়েশিয়াতে ৩০ টি রোজা সম্পন্ন হয়েছে।
মালয় ভাষায় রমজানের ঈদকে বলা হয় Hari Raya Puasa (Aidilfitri) . এসময় মালয়রা পরস্পরকে ঈদের শুভেচ্ছা জানায় এই বলে- Selamat Hari Raya Aidilfitri –শুভ ঈদুল ফিতর/ঈদুর ফিতরের সালাম।
যারা মোবাইলে মেসেজ দেয় তারা হয়তো আরেকটু বেশী লেখেঃ selamat hari raya aidilfitri maaf zahir dan batin
এর মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানানোর মাধ্যমে সব ধরনের ভুলের জন্য ক্ষমা চাওয়া হয়।
এ দিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির মোহামাদ এক বাণীতে সকল মালয়েশিয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন। এখানে আজ থেকে সরকারী ছুটি শুরু হয়েছে।
( মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির ঈদের পোশাকে । )
আমি নামাজ আদায় করেছি স্থানীয় সৌদি দূতাবাসের আয়োজনে এক ঈদের জামাতে । ইমাম সাহেব নিজেও একজন সৌদি হুজুর। খুতবা পড়ছিলেন মোবাইল ফোন দেখে দেখে। সর্বত্র টেকনোলজির ছোঁয়া।
আর আমিও যেহেতু এখানে আছি তাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।
ঈদ মোবারক।
Selamat Hari Raya Aidilfitri Maaf Zahir Dan Batin
বাংলায়ঃ
আপনাকে পব্ত্রি ঈদুল ফিতরের শুভেচ্ছা, অন্তরের ও বাহিরের সকল ভুলের জন্য মাফ চাই।
০৮ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি যে সময়ের কথা বলছেন সেই সময়ে তো বিদ্যুৎ ই ছিল না। মোবাইল ফোন তো দূরের কথা।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ।
***ঈদ মোবারক ।***
২| ০৫ ই জুন, ২০১৯ সকাল ১১:৫১
পদাতিক চৌধুরি বলেছেন:
ভালো ভাবে ঈদ সেলিব্রেট করুন।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা রইল প্রিয় সাজ্জাদ ভাইকে।
০৮ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ দাদা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ।
***ঈদ মোবারক ।***
৩| ০৫ ই জুন, ২০১৯ সকাল ১১:৫৬
নজসু বলেছেন:
০৮ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ।
***ঈদ মোবারক ।***
৪| ০৫ ই জুন, ২০১৯ দুপুর ১২:০১
অগ্নিবেশ বলেছেন: Selamat Idul Fitri Mohon Maaf Lahir dan Batin
০৮ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ।
***ঈদ মোবারক ।***
৫| ০৫ ই জুন, ২০১৯ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: বৃষ্টি স্নাত ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারাক।
০৮ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বৃষ্টি বয়ে নিয়ে আসুক শান্তির বারতা।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ।
***ঈদ মোবারক ।***
৬| ০৫ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১২
চাঁদগাজী বলেছেন:
ঈদের শুভেচ্ছা নেবেন।
০৮ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ।
***ঈদ মোবারক ।***
৭| ০৬ ই জুন, ২০১৯ রাত ১২:১১
আর্কিওপটেরিক্স বলেছেন: ঈদ মোবারক
০৮ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ।
***ঈদ মোবারক ।***
৮| ০৬ ই জুন, ২০১৯ রাত ৩:৫৬
হাসান কালবৈশাখী বলেছেন:
মালয়েশিয়া ও ইন্দোনেশীয়া ভাষা মনে হয় একই ছিল 'মালে'।
কিন্তু ওরা বর্নমালা পরিবর্তন করে বাংলিশের মত লেখে। খুব দুঃখজনক।
০৮ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি ঠিকই ধরেছেন। এই দুই দেশের ভাষা মোটামুটি একই রকম। কিন্তু লেখা ইংরেজি হরফে। অনেক দেশেরই নিজস্ব হরফ নেই । এরাও সেই রকম।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ।
***ঈদ মোবারক ।***
৯| ০৬ ই জুন, ২০১৯ দুপুর ১:৪৩
মেঘ প্রিয় বালক বলেছেন: ঈদ মোবারক ভাই।
০৮ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ।
***ঈদ মোবারক ।***
১০| ১৩ ই জুন, ২০১৯ দুপুর ১:০৪
জুন বলেছেন: আমি প্রথম যেবার মালয়েশিয়া গিয়েছিলাম তার আগের দিন মালয়েশিয়া ঈদুল ফিতর উদযাপন করেছিল বলে মুসলমান ড্রাইভার জানালো । সেদিন তার মুখে সালামত হারিরায়া ঈদুল ফিতর উচ্চারনটি প্রথম শুনেছিলাম ।
১৫ ই জুন, ২০১৯ বিকাল ৫:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মোটের এর উপর এরা মানুষ খুব একটা খারাপ না । তবে বাংলাদেশীদের সাথে এদের আচরণ
খুব একটা ভালো যে তাও বলা যাবে না। আমাদের শ্রমিকরা তাদের রক্ত এবং ঘাম দিয়ে মালয়েশিয়া
কে উন্নত দেশের কাতারে নিয়ে গেছে।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুন, ২০১৯ সকাল ১১:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সউদদের ছবি দিলেন! ???
টেকনোলজির ব্যবহারের অনুমতি/আদেশ কোরআনেই আছে! সউদ শয়তানদের উদাহরন না হলেও চলবে ভায়া!কিন্তু দু:খজনক হলো আমাদের কথিত আলেম সমাজেই ইলম নাই! যা আছে পুথিগত আর মূখস্ত! ফলে এত সমস্যা!
কেটে যাক আঁধারের সময়। আলোকিত হোক আলেম সমাজ প্রকৃত ইলমের আলোয়
ঈদ মোবারক