নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
আমার কাছে যদি এমন কোন একটা জাদুর চেরাগ থাকতো যেটা দিয়ে আমি সব মানুষকে ভালো করে ফেলতে পারতাম তাহলে আমি সর্বপ্রথম বাংলাদেশের সব মানুষকে ভালো করে ফেলতাম। তাদের মন থেকে হিংসা-দ্বেষ মুছে দিতাম। সততা আর ন্যায়পরায়নতা দিয়ে তাদের মন ভরিয়ে দিতাম। তাদেরকে বিবেকবান করে দিতাম।
আমার কাছে যদি এমন কোন একটা জাদুর চেরাগ থাকতো তাহলে সারা দুনিয়ার সব মানুষকে ভাল করে ফেলতাম। সব মানুষের মন থেকে হিংসা দূর করে ফেলতাম । সবার মধ্যে থাকত দয়াআর মায়ার আকর্ষণ। কেউ কাউকে খারাপ বলতো না । কাউকে খারাপ কথা বলত না ।
ধর্মের নামে মানুষ খুব বেশী উগ্র হয়ে যাচ্ছে। তাই তো দেখতে পাই ক্রাইস্ট চার্চে বর্বর নরহত্যা। শ্রীলঙ্কার মতো সুন্দর দ্বীপ রাষ্ট্রে শত শত মানুষের আর্তনাদ। চারিদিকে লাশের পোড়া গন্ধ।
মানুষ, তুমি ভালো হয়ে যাও। কেননা, তুমি সৃষ্টির সেরা জীব। তোমার মর্যাদা তোমাকেই রাখতে হবে। কেননা, তুমি সৃষ্টির সেরা বলে অহঙ্কার কর। তুমি তো খারাপ কাজ করতে পার না। এটা তোমার পরিচয়ের সাথে যায় না।
২৬ শে এপ্রিল, ২০১৯ ভোর ৫:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এ্টা সবার মাঝেই আছে। আপরার মধ্যে আরো ব্শেী আছে।
২| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: আপনার নেক চিন্তা আমার কাছে ভালো লাগলো।
২৬ শে এপ্রিল, ২০১৯ ভোর ৫:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ছোট বেলায় আমি জাদুর চেরাগটি নিয়ে ভাবতাম। ওটা পেলে আমি কি কি চাইবো মনে মনে তা ঠিক করতাম। এতটা সময় পার করে এলাম আজো চেরাগের দেখা নেই। আফসোস।
৩| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৩২
ডঃ এম এ আলী বলেছেন: ভাল বিষয় নিয়ে লিখেছেন ।
যাদুর চেরাগ কিন্ত একটা সত্যিই আছে
আর সেটাকে জ্বালাবার জন্য
সকলকেই বলতে হবেে
আমি ভাল হয়ে যাব
সবাই ভাল হয় গেলে আর কোন
সমস্যা কোথাও থাকবেনা ।
শুভেচ্ছা রইল
২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শ্রদ্ধাভাজন, আপনার মন্তব্য সব সময় খুব সুন্দর হয়।অনেক কিছু শেখার থাকে। আজকের মন্তব্য এর ব্যতিক্রম নয় ।এটা থেকে অনেক কিছু শিখতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।
৪| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:০৩
পদাতিক চৌধুরি বলেছেন: কথাটা খুবই ভালো কিন্তু ক্ষমতালোভীরা যে বড্ড ভয় পাবে। এমন চিন্তা ট্রাম্প সাহেবদেরও একটু দরকার।
শুভেচ্ছা রইল প্রিয় সাজ্জাদ ভাইকে।
২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রিয় দাদা, পৃথিবীতে মানুষ তো একবারের জন্যই আসে। একটাই তো জীবন । তাকে অবহেলায় নষ্ট করা ঠিক নয়। সবাইকে স্বাধীন ভাবে বাঁচতে দিতে হবে । কাউকে আঘাত দেওয়া কাউকে খাটো করা মোটেই কোনো ভালো কাজ নয় ।একে অপরকে সম্মান করতে হবে , মর্যাদা দিতে হবে তবেই না মানুষ সুন্দরভাবে বাঁচতে পারবে।
৫| ২৬ শে এপ্রিল, ২০১৯ ভোর ৪:৩৫
চাঁদগাজী বলেছেন:
১০০ জন শিক্ষিত মানুষের ক্ষমতা যে কোন আলাদিনের দৈত্যের থেকে বেশী
২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শেখ সাহেব নাকি তার শিক্ষক প্রফেসর সাইদুর রহমানের কাছে ১০ জন ভালো মানুষের তালিকা চেয়েছিলেন। তিনি দেব দেব করেও শেষ পর্যন্ত তালিকাই বানাতে পারেননি।
৬| ২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫০
জুন বলেছেন: আপনার লেখাটি পড়ার আগে আমিও আপনার মতই ভেবেছিলাম।
আপনি আমার মনের কথাটিই লিখেছেন।
"হে দৈত্য আমাদের ভেতরের মনুষ্যত্বকে জাগ্রত করে দাও"
২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পৃথিবীর সব মানুষ আপনার মত করে চিন্তা করলে পৃথিবী টা অনেক সুন্দর হতো । কোন সমস্যাই থাকতো না।
৭| ২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪২
রাজীব নুর বলেছেন: প্রতিটা মানূষের ভেতরেই একটা চেরাগ আছে। আপনার ভেতরেও আছে।
২৬ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাই সাহেব, আমার মনের ভেতর একটা চেরাগের দৈত্য থাকতেও পারে ।তবে আমার চেরাগের দৈত্য দুর্বল। দুর্বল দৈত্য দিয়ে সমাজ বদলের কাজ হবে না। যাদের দৈত্য শক্তিশালী তাদেরকে কাজে লাগাতে হবে। যেমন ট্রাম্প কাকা, এমবিএস ভাতিজা, নরেন কাকা প্রমুখের দৈত্য।
৮| ২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫৩
মাহমুদুর রহমান বলেছেন: আলাদিনের চেরাগ একটা খেলনার বস্তু কেবল। এটা দিয়ে কিছু হবে না।
কল্পনা বিলাসিতার এই আধুনিক দুনিয়ায় আমরা ভুলে গিয়েছি আমাদের করনীয়।
আল্লাহ্ সবাইকে হেদায়েত করুন।
২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাই সাহেব , ঐ হেদায়েতটাই তো আলাদিনের চেরাগ ।যেটা আমাদের এখন সবার দরকার।
৯| ২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:১৬
সাদা মনের মানুষ বলেছেন: প্রতিটা ধর্মই মানুষের কল্যানের কথা বলে, অথচ কিছু সংখ্যক ধর্মান্ধদের জন্যই পৃথিবীতে এমন প্রাণহানী ঘটছে। যাদুর চেরাগ আমাদের প্রত্যেকের কাছেই আছে, অন্তত নিজে ভালো হওয়ার মতো চেরাগ তো রয়েছেই.........ধন্যবাদ।
২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধর্মের একটা খারাপ দিকও আছ। এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে মোটেই দেখতে পারে না। মনের মধ্যে হিংসা পুষে রাখে। রেষারেষি পুষে রাখে। হিংসাত্বক ও বিষাক্ত ঘটনা ঘটায়। আজকাল তো তাই দেখছি।
১০| ২৬ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩৩
তারেক_মাহমুদ বলেছেন: বিবেক জাগ্রত হোক, আমরা সবাই নিজেদেরকে মানুষ ভাবি তবেই পৃথিবী থেকে হানাহানি দূর হবে।
২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালো মানুষের সংখ্যা যত বাড়বে পৃথিবীতে ভালো কাজের সংখ্যা তত বাড়বে। খারাপ মানুষ তখন পালিয়ে যাবে ।খারাপ কাজ থাকবেই না।
১১| ২৬ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫
রাজীব নুর বলেছেন: আমার ভেতর কি চেরাগের দৈত্য আছে?
২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অবশ্যই আছে ।অন্য দশ জন মানুষ এর চেয়ে আপনার মাঝের দৈত্যটা তো আরো বেশি শক্তিশালী । আপনার লেখাগুলো গভীর মনোযোগ দিয়ে পড়লেই এটা বুঝতে পারা যায়।
১২| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:২২
সুমন কর বলেছেন: একটি অপ্রিয় সত্য, ৯৫-৯৮%'ই অমানুষ।।
২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার সাথে আমার চিন্তাভাবনা মিলে গেল।
ভালো মানুষ খোঁজতে গেলে ঠগ বাঁছতে গাঁ উজার হয়ে যাবে।
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৫
আর্কিওপটেরিক্স বলেছেন: শুভ চিন্তা