নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

অপরিচিত জনকে “ আপনি” বলুন

১৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

বাংলাদেশের বিরাট সংখ্যক মানুষের একটি অন্যতম সমস্যা হচ্ছে- তারা মানুষকে সম্মান দিতে চায় না ( নাকি সম্মান দিতে জানেন না?)
প্রত্যেকের মাঝে যেন এক ধরনের উগ্রতা। যেন দারুন মেজাজ খারাপ সবার। সবাই যেন কেমন গরম হয়ে থাকে। মনে হয় বিদ্যুত সমস্যা, পানি সমস্যা, গ্যাস সমস্যা আর চলমান জীবনের নানা সমস্যার কারণে তাদের মেজাজ ভীষণ চড়া। ফলে স্বাভাবিক কথাগুলো তারা যেন একটু উচ্চ স্বরেই বলে। যেন ঝগড়া করছে আর কি।

অপরিচিত জন কাউকে দেখলে ‘আপনি’ করে কথা বলা উচিত। অথচ গরীব মানুষ পেলে ‘আপনি’ করে আর কে বলতে চায়? আর রিক্সাওয়ালা হলে তো আর কথাই নেই।
রিক্সাওয়ালাদেরকে এতো বেশী তুচ্ছ-তাচ্ছিল্য করা হয় যে এখন কেউ আর রিক্সাওয়ালাও বলে না। বলে, এই খালি যাবে? কিছু দিন আগেও বলত, এই রিক্সা, যাবে? আমার কথা হচ্ছে, রিক্সাওয়ালাকে ‘আপনি’ করে বললে সমস্যা কোথায়? একজন রিক্সাওয়ালার বড় পরিচয় তিনি এক জন মানুষ এবং ধরে নিতে পারি, তিনি এক জন সৎ মানুষ। কারণ, তিনি রিক্সা না চালিয়ে চুরিও করতে পারতেন। ছুরি কিংবা পিস্তল বন্দুক হাতে নিয়ে মাস্তানী কিংবা ছিনতাইও করতে পারতেন। মাস্তানী করলে তো সবাই ‘বড় ভাই’, ‘বড় ভাই’ করতে করতে মুখে ফেনা তুলে ফেলত। তিনি একটি ভাল কাজ করছেন এবং সৎভাবে সংসার চালাচ্ছেন। আপনি হয়তো তার চেয়ে অনেক অনেক বড় একটি কাজ করেন, অনেক বেশী আপনার আয়। সমাজে আপনার প্রভাব-প্রতিপত্তি বেশী। কিন্তু সবাই-ই তো মানুষ । পেশায় নয়, তার সম্মান হওয়া দরকার তার ব্যবহারে, তার বিনয়ে, তার সততায়।

নম্রতা, ভদ্রতা, বিনয়, সততা ছাড়া জাতি হিসাবে আমরা কত দূর যেতে পারব, বলুন? ইংরেজিতে তো কাউকে কিছু বলতে গেলে, সরি, এক্সকিউজ মি, প্লিজ ইত্যকার কত কথা বলে ভদ্রতা প্রকাশ করতে হয়। অথচ বাংলায় কেউ- “আমাকে মাফ করবেন” এই জাতীয় কোন কথা কেউ বলতেই চায় না। তাই কেউ কেউ মনে করেন- বাংলা ভাষায় বুঝি বিনয় প্রকাশ করার মতো কোন শব্দই নেই। শব্দ আছে। কিন্তু আমরা প্রয়োগ করতে জানি না, কিংবা প্রয়োগ করতে রাজি না।

অপরিচিত কোন সম্মানিত লোককে ‘ স্যার” বলা যেতে পারে। যদিও স্যার এর একটি প্রতি শব্দ বাংলায় আছে। সেটা “জনাব” । তবে জনাব শব্দটি মানুষ কেউ যেন বাস্তব জীবনে প্রয়োগ করতে চায় না। আমি ঢাকার রাজপথে লেকচারারদের মজমায় কেবল জনাব শব্দটির বহুল প্রয়োগ দেখেছি। আরো দেখেছি বিদ্যালয়ের ছুটির দরখাস্তে। এছাড়া অন্য কোথাও খুব একটা ব্যবহার করতে দেখিনি।

তাই আমার একটি আবেদন, অপরিচিত জনকে আপনি করে কথা বলুন। ভদ্র ভাবে কথা বলুন। মানুষকে তার যথাযথ মর্যাদা দিন। বাংলা অনেক সুন্দর একটি ভাষা। এই ভাষার সৌন্দর্য্য রক্ষায় আমরা কি একটু ভূমিকা রাখতে পারিনা?

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

করুণাধারা বলেছেন: ঠিক!

অন‍্যকে সম্মান দিলে নিজের সম্মান বাড়ে।

২০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপন‌ি স‌ঠিক ব‌লে‌ছেন । বিনয় সবারই থাকা উ‌চিত। ইহা মহান গুণ।

২| ১৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

শাহিন-৯৯ বলেছেন:



আমার অফিসের একজন এজিএম স্যার ছিলেন (মানব সম্পদ বিভাগ) উনি সুইপার থেকে শুরু করে সবাইকে আপনি বলতেন।
অথচ এক পদ উপরের অনেক অফিসার তুমি করে সম্মোধন করে অবশ্যই ভাল সর্ম্পক থাকলে বিষয়টি আলাদা।

২০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপন‌ি স‌ঠিক ব‌লে‌ছেন । বিনয় সবারই থাকা উ‌চিত। ইহা মহান গুণ। স‌ম্বোধন পরবর্তী‌তে উন্নত সম্প‌র্কের কার‌ণে বদল হ‌তে পা‌রে।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট। আপনি একজন আন্তরিক মানুষ তাই এরকম পোষ্ট লিখতে পেরেছেন।

আমি মানুষকে সম্মান করেই কথা বলি।

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার জানা শোনা ( ব্লগেই জানা) মানুষের মধ্যে আপনি এক জন ভালো মানুষ।
আপনার মাঝে হিমুর কিছু গুণ দেখি।
কেবল হলুদ পাঞ্জাবীটা নেই।
কেবল রূপা নেই।
আর সবই প্রায় হিমুর মতো।
আপনি ঊনহিমু!

৪| ১৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি আপনার সাথে একমত। অন্যকে সম্মান দেওয়ার রীতি নীতি আমরা শিখিনি বা শিখতে পারিনি। এটা দুঃখজনক।

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, আপনি অনেক সঠিক বলেছেন। আপনার মতো করে সবাই বুঝতে পারলে দেশ এগিয়ে যাবে। ইনশাআল্লাহ।

৫| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৬

ভুয়া মফিজ বলেছেন: আমিও সবাইকে শুরুতে 'আপনি' বলি, সে যে বয়সেরই হোক না কেন। পরে ঘনিষ্ঠতা হলে, এবং তুমি বলার জন্য পীড়াপিড়ি করলেই একমাত্র তুমিতে নামি।

ক্লাশ ফাইভ কিংবা সিক্সে পড়ি তখন। আব্বার অফিস থেকে এক পিয়ন দেয়া হয়েছিল বাসার কাজগুলো করার জন্য। উনাকে 'তুমি' করে বলতাম (আপনি বললে বন্ধুরা হাসাহাসি করতো)। আব্বা একদিন শুনে ফেলে এমন এক থাপ্পড় দিয়েছিলেন, তিনদিন জ্বরে ভুগেছিলাম। এর পর এই অভ্যাস চিরতরে চলে গিয়েছে। প্রথম দেখায় আমার মুখ দিয়ে 'তুমি' আসে না। এমনকি রিক্সাওয়ালাও.... সে যে বয়সেরই হোক না কেন। :)

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার পোস্টের সব মন্তব্যই আমি পড়ি। সেখানেও যথেষ্ট ভদ্রতার প্রকাশ ঘটেছে। সম্পর্ক একটি অনেক বড় ব্যাপার। বিয়ে পাত্রী দেখার সময় ছেলেরা কিংবা মেয়েরা তো হবু বর কিংবা বধুকেও তো আপনি করে বলেন। পরবর্তীতে সম্পর্ক সৃষ্টি হয়ে গেলে তারা -তুমি- তে চলে যান।

আপনার আব্বার প্রতি আমার সশ্রদ্ধ সালাম রইলো। উনার মতো গুণ সব বাবারই থাকা দরকার।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১৩

মুক্তা নীল বলেছেন:
ভালো কথা লিখেছেন। সম্মান দিলে, সম্মান পাওয়া যায়।

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন।
প্রতিটি মানুষেরই মর্যাদা আছে। কেবল মাত্র পেশা দিয়ে মর্যাদার বিচার করা সঠিক নয়।

৭| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৩

জুন বলেছেন: আপনার কথার সাথে একমত। আমাদের উগ্র ব্যবহারের প্রকৃষ্ট উদাহরন আমাদের নাটকগুলো। যা শুনে আমার ছেলে বলেছিল "আম্মু আমাদের দেশের মানুষ কি সারাক্ষণই এমন তুই তোকারি করে চিৎকার করে আর ঝগড়া করে! এদের মাঝে কি পোলাইটনেস নেই "! আমার ছেলের কথায় আমি লজ্জা পেয়েছিলাম।
আমি রিকশাওয়ালা থেকে ভিক্ষুক সবাইকেই আপনি বলি সারাজীবন ধরেই। একবার ইউনিভার্সিটি থেকে বাসায় যাবো শুধুমাত্র আপনি বলার জন্য সে তিন যাত্রীকে রিজেক্ট করে আমাকে নিয়েছিল। এটা সে আমকে জানায় যে "আপা আপনার ব্যবহারের জন্যই আমি বেশি ভাড়ার যাত্রী রাইখা আপনারে নিয়া যাইতেছি "।
আমাদের মধ্যে শিষ্টাচারের প্রচন্ড অভাব সাজ্জাদ হোসেন।

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক শখ বা হাউস করে মাঝে মাঝে বাংলা নাটক ছাড়ি। কিন্তু শেষ পর্যন্ত দেখা হয়ে উঠে না। ভাষার ব্যবহারে আমাদের নাট্যকারেরা যত্নবান নন বলেই আমার মনে হয়েছে। অথচ এক সময় ঢাকার নাটক কলকাতার নাটকের চেয়ে অনেক বেশী ভালো মানের ছিল।

আপনার মন্তব্য থেকেও শেখার আছে। আমি আরো শিখতে চাই । অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। ভালো থাকুন সব সময়।

৮| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৬

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন,



ভালো বিষয়ে লিখেছেন।

মানুষকে সম্মান দিয়ে কথা বলতে তো পয়সা লাগেনা। অথচ অধিকাংশ ক্ষেত্রেই আমরা তা করিনে।
অন্যকে সম্মান দিয়ে কথা বলাতে যে আমাদেরও সম্মান বাড়ে, একথা আমরা কিছুতেই বুঝতে চাইনে।

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি অনেক সুন্দর বলেছেন। আপনার কথা খুবই অর্থবহ। আমরা সবাই যেন একে অপরকে সম্মান দিই। এটা করতে আসলেই কোন খরচ নেই। অথচ অর্জন তো আর কম নয়।

আপনার মন্তব্য থেকেও শেখার আছে। আমি আরো শিখতে চাই । অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। ভালো থাকুন সব সময়।

৯| ২০ শে এপ্রিল, ২০১৯ সকাল ৭:৪৩

ইসমত বলেছেন: পারিবারিক আর সামাজিক শিক্ষার অভাবে এমন হয়েছে, মানুষ এর মর্যাদা প্রদান এ সমাজে ছিল না,

বাংলাদেশের নাটক সিরিয়াল দেখি না বহু বছর, সেখানে কী দেখানো হচ্ছে আজ জানি না। তবে বর্তমানে পরিচিত এমনকি পরিবার, স্বামী, স্ত্রীকেও তুমি নয় আপনি সম্বোধনের এক নীরব পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। যারা অনুসরণ করছে আগের চেয়ে সম্মান শ্রদ্ধায় বেশ ভালো আছে।

রিক্সাচালককে আপনি বলা মানুষের সংখ্যা কম নয় তবে বাস কন্ডাক্টরকে আপনি বলে না প্রায় কেউই।

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর। আপনার মন্তব্য থেকে শিখলাম অনেক। এটা আমার জানা ছিল না।

আমি আরো শিখতে চাই । অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। ভালো থাকুন সব সময়।

১০| ২০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৪

হাবিব বলেছেন: আমিতো সবাইকেই আপনি করে বলি। ফ্যাক্টরির লেবারদেরকেও। অনেকে তাদেরকে তুমি করে বলে, সেটা আমার পছন্দ না।

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি এক জন শিক্ষিত মানুষ । আপনি তো বলবেনই। আরো ১০ জন আপনাকে দেখে শিখবে। আপনার মতো মানুষ আমাদের আরো বেশী করে দরকার।

ভালো থাকুন। আপনাকে মেইল করেছি। দয়া করে আমার কোন অহেতুক রাগ করবেন না যেন। আমি খুব সাদাসিদা মানুষ।

১১| ২০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:০৯

পবিত্র হোসাইন বলেছেন: মেয়ে দেখলে ঠিকই আপনি করে বলে /:)

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি তো দারুণ রসিক।

১২| ২০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪৭

কালো যাদুকর বলেছেন: সবার সম্নান সবার কাছে গুরুত্বপূর্ন, এটা আমরা কিছুতেই বুঝতে চাই না।

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অবশ্যই মান সম্মান অনেক বড় ব্যাপার। সবারই মান সম্মান আছে। এটাকে সবারই বুঝছে হবে।

১৩| ২০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫৭

নতুন নকিব বলেছেন:



এই বিষয়ে আমার লেখার ইচ্ছে ছিল। আপনি লিখে সুন্দর কাজ করেছেন।

রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মজুর, জেলে, দোকানি, মুচিসহ পৃথিবীর সকল মানুষ আমার নিকট সম্মানের পাত্র। এদের প্রত্যেকে 'আপনি' সম্বোধনপ্রাপ্তির অধিকারী।

ভালো থাকুন।

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার লেখাগুলো অসাধারণ। মন দিয়ে পড়ি। যদিও কামলা দিয়ে দিয়ে পড়াশোনা করার মতো সময় খুব এটা পাই না।

আপনার মন্তব্য খুবই প্রনিধানযোগ্য।
আপনার মন্তব্য থেকেও শেখার আছে। আমি আরো শিখতে চাই । অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। ভালো থাকুন সব সময়।

১৪| ২০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:



আপনার অভিজ্ঞতার মুল্য আছে

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সামহোয়্যারইন ব্লগে এসে অনেক ভালো মানুষের সাথে ভাব বিনিময়ের সুযোগ পাচ্ছি। বিশেষ করে বিনা পয়সা অনেক দামী দামী লেখা পড়তে পারছি। এটা অনেক বড় একটি ব্যাপার।

আপনার প্রতি আমার কৃতজ্ঞতা । আপনার লেখা পড়ে প্রচুর চিন্তাভাবনা করতে পারি। এটা একটা ঋণ। এই ঋণ শোধ করা যাবে না।

১৫| ২০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৭

অজ্ঞ বালক বলেছেন: অপরিচিত জনকে যে আপনি ছাড়া তুমি বলে সে একটা ভোঁলদ। আপনার লেখায় প্লাস। যুগোপযোগী লেখা।

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক মানুষই অহংকারের উর্ধ্বে উঠতে পারে না। তারা হয়তো বলে। তবে বিনয়ী মানুষ অবশ্যই ভালো। আপনার মন্তব্য গুলো হয় রসে ভরপুর। আমি ব্লগে ব্লগে ঘুরি আপনার মন্তব্য পড়ার জন্য।

আপনার মন্তব্য থেকেও শেখার আছে। আমি আরো শিখতে চাই । অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। ভালো থাকুন সব সময়।

১৬| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪২

মাহমুদুর রহমান বলেছেন: আপনি বলার মাঝে একধরনের আন্তরিকতা বিদ্যমান।

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সেই সাথে সম্মানও দেয়া হয়। মানুষকে সম্মান করার দরকার আছে। কেননা, আপনি সম্মান পাবার দাবী রাখেন।

১৭| ২৫ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: ভাল একটি বিষয় নিয়ে লিখেছেন ।
রিক্সা চালকদের আয় যদি মানুষ বয়ে নিয়ে যাওয়া বিমানের
পাইলটদের থেকে বেশী, নিদেন পক্ষে কাছাকাছি থাকত
তাহলে সকলেই তাদেরকে আপনি বলে সম্বোধন করত ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ততকালীন অধ্যাপক
নুরুল মোমেন তার একটি লিখায় তুমি ও আপনি ইংরেজী You
এর মত এক শব্দে প্রকাশ করার জন্য " তুপনি " শব্দটি
প্রয়োগ করার জন্য প্রস্তাব করেছিলেন , তাহলে আপনি ও তুমি
বলে কাওকে সংবোধন করার বিরম্বনা থাকবেনা বলেও উল্লেখ
করেছিলেন । মনে হয় বিষয়টি এখন আবার ভেবে দেখা
যেতে পারে ।

শুভেচ্ছা রইল

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার ,আপনার মন্তব্য যথার্থ। আপনি সঠিক কথা বলেছেন। আসলে এটা ভেবে দেখার মতো একটি বিষয়।
আপনার জন্যও শুভকামনা। ভা‌লো থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.