নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
প্রথমে সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪২৬। সবার জন্য শুভ হোক।
প্রতি দিন কত কিছু খেয়াল করি না। আবার জানিও খুব কম।
যেমন- আজ আমার ছেলে আমাকে জিজ্ঞেস করলো – অ্যাম্বুল্যান্স শব্দটি উলটা করে লেখা কেন এটা আমি জানি কিনা।
আরে সর্বনাশ! এটা তো আমি জানি না। তবে অনেকবার দেখেছি। অ্যাম্বুল্যান্স এর গায়ে লেখাটি আসলেই উল্টা করে লেখা।
ভাবলাম – এবার তাহলে ছেলের কাছে শেখার সময় এসে গেছে। আজ ছেলের কাছে শিখলাম কেন Ambulance উল্টা করে লেখা হয়।
জানি না , বাবা। তুমি বলে দাও কেন উল্টা করে লেখা থাকে।
ছেলে আমার বিজ্ঞানের নানা বিষয় দেখি ভালোই রপ্ত করে ফেলেছে এবং তার উত্তরও সঠিক।
আসলেই বিজ্ঞানের চর্চা থাকতে হবে। চর্চা নেই বলেই আমি এই সামান্য ব্যাপারটি জানি না। পথে কত অ্যাম্বুলেন্স সাইরেন্স বাজিয়ে আসছে। অনেকের মতো আমিও তাকে সাইড দেয়ার জন্য প্রাণপণ চেষ্টা করি। কিন্তু সত্যি বলছি আমার জানা ছিল না রোগী বহনকারী পরিবহনটির গায়ের লেখাটি কেন উল্টা করে লেখা।
আজ জানতে পারলাম।
শিক্ষার কোন স্থান-কাল-পাত্র নেই। শিখতে হবে নিজের প্রয়োজনে।
১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধন্যবাদ, ভাই। সবাই জানে। কেবল আমি জানি না। আমার বুদ্ধি সব সময় খুব নিম্ন মানের।
ভালো থাকুন। শুভ নববর্ষ। জীবন হোক সুন্দর।
২| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৮
রাজীব নুর বলেছেন: আপনার ছেলের মতোন ব্যাপারটা আমি জানি।
১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাইরি বলছি!
আমি কখনোই জানতাম না।
আমার বুদ্ধি বিবেচনা সব সময়ই গাধা টাইপের ।
আফসোস!
৩| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১৫
হাবিব বলেছেন: বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। আপনার ছেলে খুবই মেধাবী দেখছি। আল্লাহ আপনার ছেলেকে উন্নতির সোপানে নিয়ে যাক, দোয়া করি। আপনার জন্যও শুভকামনা।
১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা। কাল আপনাকে মেইল করবো। ইনশাআল্লাহ।
৪| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:২২
হাবিব বলেছেন: আপনার আন্তিরকার জন্য আমি কৃতজ্ঞ। ভালো থাকবেন সব সময়, সাজ্জাদ ভাই।
১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মেইল করলাম আবার। দয়া করে চেক করুন। জানান।
৫| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৫
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: আমি মনে করতাম টাকার অভাবে তারা না লেখিয়ে স্টিকার মেরে দিতো। যার কারণে উল্টো লাগতো।
১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দারুণ তো! হতেও তো পারে। অনেক ধন্যবাদ।
৬| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৬
আকতার আর হোসাইন বলেছেন: হ্যাঁ, শিক্ষায় কোন লজ্জা নেই। লজ্জা থাকা উচিৎ না।
আপনি কারণটা কিন্তু এখানে লিখলেন না। পোস্ট ইডিট করে কারণটাও লিখে ফেলুন যদিও উপরে একজনের মন্তব্য পড়ে অলরেডি আমি কারণটা জেনেছি।
বৈশাখের শুভেচ্ছা জানবেন।
১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার নিজের ধারণা, আমি ছাড়া বাকি সবাই কারণটা জানেন। তাই আর লিখিনি। মফিজ ভাই সঠিক তথ্য দিয়ে রেখেছেন। আপনাকে ধন্যবাদ।
শুভ নববর্ষ ১৪২৬, শুভকামনা নিরন্তর।
৭| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৩৮
মাহমুদুর রহমান বলেছেন: এই পৃথিবীতে আমরা সবাই একেকজন ছাত্র।
১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ নববর্ষ ১৪২৬, শুভ কামনা নিরন্তর।
৮| ১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মাইরি বলছি!
আমি কখনোই জানতাম না।
আমার বুদ্ধি বিবেচনা সব সময়ই গাধা টাইপের ।
আফসোস!
আমি অনেক কিছু জানি না। কিন্তু আমার মেয়ে জানে।
১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি জীবনের শেষ দিন পর্যন্ত শিখতে চাই। আমার মনকে আরো প্রসারিত করতে চাই। প্রকৃতিকে জানতে চাই। ইশ্বরকে জানতে চাই। মানুষ এখনো পর্যন্ত ইশ্বরকে সঠিক ভাবে জানতে পারেনি।
৯| ১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৫৬
আনু মোল্লাহ বলেছেন: আপনার ছেলের জন্য শুভকামনা রইল।
১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ভাই জান। ভালো থাকুন সব সময়। আল্লাহ সোবাহানা তায়ালা আপনার মঙ্গল করুন। আমিন।
১০| ১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:০৯
করুণাধারা বলেছেন: ইত্যাদিতে একবার এই জিনিসটা শুনেছিলাম, তাই জানি।
নতুন বছরের শুভেচ্ছা আপনার জন্য, আপনার পরিবারের সকলের জন্য......
১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার জানা ছিল না। জানতে ইচ্ছেও হয়নি। ইচ্ছে হলো তো গুগল করলেই জানতে পারতাম।
ভালো থাকুন সব সময়। আল্লাহ সোবাহানা তায়ালা আপনার মঙ্গল করুন। আমিন।
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৪
ভুয়া মফিজ বলেছেন: অন্য ড্রাইভারদের 'রিয়ার ভিউ মিরর' এর জন্য এ'ভাবে লেখা হয়।
মাশাআল্লাহ, আপনার ছেলে বেশ ট্যালেন্ট.....ভালো লাগলো।
নববর্ষের শুভেচ্ছা।