নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

নতুন সকাল সবার জন্য শুভ হোক

০৯ ই এপ্রিল, ২০১৯ ভোর ৫:১৮



সকাল হয়েছে। অনেক প্রতীক্ষিত শুভ সকাল।
সকাল একটি দারণ ব্যাপার। কেননা, বিগত দিনের সকল ক্লান্তি আর অবসাদ দূর করে নতুন আরেকটি দিন শুরু করার শুভ প্রয়াস শুরু হয় এই সকালে।

সকালেও আমাদের প্রচন্ড ব্যস্ততা থাকে। থাকে অনেক কাজের পরিকল্পনা। আমাদের সারা দিন আমরা কি ভাবে পার করবো তার পরিকল্পনা বেশীর ভাগই আগের রাতে করা হয়ে থাকে। তারপরও সকাল বেলায় আরেক বার মনে করে নিতে পারি।
স্নিগ্ধতায় ঘেরা সকাল বেলায় একটি জিনিস সবার মনে রাখলে উপকৃত হতে পারি সেটা হলো- সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারা দিন আমি যেন ভালোভাবে চলি।

সারা দিন আমি যেন কোন অন্যায় না করি। অন্য মানুষের কোন উপকার করতে না পারি কোন মানুষের কোন ক্ষতি যেন আামি না করি।

আমাদের সবার সকাল সুন্দর হোক। সারা দিনটি সুন্দর হোক। সুপ্রভাত। শুভ সকাল।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৯ ভোর ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


যাদের চাকুরীতে সমস্যা আছে, তারা সকাল বেলাটাকে কম পছন্দ করেন।

০৯ ই এপ্রিল, ২০১৯ ভোর ৫:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, আপনার তো এখন সন্ধ্যা বেলা। আপনার জন্য শুভ রাত্রি।

২| ০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ৭:২৩

মুক্তা নীল বলেছেন:
কথাগুলো যেকারও মনের দিনটা শুরুর অনুপ্রেরণা জাগাবে। আপনাকেও শুভ সকাল।
কথায় ভালোলাগা।

১০ ই এপ্রিল, ২০১৯ ভোর ৫:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৩৯

শরীফ বিন ঈসমাইল বলেছেন: সকাল টা একসময় খুব অপছন্দের ছিল যখন আমি ছিলাম একজন চাকুরীজীবী, বাট যখন আমি দাকুরীদাতা এখন প্রতিটা সকাল আমার জন্য কেমন যেন নতুন একটা সম্ভাবনা ও সুভ্রতায় এবং সতেজতার ভরা হয় :)

১০ ই এপ্রিল, ২০১৯ ভোর ৫:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসম্ভব ভালো লাগলো আপনার কথাগুলো। সকাল বেলা আসেলই অনেক সুন্দর। আামাদের অনেকেরই সময় হয় না এই রূপ দেখার।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথা হলো- ঢাকা শহরের কারো সকাল সুন্দর হয় না।

১০ ই এপ্রিল, ২০১৯ ভোর ৫:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঢাকা শহর এক দিন পৃথিবীর সেরা শহরগুলোর একটি হবে।
সেই দিনের অপেক্ষায় রইলাম।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১৯

করুণাধারা বলেছেন: দিনের শুরুতেই যখন পোস্ট দেখেছিলাম, তখন মন ভালো হয়ে গিয়েছিল। চমৎকার লিখেছেন। যদিও আজ দিনের অনেকটাই চলে গেছে, তবু আপনার জন্যও শুভকামনা রইল- প্রতিদিন হোক সুন্দর।

১০ ই এপ্রিল, ২০১৯ ভোর ৫:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি অনেক সুন্দর লিখতে পারেন। আপনার লেখা পড়লেও আমার মন ভালো হয়ে যায়।
সকাল সত্যিই খুব সুন্দর।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ঢাকা শহর এক দিন পৃথিবীর সেরা শহরগুলোর একটি হবে।
সেই দিনের অপেক্ষায় রইলাম।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।

ঢাকা শহর এক দিন পৃথিবীর সেরা শহরগুলোর একটি হবে।

এটা কোনো দিন সম্ভব না। আসলে আমরা এটা ভেবে শান্তি পাই।

১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি অনেক দরিদ্র মানুষ। দোহারে ও ঢাকায় আমার থাকার মতো কোন জায়গা নেই। আমার পরিচিতরা বলেঃ দেশে আসিস না কেন?

তাদেরকে কি করে বুঝাই, দেশে এসে যদি হোটেলেই আমাকে থাকতে হয় তাহলে মালয়েশিয়া আর সিঙ্গাপুরের হোটেলগুলোর কি দোষ? এ্খানে খুব কম টাকায় থাকা যাবে। যেটা ঢাকায় সম্ভব হবে না।

আমাদের দেশ হবে পৃথিবীর সেরা দেশ। হয়তো বা আমরা দেখে যেতে পারবো না। আফসোস!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.