নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
দ্রুততম বিচার ঃ ১০ দিনেই রায়
অভিযোগ ঃ হত্যার উদ্দেশ্যে হামলা
মেয়ের বয়স ২৪, ছেলের বয়স ২০.
প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে মালয়েশিয়ান তরুণীকে ধারালো ছুরি দিয়ে মুখ কেটে দেয় বাংলাদেশি যুবক। তার নাম সাইদুল ইসলাম ।
গতকাল শুক্রবার মালয়েশিয়ার আদালতে তাকে হাজির করা হয়। মালয়েশিয়ান তরুণীকে হত্যার উদ্দেশ্যে আঘাত করায় ৩২৬ ধারা অনুযায়ী ২০ বছরের কারাদন্ডের আদেশ দেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী কোতা দামানসারার একটি শপিংমলের কাছে প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে মালয়েশিয়ান তরুণীকে ধারালো ছুরি দিয়ে মুখ কেটে দেয় বাংলাদেশি সাইদুল। আহত নারীর বয়স ২৪ বছর। দীর্ঘদিন ধরে ওই বাংলাদেশি প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল তাকে, কিন্তু ওই তরুণী প্রেমে সাড়া না দেয়ায় বারবার তার সঙ্গে খারাপ আচরণ করতো সাইদুল।
এদিকে পেতালিংজায়া জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ জনি চে দিন জানান, পুলিশকে ঘটনাটি জানানোর পরপরই এই ঘটনার শিকার হন ওই নারি। পরে তাকে চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় মালায় মেডিকেল সেন্টার (পিপিএমএম) হাসপাতালে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে, ঠোঁটের উপরে প্রায় পাঁচ ইঞ্চির মত কেটে গেছে। আহত নারীর অভিযোগে আটক করা হয় ২০ বছর বয়সী বাংলাদেশি সাইদুলকে। এ ঘটনার পর থেকে মালয়েশিয়ার সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ বিরোধী ব্যাপক ঝড় উঠেছিল।
( সবার সতর্কতার জন্য এই পোস্ট খানি সবাইকে জানাতে পারেন।)
( সৌজন্যেঃ বাবু গৌতম কুমার রায়)
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিদেশের মাটিতে লজ্জায় আমাদের মাথা কাটা যায়।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৪
ভুয়া মফিজ বলেছেন: প্রথম ছবিটা ভয়াবহ। চাইলে এটাকে মুছে দিয়ে পরেরটাকে প্রথম ছবি করতে পারেন।
বদমাশটা ২০ বছর জেল খেটে বের হয়ে যখন দেশে আসবে তখন আরো ২০ বছরের জন্য আবার জেলে ঢুকিয়ে দেয়া দরকার!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ওটা আমার দেশী ভাইয়ের মহান শিল্পকর্ম। মুছে দিলাম। জাতি হিসাবে আমরা খুব উচু মানের নই।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৫
খায়রুল আহসান বলেছেন: আমিও প্রথম ছবিটাকে সরিয়ে ফেলার অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয়টাই যাক প্রথমে।
তবু বলবো, ব্যাটার ভাগ্য ভাল যে ঘটনাটা ঘটিয়েছে মালয়েশিয়ায়। মধ্যপ্রাচ্য হলে হয়তো এতদিনে গর্দানটা সা'ফ হয়ে যেত।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন স্যার।
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩১
মাহমুদুর রহমান বলেছেন: এতো আবেগ আসে কই থেকে?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমরা যে প্রেমিক জাতি। সবার উপরে প্রেম। সেটা জোর করে হলেও চাই।
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২১
নতুন নকিব বলেছেন:
অমানুষ। উপযুক্ত শাস্তি দেয়ায় ধন্যবাদ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শাস্তিটা কম হয়ে গেছে।
©somewhere in net ltd.
১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৩
রাজীব নুর বলেছেন: দুঃখজনক।