নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

আমার ইশতেহার

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬





আমার ইশতেহার


প্রিয় ব্লগবাসী,

আসসালামু আলাইকুম। সবাই আমার শুভেচ্ছা নিন।

আগামী ৩০ শে ডিসেম্বর ২০১৮ বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ব্লগার কাল্পনিক ভালোবাসার আহ্বানে আমি সংক্ষিপ্ত আকারে আমার দলের ইশতেহার প্রকাশ করছি।

আমার দলের প্রতীক জোনাকী পোকা মার্কায় আপনাদের মহামূল্যবান ভোটের রায় নিয়ে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে আমার দল নিম্নবর্ণিত কর্মসূচীসমূহ বাস্তবায়ন করবে।

১। শিক্ষাকে সবার আগে স্থান দিয়ে সব নাগরিকের জন্য প্রকৃত শিক্ষা নিশ্চিত করা হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান এই সব দেশের শিক্ষা ব্যবস্থার অনুসরণ করে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক আর যুগের উপযোগী করা হবে। এসএসসিকে ও লেভেল এবং এইচ এসসিকে এ লেভেল ঘোষণা করা হবে। এ লেভেল পর্যন্ত সরকারী খরচে পড়ানো হবে। শিক্ষকরা কোন ভাবেই কোচিং পেশায় আসতে পারবেন না। বিজ্ঞান ও গণিত ইংরেজিতে পড়া বাধ্যতামূলক হবে। যে কোন নাগরিক যাদের পেশাগতভাবে বাংলাদেশেই থাকতে হয় তারা এ লেভেল পর্যন্ত দেশেই ছেলে মেয়েদেরকে পড়াতে বাধ্য থাকবেন।

২। জনপ্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাস। সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদেরকে মন্ত্রী নিয়োগ করা হবে। কৃষি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবকে সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি থাকতে হবে। অন্যান্য মন্ত্রণালয়েও এটা বাস্তবায়ন করা হবে।

৩। স্বজনপ্রীতি, ঘুষ ও দূর্নীতি সমূলে উচ্ছেদ করা হবে। যে সব অফিসে বেশী বেশী দূনীর্তি হয় সেই সব অফিসে র‌্যাব মোতায়েন করা হবে। এসব অফিসে নিয়মিত সেনা অভিযান পরিচালনা করা হবে।

৪। শ্রমজীবী মানুষদের জন্য জেলা পর্যায়ে শিল্পায়ন করা হবে। রাজধানী থেকে সব কারখানা গ্রামাঞ্চলে নেয়া হবে। কোন শ্রমিককেই কাজ করার জন্য বিদেশ যেতে হবে না। তবে পেশাজীবীরা চাইলে বিদেশে কোন উন্নত কাজ করতে যেতে পারেন। পারিবারিক জীবন দরকার আছে। বর্তমানে প্রবাসী শ্রমিক রা পারিবারিক জীবন হতে বঞ্চিত। এটার অবসান করা হবে।

৫। সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে। যারা যান বাহন, ও সেবা খাতে বিশেষ সুবিধা লাভ করবেন। সর্বত্র তারা সম্মানিত হবেন।

৬। চিকিৎসা ব্যবস্থার আমূল উন্নয়ন করা হবে। ব্যবসা নয় সেবাই হবে মূল মন্ত্র। চিকিৎসার জন্য কোন রোগীকে দেশের বাইরে যেতে হবে না। প্রয়োজনে বিদেশী ডাক্তার এনে দেশের চিকিৎসকদেরকে প্রশিক্ষণ দেয়া হবে।

৭। টেকনাফ ও অন্যান্য সীমান্ত এলাকার মাদক সম্রাটদেরকে কঠোর ভাবে দমন করা হবে। মাদক নয় নির্মল বিনোদনের জন্য সব ধরনের সুযোগ নিশ্চিত করা হবে।

৮। জনসংখ্যা নিয়ন্ত্রণ করে ২ সন্তানের পরিবার গঠনকে উৎসাহিত করা হবে। অতিরিক্ত জনসংখ্যা এখন দেশের আপদ। দেশকে এগিয়ে নেয়াই লক্ষ্য।

৯। ঘরে ঘরে সেৌর বিদ্যুতকে সহজলভ্য করা হবে। বিকল্প জ্বালানীর ব্যবহার বৃদ্ধি করা হবে।

১০। জাতীয় সংসদে বিশিষ্ট ব্যক্তিদের জন্য ২০টি আসন সংরক্ষণ করা হবে। এতে সংসদ হবে সুষম। বিদ্যজনেরা সংসদে এলে জনগণের লাভ হবে।

১১। যারা বাড়ি ভাড়া করে থাকেন তাদের অধিকার সংরক্ষণ করার জন্য বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ কমিশন গঠন করা হবে। বাড়িঅলারারা যাতে ট্রাক্স দেয় সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে।

১২। সরকারী কর্মকর্তাদের অহেতুক প্রশিক্ষণের নামে অহেতুক প্রমোদ ভ্রমণ বন্ধ করা হবে। শপিং ও বেড়ানোর এই আয়োজন চলতে দেয়া হবে না। প্রশিক্ষক এনে দেশেই প্রশিক্ষ দেয়া হবে। সরকারী কর্মকর্তাদের সর্বোচ্চ প্রমোশন হবে অতিরিক্ত সচিব পর্যন্ত। যোগ্যতা বিবেচনায় চুক্তি ভিত্তিক সচিব নিয়োগ করা হবে।

১৩। সারাদেশে দুই লেন বিশিষ্ট রেলপথ স্থাপন করা হবে। সময়সূচী কঠোরভাবে মেনে চলা হবে। যাত্রী সেবাই লক্ষ্য।

১৪। ইন্টারনেট সবার জন্য সহজলভ্য করা হবে। প্রাপ্ত বয়স্ক সাইটগুলোকে নিয়ন্ত্রণ করা হবে। সংস্কৃতি চর্চা ও ক্রীড়া চর্চাকে উৎসাহিত করা হবে। অফিস চলাকালীন ফেসবুক ব্যবহার বন্ধ করা হবে। কাজই হোক ব্রত।

১৫। ভিভি আইপিদের চিকিৎসা, চেকআপ এই সব কাজের জন্য দেশেই বিশেষ চিকিৎসা কেন্দ্র খোলা হবে। এই খাতে অর্থের অপচয় রোধ করা হবে। অপচয় নয়, সুষম বন্টনই হবে নীতি। সর্দি জ্বর হলেই বিদেশ চিকিৎসা আর নয়।

১৬। সকল নাগরিক যাতে মন্ত্রী ও প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ রাখতে পারেন সেই ব্যবস্থা করা হবে। সবাই থাকবেন জবাবদিহিতার অধীনে। কোন মাফ নেই।

১৭। বিদেশ ভ্রমণের জন্য যারা যাবেন তাদের এবং প্রবাসী শ্রমিকদের অহেতুক ঝামেলা কমানোর জন্য বর্তমানে বিদ্যমান পাসপোর্টের মেয়াদ ১০ বছর করা হবে।

এখানে সংক্ষিপ্ত আকারে ইশতেহার দেয়া হলো। আমাদের ইশতেহারের পুস্তিকায় বিস্তারিত দেয়া আছে। সবাই কে আমাদের ওয়েব সাইটে গিয়ে পুস্তিকাটি পাঠ করার অনুরোধ করছি।


মন্তব্য ৪১ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি আপনার ব্লগে ইশতেহার পড়ছিলাম, আর আপনি আমার ইশতেহারে মন্তব্য করে ফেলেছেন B-)
১১ তে বিশেষ সমর্থন।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাদের সবার সমর্থন নিয়ে আমার দল সরকার গঠন করবে ইনশাআল্লাহ!
আপনাকে ধন্যবাদ।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
আছি আপনার সাথে।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পাশে থাকুন সব সময়। দেশকে বদলে দিতে চাই।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১

আরোগ্য বলেছেন: ২ নং পয়েন্টটা আমিও ভেবেছি।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমা‌দের ভাবনায় মিল আ‌ছে। আমরাই পার‌বো।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

মৌরি হক দোলা বলেছেন: সবগুলো পয়েন্টই বেশ :)

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার ইশতেহার কখন দিবেন? আপনার ইশতেহার পড়ার অপেক্ষায় আছি। শুভ কামনা।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: ১৬ টা পয়েন্টই আমার পছন্দ হয়েছে।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার ইশতেহারও অনেক সুন্দর। আপনাকে আমি ভোট দিব।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

জুনায়েদ বি রাহমান বলেছেন: পছন্দ হয়েছে।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জেনে খুবই ভালো লাগলো। এখন অপেক্ষায় আছি জনতার রায়ের। তার পর তো ইশতেহার বাস্তবায়ন শুরু করবো।

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

জুন বলেছেন: জনবান্ধব ইশতেহার +

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জনকল্যাণই আমার দলের এক মাত্র ব্রত। জনতাই শক্তি।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০০

অপু দ্যা গ্রেট বলেছেন:




এই ইশতেহার আমি বয়কট করলাম ।

ব্যাচেলারদের জন্য কোন সুযোগ সুবিধা নাই । বেকার ভাতা নাই ।

প্রেমিকার জন্য আবেদনের কোন সুযোগ নেই । এটা কোন ইশতেহার হয় নাই । B-) B-) B-) B-)

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কেউ বেকার থাকতে পারবেন না। তাই ভাতার প্রশ্নই আসে না।
ব্যাচেলররা বিশ্ববিদ্যালয়ে পড়বেন। সেখানে যার যার সহযাত্রী সে সে যোগাড় করবেন। এতে ইশতেহার কোন বাধা হবে না।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
ভাল লাগল

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার সমর্থনই আমার ইশতেহারের শক্তি।

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অপু দ্যা গ্রেট বলেছেন: এই ইশতেহার আমি বয়কট করলাম ।
...........................................................................................
আবার সেই বিরোধিতার খাতিরে বিরোধিতা,
ইশতেহারে এটাও থাকা দরকার ।
............................................................................................
ওকে আপনার ইশতেহার কি দেখতে চাই ।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সমালোচকরা সব চেয়ে বড় বন্ধু। তাদের মতামত খুবই দরকার।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৪

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: ভাল ইশতেহার।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার একটি সমর্থন আমাদের একটি শক্তি।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


অনেক বিষয়ে, অনেক ভালো কিছু ভেবেছেন।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার পোস্ট প‌ড়ে চিন্তার খোরাক পাই। ম‌নে যা আ‌সে তাই লি‌খি।

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

মৌরি হক দোলা বলেছেন: ভাই , আমি ইশতেহার দিলে আপনারা আমাকে আগে ব্লগ ছাড়া করবেন, তারপর দেশছাড়া........

আমি ভাই আপনাদের ছাড়িয় কোথাও যাইতে চাহি না.... তাই ভাবিয়াছি ইশতেহারখানা মনে মনেই রাখিব, প্রকাশ করিব না B-) B-) ;)

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আ‌মি নি‌জে‌কে উদার আর আধু‌নিক মানুষ ম‌নে ক‌রি। আমার কাছ থে‌কে উচ্ছৃঙ্খল আচরণ আশা করা বৃথা।

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আ‌মি নি‌জে‌কে উদার আর আধু‌নিক মানুষ ম‌নে ক‌রি। আমার কাছ থে‌কে উচ্ছৃঙ্খল আচরণ আশা করা বৃথা।

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪

মৌরি হক দোলা বলেছেন: ভাইয়া, হঠাৎ এই কথা??????

২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মৌরি হক দোলা বলেছেন: ভাই , আমি ইশতেহার দিলে আপনারা আমাকে আগে ব্লগ ছাড়া করবেন, তারপর দেশছাড়া........

আমি ভাই আপনাদের ছাড়িয় কোথাও যাইতে চাহি না.... তাই ভাবিয়াছি ইশতেহারখানা মনে মনেই রাখিব, প্রকাশ করিব না B-) B-) ;)

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

মৌরি হক দোলা বলেছেন: ওওওওওওও..........হাহাহাহা। বুঝলাম....

০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জ্ঞানীরাই দ্রুত বুূঝতে পারে। =p~

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩

স্বপ্নীল ফিরোজ বলেছেন: Great

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: থ্যাংক ইউ।

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৮

খায়রুল আহসান বলেছেন: ৫, ১৪, ১৫ ও ১৭ নং পয়েন্টের প্রতি সমর্থন রইলো।
৩ নং পয়েন্ট প্রসঙ্গে-- র‍্যাব মোতায়েন করে কি আর ঘুষ দুর্নীতি বন্ধ করা যাবে?
পোস্টে প্লাস + +

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কথায় ব‌লে, বা‌ঘে ধর‌লে ৩৬ ঘা আর র ্যা‌বে ধর‌লে ১০৮। মানুষ যে সোজা হয় সেটা ১/১১ এর পর দেখা গে‌ছে।

১৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ইশতেহার

০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।

২০| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৬

নজসু বলেছেন:

০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
হ্যাপি নিউ ইয়ার।
নতুন বছর শুভ হোক।

২১| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৬

জাতির বোঝা বলেছেন:
সুন্দর।

০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.