নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

চাঁদ নদী সাগর

০৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৪৬



আমার একটা চাঁদ আছে
পূর্ণিমার ঝলমলে আলোভরা চাঁদ।
চাঁদটি আমি বেঁচে দেব।
কেউ কি আছেন কিনবেন আমার চাঁদ?

আমার একটি নদী আছে।
টলটলে পানিভরা স্রোতস্বিনী নদী।
নদীটি আমি বেঁচে দেব
কেউ কি আছেন কিনবেন আমার নদী?

আমার একটি সাগর আছে।
কষ্টের নোনাজল আর আর্তনাদের ঢেউ ভরা উত্তাল সাগর।
সাগরটি আমি বেচেঁ দেব।
কেউ কি আছেন কিনবেন আমার সাগর।

এই চাঁদ এই নদী এই সাগর।
এই সব আমার আমার কাছে এখন কষ্ট
আমি এই সব বেচেঁ দিতে চাই।
কেউ কি আছেন আমার কষ্টগুলো কিনবেন?



মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৯

ঝিগাতলা বলেছেন: আপনার চাঁদ আমি কিনবো

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার ভাগ্য সুপ্রসন্ন যে এক জন ক্রেতা পাওয়া গেল। আপনাকে সালাম জানাই।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর কবিতা

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে কৃতজ্ঞতা জানাই , প্রিয় কবি।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৬

রাজীব নুর বলেছেন: দুনিয়াতে সব মুক্তিকামী মানূষের নিজস্ব সাগর নদী আকাশ বা পাহাড় থাকে।

১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটা মন্তব্য করলেন ভাই। আপনার মন্তব্য শুনে প্রাণ জুড়িয়ে ঠান্ডা হয়ে গেল। শুভ কামনা।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০১

মোস্তফা সোহেল বলেছেন: কারও দুঃখ কেউ কি কিনে নিতে চাই।
কবিতা ভাল লাগল ভাইয়া।

১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যদি কেউ কিনে সেই প্রতীক্ষায় আছি । এক দিন ঠিক কেউ কেউ না কেউ কষ্ট বিলাসী মানুষ আসবে। সেই দিনের অপেক্ষায় আছি।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: চমৎকার কবিতা....

১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপুনীকে ধন্যবাদ দিয়ে খাটো করা সুবিবেচনা সম্মত কাজ হবে না। ভালো থাকুন সব সময়।

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার কি হয়েছে বলুন দেখি!! বহুদিন থেকে দেখছি শুধু পোস্ট দিয়েই চলে যাচ্ছেন। কোন কমেন্টের উত্তর দিচ্ছেন না । শরীর কেমন আছে তাও জানাচ্ছেন না। প্রতিমন্তব্য করতে দেরি হচ্ছে । এনি ওয়ে আপনার শরীর -স্বাস্থ্য নিয়ে আমি খুবই চিন্তায় আছি।
কবিতা ভীষণ সুন্দর হয়েছে। পোস্টে লাইক।


অফুরান শুভেচ্ছা ও ভালবাসা জানবেন।

১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দাদা, লাইফ শেষ! কাজ খুঁজে বেড়াচ্ছি।
কোন এক লেখায় পড়েছিলাম- এক লোক কাজ খুঁজে বেড়াত। পেত না। সন্ধ্যা বেলায় খালি হাতে বাসায় ফিরতো।

মানুষের জন্য কাজ খুবই দরকার। শিক্ষা না হলেও মানুষ বাঁচতে পারে। কাজ ছাড়া বাঁচা কঠিন।

আপনি আমার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। ভালো থাকুন। শুভ কামনা সব সময়।

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর কবিতা

১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাইরে, এটা কিছুই হয়নি। কলেজের বাংলার অধ্যাপককে দেখান। অথবা কোন দৈনিক পত্রিকার সাহিত্য পাতার সম্পাদককে । তিনি ছুড়ে ফেলে দিবেন ওয়েস্ট পেপারস বাস্কেটে।

শুভ কামনা।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০০

নজসু বলেছেন:



কষ্টের অনুভূতি।
সব কষ্টকে বিলিয়ে দিতে নেই কবি।
কিছু কষ্টকে আঁকড়ে ধরে বাঁচতে হয়।

১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার মন্তব্য খুবই কঠিন। মনে হয় না আমি কিছু উপলব্ধি করতে পেরেছি।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০০

নজসু বলেছেন:
দেশের তরে যুদ্ধ করে দিল যারা প্রাণ
শ্রদ্ধাভরে স্মরণ করে গাই তাদেরই গান।

১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শহীদ স্মৃতি অমর হোক।
উনারা পরপারে শান্তিতে থাকুন।

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

ফয়সাল রকি বলেছেন: কষ্ট বেচতে হয়না, একান্তই নিজের জন্য রেখে দিতে হয়।

১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ক্রেতা পেলে তবেই না বিকি কিনি। সব পণ্যের ক্রেতা পাওয়া যায় না।

১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২

খায়রুল আহসান বলেছেন: ফয়সাল রকি এর মন্তব্যের (১০ নং) সাথে একমত - কষ্ট বেচতে হয়না, একান্তই নিজের জন্য রেখে দিতে হয়।
কবিতাটা দু'বার এসেছে, সম্পাদনা প্রয়োজন।

১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অশেষ কৃতজ্ঞতা স্যার। আপনি পড়েছেন জেনে আমি ধন্য। আপনি খুব মনোযোগী পাঠক ও লেখক। আমার ৫% মনোযোগও আমার নেই। মুঠো ফোনে টাইপ করে পোস্ট করলে অনেক সময়্ই ভুল আসে। ডাবল আসে।

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আফসোস¡

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.