নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ার রাজার বিয়ের গুজব

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

মালয়েশিয়ার রাজা সুলতান মুহাম্মাদ ৫ম

মালয়েশিয়ার রাজা সুলতান মুহাম্মাদ ৫ম এর বিয়ের গুজব ছড়িয়ে পড়েছে। তবে এ ব্যাপারে রাজপ্রাসাদ নীরব। প্রধানমন্ত্রী তুন মাহাথিরও বিষয়টি নিশ্চিত করতে পারেন নি। আজ বৃহস্পতিবার ২৯ নভেম্বর ২০১৮ পার্লামেন্টে সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি এই তথ্যের সত্যতা জানাতে পারেননি।


সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি

এক মাসের জন্য রাজকার্য থেকে ছুটিতে থাকা রাজার সাথে রাশিয়ার সাবেক মিস মস্কোর (former Moscow beauty queen Oksana Voevodina, 25) সাথে তার বিয়ের গুজব ও ছবি সামাজিক মাধ্যমে সমুহে ছড়িয়ে পড়েছে।


সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি

ছবিতে রাজাকে মিস মস্কোর সাথে দেখা গেছে। জানা গেছে মিস মস্কো ইসলাম ধর্ম গ্রহণ করে ৪৯ বছর বয়সী মালয়েশিয়ান রাজাকে বিয়ে করেছেন।
জানা গেছে, রাজা হবার অনেক আগেই তার সাথে তার স্ত্রীর বিচ্ছেদ ঘটে।

উল্লেখ্য যে, কেলানতান প্রদেশের শাসক সুলতান মুহাম্মাদ ৫ম হলেন মালয়েশিয়ার সব চেয়ে কম বয়সী রাজা । তিনি ২০১৬ সালের ১৩ ডিসেম্বর মাসে মালয়েশিয়ার ১৫ তম রাজা হিসাবে অভিষিক্ত হন। এই সময় তার বয়স ছিল প্রায় ৪৭ বছর।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: জানলাম

৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাজা মানুষ। তারউপর আবার ঘরে নেই রাণী। তাই ভিন দেশ থেকে রাণী ধরে নিয়ে আসা।

২| ২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

ঢাবিয়ান বলেছেন: মালয়েশিয়াকে বাংলাদেশের রোগে ধরেছে। এত তথ্য প্রমান থাকার পরও গুজব !!!!

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাজা বাদশাহরা তো এমনই ।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


রাজা প্রথা তুলে দেয়ার দরকার।

১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার কাছে রাজা খুব ভালো লাগে। ছোট বেলায় দাদীর কাছে অনেক রাজা রাণীর গল্প শুনে তাদের প্রতি একটা আগ্রহ জন্মে গেছে।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: হা হা হা----

১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাজা হলেও মানুষ তো। উনার তো দুঃখ কষ্ট হাসি কান্না আছে।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: হা হা হা----

১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাজা হলেও মানুষ তো। উনার তো দুঃখ কষ্ট হাসি কান্না আছে।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মালয়েশিয়া মোটেও আমাদের দেশের মতো না। কি হল কি করলো এসব ফাপর দেখিয়ে লাভ নাই। একজন তারছেড়া কমেন্ট করে দিলো। উপরে

আরে মিয়া ভাই। মালয়েশিয়া , ইন্দোনেশিয়া, এসব দেশ যেভাবে উন্নতির শিখরে আরোহন করেছে। আমরা তা আজো পাইনি। তারা এখন আর পিছিয়ে পরা জাতি না। আমাদের মতো পুরাতন সংস্কৃতি নিয়ে পরে আছে না। তাদের স্থান কোথায়, কোথায় আমরা???

১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমরা মানুষ কম হলে এই অঞ্চলে আমরাই হতাম সেরা। অনেক মানুষ সম্পদ নয়। সঠিক পরিমাণ প্রশিক্ষিত মানুষ সম্পদ। আমাদের সম্পদ কম। আপদ বেশী।

৭| ৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৬

স্রাঞ্জি সে বলেছেন:
রাজারাজদের পিছনে গুজব লেগেই থাকে। সেই সেই থেকে।

১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই সব না থাকলে আর কিসের রাজা।
প্রিন্সেস ডায়ানার পেছনে বড় বড় সব পাপারাজ্জিরা লেগে থাকতো।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আহারে! মেয়েটি মনে হয় লোভে পরে এই বিবাহ করেছে। আমিও করতাম। রাজার রানী হবার কার না ইচ্ছা থাকে? :)

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লোভ থাকা ভালো নয়। লোভে পাপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.