নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নরা বেঁচে থাকে

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৫



স্বপ্নরা কখনো মরে না।
এক একটি স্বপ্ন তাহাকে
পথ দেখিয়ে নিয়ে যায় বহুদূর।
তারপর এক দিন সুন্দর স্বপ্নটি
হুট করে পালিয়ে যায়।

পেছনে রেখে যায় নতুন একটি স্বপ্ন।
নতুন স্বপ্নটি আবার তাহাকে পথ দেখায়
নিয়ে যায় বহুদূরের পথ

স্বপ্নরা কখনো মরে না।
একটি স্বপ্ন নতুন একটি
স্বপ্নের জন্ম দেয়।
তারপর আবার পালিয়ে যায়।
নতুন স্বপ্ন আসে।

স্বপ্নরা আসে যায়
বেঁচে থাকে মানুষ।
কেবল স্বপ্ন নিয়েই
বেঁচে থাকে মানুষ।

কুয়ালালামপুরঃ
২৩/১০/২০১৮

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৯

মোস্তফা সোহেল বলেছেন: স্বপ্ন না থাকলে হয়তো বেঁচে থাকার আনন্দটা থাকত না।
স্বপ্ন আছে বলেই না জীবনটা মাঝে মাঝে অনেক সুন্দর মনে হয়।
কেমন আছেন সাজ্জাদ ভাই?দেশে কি আর আসবেন না?

২২ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রিয় ভাইয়া, আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। দেশে আসছি খুব শিগগিরই। আমার চাকরি শেষ। নতুন চাকরি খুঁজতে হবে।

ভালো থাকুন সব সময়। আপনার জীবন হোক অনিন্দ্য সুন্দর। শুভ কামনা সব সময়।

২| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

নজসু বলেছেন:


স্বপ্নরা মরে না সত্য; কিন্তু ঝরে যায়।

২২ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তারপর আবার নতুন স্বপ্ন আসে। এভাবে চলেছিল পৃথিবী। চলছে এবং চলবে।

ভালো থাকুন সব সময়। আপনার জীবন হোক অনিন্দ্য সুন্দর। শুভ কামনা সব সময়।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০২

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সুন্দর।

প্রথম ভালো লাগা।

২২ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভালো থাকুন সব সময়। আপনার জীবন হোক অনিন্দ্য সুন্দর। শুভ কামনা সব সময়।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩০

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

২২ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধন্যবাদ, আপুমণি।
ভালো থাকুন সব সময়। আপনার জীবন হোক অনিন্দ্য সুন্দর। শুভ কামনা সব সময়।

৫| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮

হাবিব বলেছেন: অনেক ভালো লাগলো

২২ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধন্যবাদ, ভাইয়া।
ভালো থাকুন সব সময়। আপনার জীবন হোক অনিন্দ্য সুন্দর। শুভ কামনা সব সময়।

৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭

কাওসার চৌধুরী বলেছেন:



স্বপ্ন, আশা, আবেগ আর ভালবাসাই মানুষের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার রসদ যোগায়। আর স্বপ্ন হলো একজন মানুষকে বাঁচিয়ে রাখার প্রধান চালিকাশক্তি। স্বপ্নরা আছে বলেই আমরা আশাবাদী হই।

কবিতায় প্লাস, প্রিয় সাজ্জাদ ভাই।

২২ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার নির্বাচন নিয়ে পোস্টটি ফেসবুকে পড়লাম। অসাধারণ। এমন ভাবে সবাই যদি চিন্তা করতো তাহলে দেশের অনেক উপকার হতে পারতো।

ধন্যবাদ, স্যার।
ভালো থাকুন সব সময়। আপনার জীবন হোক অনিন্দ্য সুন্দর। শুভ কামনা সব সময়।

৭| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: এইতো স্যার!! অনেকদিন পরে আপনার দেখা পেলাম। হা হা হা । কেমন আছেন ? তারপর দেখছি, মালয়েশিয়া পোস্ট বা রাজনীতি বাদ দিয়ে আপনি সম্পূর্ণ কবিতা নিয়ে পড়লেন । বেশ ভালো লাগলো। আপনার জীবনের চিন্তাভাবনাকে, এভাবে দেখতে পেয়ে।

গুরুদেব কাউসার ভাইয়ের সঙ্গে আমিও একমত স্বপ্নরা আমাদের চালিকাশক্তি । তবে কখনো কখনো সেই স্বপ্নরা আমাদের ধারাও দেয়।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২২ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দাদা, মুক্ত জীবন পেলাম। চাকরি শেষ। নতুন চাকরি খুঁজছি।

সম্ভবতঃ পেতে সময় লাগবে। জীব্ন আমার কাছে যুদ্ধ। সেই যুদ্ধ নিয়েই আছি। স্বপ্ন দেখছি নতুন একটি কাজ পাবার।

ধন্যবাদ, প্রিয় দাদা।
ভালো থাকুন সব সময়। আপনার জীবন হোক অনিন্দ্য সুন্দর। শুভ কামনা সব সময়।

৮| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: কুয়ালালামপুরে বাংলাদেশীদের জন্য বর্তমানে চাকরির বাজার কেমন?

২২ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি এখন জবলেস। চাকরি খুঁজছি। ঠিক আপনার শাহেদ সাহেবের মতো। আমার যোগ্যতা কম। তাই পেতে সময় লাগবে। তবে আমার চাহিদা কম। ছোট খাট চাকরি হলেই আমি মহাখুশী।

মালয়েশিয়া হঠাৎ করে উন্নত হওয়া দেশ। বাংলাদেশে চাকরি বলতে যা বুঝায় এখানে তা নেই। এখানে কামলা দিতে হবে। কঠোর পরিশ্রম।

জেনে রাখুন, প্রতিদিন গড়ে ২/৩ জন শ্রমিক মারা যায় অতিরিক্ত পরিশ্রম, হতাশা, টেনশন থেকে হার্টএটাক করে।

জীবন বড় কঠিন এখানে। ঢাকা থেকে বুঝা যাবে না। তারপরও দেশে কোন কাজ নেই বলে সবাই আসতে চায়।

ধন্যবাদ, ভাই সাহেব।
ভালো থাকুন সব সময়। আপনার জীবন হোক অনিন্দ্য সুন্দর। শুভ কামনা সব সময়।

৯| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: কুয়ালালামপুরে বাংলাদেশীদের জন্য বর্তমানে চাকরির বাজার কেমন?

২২ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পৃথিবীর একটা নিয়ম হলো- যে যেই দেশের নাগরিক তার কাজের ব্যবস্থা সেই দেশেই থাকতে হবে। টুকটাক ব্যতিক্রম থাকতে পারে। কিন্তু এটাই নিয়ম।

বাংলাদেশীদের জন্য দেশে বেশী বেশী কলকারখানা তৈরী করুন। তাদের কাজ দিন। তাদের পারিবারিক জীবন হোক। জীবন তো একটাই।

পৃথিবীতে একবারই এসেছেন। মারা গেলে আর পৃথিবীতে আসবেন না। কেউ কেউ জান্নাতে যাবে। তবে পৃথিবীর রূপটাকেও উপভোগ করার দরকার আছে।

১০| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

জাতির বোঝা বলেছেন: রাজীব নুর বলেছেন: কুয়ালালামপুরে বাংলাদেশীদের জন্য বর্তমানে চাকরির বাজার কেমন?

ওখানে কাজ করার চেয়ে দেশে গিয়ে চা গরম বিক্রি করা অনেক বেশী সম্মানের।

২২ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চা গরম বিক্রির কাজটা আমার খুব ভালো লাগে। এক সময় আমি চা গরম বিক্রি টাইপের কাজ করতে চেয়েছিলাম। কিন্তু সেটা শুরু করার আগেই একটি চাকরি পেয়ে যাই। আমার চা গরম বিক্রি করা আর হয়নি।

১১| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলুম...

২২ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধন্যবাদ, প্রিয় আপুমণি।
ভালো থাকুন সব সময়। আপনার জীবন হোক অনিন্দ্য সুন্দর। শুভ কামনা সব সময়।

১২| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতায় প্লাস --- খুবই ভাল লেগেছে -------
স্বপ্নরা সবসময় জেগে থাকুক --আর স্বপ্নরা বাস্তবে রূপ নিক -----শুভকামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.