নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

ভিজবো তবু সাথে ছাতা বহন করতে রাজি না!

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬



মানব সভ্যতার অনেক আবিষ্কারের মধ্যে ছাতাও অনেক গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার। প্রতিদিনের জীবনে ছাতার গুরুত্ব অপরিসীম।
ছাতা আমাদের দেশের জন্য অনেক কাজের। কি রোদেলা দুপুরে কি মেঘবাদলের দিনে। ছাতা আপনাকে দিতে পারে অদ্ভুত এক নিরাপত্তা।
তাই কাজে বের হবার সময় আপনার ছোট হাত ব্যাগে একটি ছাতা রাখুন। নারী পুরুষ, ছাত্র-ছাত্রী সবাই এটা সাথে রাখতে পারেন।
আমাদের মধ্যে অনেকেই সাথে ছাতা রাখাটা অসম্মানের মনে করেন। ভাবটা এই রকম- ভিজবো তবু সাথে ছাতা বহন করতে রাজি না!
সে দিন এক বাসে চলার সময় এলাকার এক দুলাভাই টাইপের লোক বললেন- বৃষ্টিতে ভিজে খান খান হয়ে যাবো তারপরও আমি ছাতা রাখতে রাজি না।

তিনি কেন সাথে ছাতা রাখতে রাজী না আমি জানতে পারিনি। তবে উনার পক্ষের লোক অনেক আছেন। অনেক মানুষ আছেন যারা ছাতা রাখাটাকে খারাপ মনে করেন।

এতো গেল কাপড় আর লাঠির তৈরী ছাতার কথা। আমাদের ব্যক্তিগত ও সমাজ জীবনেও অনেক মানুষ আছেন যারা ছাতার মতো পরিবারকে, সমাজকে আগলে রাখেন। ছায়া দিয়ে, রোদ থেকে বাঁচান। পরিবারের ক্ষেত্রে বাবা-মা বিশাল এক ছাতা। সমাজেরও এই ধরনের অনেক ছাতা ব্যক্তি আছেন। তাদের কেউ কেউ বিনা স্বার্থেই মানুষ ছায়া দেন। এই সব ছায়া দানকারী ব্যক্তিদেরকে আমি মাঝে মাঝে বট বৃক্ষ বলি। সমাজে তাদের খুব দরকার।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আমাদের বাবা-চাচারা সারা বছর সাথে ছাতা রাখতেন।

১৩ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনারা বিচক্ষণ মানুষ ছিলেন। ছাতি রাখাটা আমার মনে হয় লজ্জার কোন বিষয় নয়।

২| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: ছাতা কাহন ভালোই লাগলো।
ছাতা জিনিসটা আমার জন্য না।
আমি ছাতা হারিয়ে ফেলি।

১৩ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ছাতা আমার প্রিয় জিনিস। এই জিনিস আমি হারাতে চাই না। তারপরও মাঝে মাঝে হারিয়ে ফেলি।

৩| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৫

saif sakib বলেছেন: আমিও ছাতা তেমন একটা ব্যবহার করিনা। তবে সেটা খারাপ লাগার জন্য নয়, ঝামেলার জন্য। হাতে একটা ছাতা নিয়ে হাটতে উটকো ঝামেলা মনে হয়। তাই একেবারে না ঠেকলে ছাতা ব্যবহার করিনা।

১৩ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার ধারণা অনেকেই পোষণ করেন। তবে ছাতা ব্যবহার করার দরকার আছে।

৪| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সাজ্জাদ ভাই ,

শেষ প্যারাটা ভীষণ ভালো লাগলো।

শুভেচ্ছা নিয়েন।

১৪ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রিয় দাদা। আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। ভালো থাকুন সব সময়। শুভ কামনা।

৫| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩

মাহমুদুর রহমান বলেছেন: শেষ কথাগুলো সবচেয়ে দারুণ লাগলো।

১৪ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম।

৬| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৮

জাতির বোঝা বলেছেন: ঐক্যফ্র‌ন্টের প্রধানমন্ত্রী প্রার্থী কে?

১৪ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার জানা নেই। আগ্রহও নেই।

৭| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আরে, আমিও তো আপনার দুলাভাইয়ের মত! আমারও ছাতা বিরক্ত লাগে। একটা বোঝা মনে হয়...

১৪ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিপদের সময় এই বোঝাটি কাজে লাগে। ছাতা খুব প্রয়োজনীয় একটি জিনিস।

৮| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ছাতা বহন করা খুবই কষ্টকর ও বিরক্তিকর লাগে আমার কাছে।
সুন্দর লিখেছেন। শুভ কামনা রইলো।

১৪ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কাজের জিনিস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.