নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

জাপানী পুরস্কার পেলেন তুন মাহাথির

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

জাপানের সম্রাট আকিহিতোর কাছ থেকে সম্মাননা গ্রহণ করছেনন তুন মাহাথির


মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথিরকে জাপানের একটি শীর্ষতম পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখার জন্য গতকাল ০৬ নভেম্বর ২০১৮ জাপানের সম্রার্ট আকিহিতো রাজধানী টোকিওতে রাজপ্রাসাদের এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন। আলোচিত এই পুরস্কারটির নাম - “Grand Cordon of the Order of the Paulownia Flowers”




পুরস্কারপ্রাপ্ত বেলজিয়ান বিজ্ঞানী পিটার পায়ট এর সাথে সপরিবারে মাহাথির



জাপানের প্রধানমন্ত্রী শিজো ওবের সাথে করমর্দন

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: যোগ্য লোককেই পুরস্কার দেওয়া হয়েছে।

০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাঝে মাঝে আমার খুব যোগ্য হতে মন চায়। কিন্তু যোগ্য হবার মতো সুযোগ আর পরিবেশ এই জীবনে পেলাম না।

২| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

হাবিব বলেছেন: জেনে নিলাম...

০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জানতে হবে অনেক কিছু।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


ভালো, মাহাথির জাপানীদের কছে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।

০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জাপান মালয়েশিয়ার খুব ভালো বন্ধু।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো দেশপ্রেমিক নেতা তিনি

০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সব নেতাই দেশ প্রেমিক হতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.