নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

ডাঃ মাহা‌থির বল‌লেন , আ‌নোয়ার প্রধানমন্ত্রী হ‌বেন য‌দি মাল‌য়ে‌শিয়ানরা চায়

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০১

তুন মাহা‌থির কি আশাহত হ‌তে চ‌লে‌ছেন!


মাল‌য়ে‌শিয়ার প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহা‌থির আজ এক‌টি সংবাদ মাধ্য‌মের সা‌থে আলা‌পে ব‌লে‌ছেন বল‌লেন , আ‌নোয়ার প্রধানমন্ত্রী হ‌বেন য‌দি মাল‌য়ে‌শিয়ানরা চায়। ত‌বে তি‌নি গ্যারা‌ন্টি দি‌য়ে বল‌তে পা‌রেন না তি‌নি তার পদ থে‌কে স‌রে যাবার পর সেই প‌দে কে আস‌বে। আ‌মি অবশ্যই এক দিন চ‌লে যা‌বো এবং আমার জায়গায় এক জন উত্তরসুরী আস‌বেন।জনগণ য‌দি আ‌নোয়ার ইব্রা‌হিম‌কে চায় তাহ‌লে সে হ‌বে। জনগ‌ণের সেটা চাইবার অ‌ধিকার র‌য়ে‌ছে।

ত‌বে আ‌মি এটার গ্যারা‌ন্টি দি‌তে পা‌রি না।‌মিঃ আ‌নোয়ার ইব্রা‌হিম সম্প্র‌তি পোর্ট ডিকসন আস‌নের উপ নির্বাচ‌নে বিজয়ী হ‌য়ে এ‌সে‌ছেন।


প্রধামন্ত্রীর সামপ্র‌তিক বক্ত‌ব্যে এটা স্পষ্ট যে তি‌নি সরকারী আমলা ও মন্ত্রী সভার সদস্য‌দের কা‌জে খুব একটা সন্তুষ্ট নন। আমলা‌দের বিরাট অংশ‌কে তি‌নি দুর্নী‌তিবাজ ম‌নে ক‌রেন। আর মন্ত্রী‌দের দক্ষতার ব্যাপা‌রে তার ম‌নোভাব উনারা ১০০ নম্ব‌রে ৩০ ও পাবার ম‌তো দক্ষতা দেখা‌তে পা‌রেন নি।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:



আমার কেন মনে হয়, আনোয়ার ইব্রাহিম ক্ষমতায় গেলে, আবারো জেলে যাবে

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: It is confusing,sir. After long experience, I am confident that he is now much matured in politics. He will not do the previous wrong things again.

২| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: মাহাথিরের বক্তব্য বেশ ভালো লাগে।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: In fact, I am a well wisher of Tun Dr M . In my eyes,he is a great leader in this and past century.

৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: মাহাথির বুদ্ধিমান মানুষ।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Dr M is a great leader and obviously he is a wise man.

৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৩

উদাসী স্বপ্ন বলেছেন: ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রজেকশন দেখলাম মালয়েশিয়ার উচ্চ আয়ের দেশে পরিনত হওয়া সময়ের ব্যাপার মাত্র। যদিও রাজনৈতিক কিছু অস্থিরতা আছে কিন্তু এগুলোকে শাপে বর হিসেবে দেখছে বিশ্ব ব্যাংক

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাল‌য়ে‌শিয়ান‌দের যে সু‌যোগ সু‌বিধা র‌য়ে‌ছে তা বাংলা‌দে‌শের কোন কা‌লে ছিল না, থাক‌বে ব‌লেও ম‌নে হয় না। এরা লাখ বি‌শেক বি‌দেশী লেবার পু‌ষে। প্র‌তি‌টি লেবার থে‌কে ভিসা ফি বাবদ বছ‌রে প্রায় তিন হাজার রি‌ঙ্গিত নেয়। অনুমান করুন কতগু‌লো টাকা ফাও ফাও রাষ্ট্রীয় কোষাগা‌রে আস‌ছে। প্রাকৃ‌তিক দু‌র্যোগ নেই। হাঙ্গামা নেই। হরতাল নেই। বি‌নি‌য়োগ কর‌তে চাই‌লে ক‌মিশন বা‌ণিজ্য নেই। ঘ‌রে ঘ‌রে নেতা নেই। প‌রিশ্রমী চাই‌নিজ জা‌তি আ‌ছে। আ‌রো আ‌ছেন তুন ডাঃ এম এর ম‌তো বিরাট নেতা।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৬

উদাসী স্বপ্ন বলেছেন: একবার একটা দেশ দাড়ায়া গেলে আর শিক্ষিত জনগন থাকলে তাদের এরকম জীবনব্যাবস্থা ব্যাপার না। সমস্যা হলো দাড়ানোটা। আমাদের যখন দাঁড়ানোর সময় ছিলো তখন করছি রাজনীতি, এখন যেমন করতেছি দুর্নীতি। সামনে হয়তো আসবে প্রাকৃতিক দুর্যোগ। হয়তো একদিন দাড়াবে কিন্তু তার আগে বহু ত্যাগ স্বীকার করতে হবে আমাদেরকে

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: LANGKAWI (Bernama): Tun Dr Mahathir Mohamad says he is prepared to resign as Prime Minister during a dialogue session here Sunday (Oct 21) with taxi drivers over "preferential treatment" given to e-hailing service Grab.

A meeting by Dr Mahathir with members of the taxi drivers association here was disrupted when it turned chaotic due to the rude behaviour of some drivers who shouted and walked out of the room in disagreement with the premier's view on Grab.


২৪ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমাদের দেশের দাঁড়ানোর সম্ভাবনা কম। কারণ আমাদের মানুষ বেশী। ৫৬ হাজার বর্গমাইল জায়গাই ১৭/১৮ কোটি মানুষ ! সত্যি অসম্ভব একটি ব্যাপার।

আমার যেটা করতে পারবো সেটা হলো কামলা রপ্তানী। সেটা করলে মধ্যস্বত্তভোগীরাও ভালো থাকবে। মিল কারখানার বদলে মোড়ে মোড়ে গড়ে উঠবে রিক্রুটিং এজেন্সি। অথচ সেগুলো হতে পারতে দেশীয় কলকারখানার অফিস। যেখানে সাধারণ শ্রমিকরা দেশেই কাজ পেতে পারতো।

৬| ২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

জাতির বোঝা বলেছেন: ঠিক।

২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধন্যবাদ, ভাইয়া। ভালো থাকুন সব সময়। জীবন হোক অনিন্দ্য সুন্দর।

৭| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০০

খায়রুল আহসান বলেছেন: মালয়েশিয়া সম্বন্ধে আপনার ছোট ছোট পোস্টগুলো পড়তে ভাল লাগে। + +

২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, আপনার ভালো লেগেছে জেনে আমি দারুণ খুশী। আসলে আমার হাতে প্রচুর সময় থাকে না বলে লিখতে পারি না। কত ঘটনা ঘটে যা বাংলাদেশের পত্রপত্রিকায় আসার মতো। তার সামান্যও যদি লিখতে পারতাম এই ব্লগের পাঠকগণ উপভোগ করতে পারতেন।

আপনাকে সীমাহীন কৃতজ্ঞতা। ভালো থাকুন। আপনার মতো সিনিয়র সিটিজেনগণ জাতির অভিভাবকের দায়িত্ব পালন করতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.