নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

পেনাং এর ভূমি ধ্ব‌সে বাংলা‌দেশীসহ নিহত ৩

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১১



আজ মাল‌য়ে‌শিয়ার উত্তরাঞ্চলীয় দ্বীপ প্র‌দেশ পেনাং এ এক‌টি কন্স্ট্রাকশন সাই‌টে ভূ‌মি ধ্ব‌সে বাংলা‌দেশী সহ ৩ জন নিহত হ‌য়ে‌ছে। নি‌খোজ র‌য়ে‌ছে আরও কমপ‌ক্ষে ১২ জন।

পেনাং এর ফায়ার ও রেন‌কিউ বিভা‌গের প‌রিচালক জা‌নি‌য়ে‌ছেন , উদ্ধারকারীরা ৩৫ বছর বয়স্ক এক জন বাংলা‌দেশী ও ১৯ বছর বয়সী এক জন ই‌ন্দো‌নে‌শিয়ান যুব‌কের মৃত‌দেহ উদ্ধার ক‌রে‌ছেন।

নির্ম‌াণ শ্র‌মিকরা কন‌টেইনার দ্বারা তৈরী আবাস‌নে বাস কর‌তো। ভূ‌মি ধ্ব‌সের সময় ভেত‌রে অবস্থানরত শ্র‌মিকরা চাপা প‌ড়ে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অবশ্যই দুঃখজনক। দেশের মানুষ যেন নিজ দেশেই কাজ পায়।

২| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৪

কাওসার চৌধুরী বলেছেন:



খুবই দুঃখজনক ঘটনা। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সমবেদনা সবার। দেশের মানুষ যেন দেশেই কাজ করে খেতে পায়। বিদেশে কামলার কাজ
করা অমানবিক।

৩| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এক‌টি কন্স্ট্রাকশন সাই‌টে ভূ‌মি ধ্ব‌সে বাংলা‌দেশী সহ ৩ জন নিহত হ‌য়ে‌ছে। নি‌খোজ র‌য়ে‌ছে আরও কমপ‌ক্ষে ১২ জন।
আমি শোকাহত,বাংলা‌দেশী শ্রমিকরা অনেক কষ্ট করে সেখানে যায়,
এখন তাদের পরিবারের কি হবে ?

২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সমবেদনা জানাই। দেশের মানুষ যেন দেশেই কাজ করতে পারে সেই ব্যবস্থা কবে হবে? দেশেই কাজ করা উচিত।

৪| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৫

উদাসী স্বপ্ন বলেছেন: এই কন্টেইনারগুলো দেখলেই দম বন্ধ লাগে। কিভাবে যে এখানে মানুষ থাকে ভাবতেই কস্ট লাগে

২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রবা‌সে বে‌চে থাকার জন্য মানুষ প্রাণপণ লড়াই ক‌রে। একবার মাল‌য়ে‌শিয়া এ‌লে দেখ‌তে পে‌তেন। অবশ্য ইটা‌লি, ফ্রা‌ন্সের চিত্রও খুব বেশী আশা জাগা‌নিয়া নয়। দে‌শের শ্র‌মিক দে‌শে কাজ কর‌বে এটাই তো হবার কথা ছিল।

৫| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৪

মোস্তফা সোহেল বলেছেন: প্রবাসে কারও মৃত্যুর সংবাদ শুনলে খুব খারাপ লাগে।
মহান আল্লাহ সকল প্রবাসীকে হেফাজত করুন।

২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানু‌ষের স্বাভা‌বিক মৃত্যু তবু মে‌নে নেয়া যায়। এই সব মৃত্যু তো হত্যাকান্ড। আমরা মে‌নে নিই। কোন উপায় নেই ব‌লে।

৬| ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৬

খায়রুল আহসান বলেছেন: নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ওরা কায়িক পরিশ্রমের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠাতো। এখন ওদের পরিবার পরিজন অসহায় হয়ে যাবে। সরকারের শ্রম মন্ত্রণালয় ওদের প্রতি সহানুভূতিশীল হয়ে ওদের পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন, সরকারের কাছে এ দাবী জানাচ্ছি।

২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার নিজের একটা মতামত হচ্ছে- দেশের মানুষকে দেশেই কাজ দেয়া হোক। বিদেশে এই সব কাজ অমানবিক। তাদের কোন জীবন থাকে না। সংসার থাকে না। জীবন তো একটাই। এটাকে উপভোগ করা দরকার।

ধন্যবাদ স্যার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.