নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
শপথ নিচ্ছেন আনোয়ার ইব্রাহিম
অনেক দিন পর পার্লামেন্টে ফিরলেন আনোয়ার ইব্রাহিম যিনি এখন মালয়েশিয়ার অপেক্ষমান প্রধানমন্ত্রী হিসাবে পরিচিত। গতকাল ১৫ অক্টোবর মালয়েশিয়ার ২০১৯ অর্থ বছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন শুরুর দিনই শপথগ্রহণ করে সংসদে আসন গ্রহণ করলেন তিনি।
অভিনন্দন জানাচ্ছেন প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির
তবে নতুন জোট সরকারের বাজেটে নতুন কোন চমক থাকার সম্ভাবনা নেই বলেই সংশ্লিষ্টরা ধারণা করছেন। মালয়েশিয়ার অর্থনীতিতে প্রচুর দায়ঋণ রয়েছে।
আনোয়ার ইব্রাহিম পার্লামেন্টে প্রবেশ করার মধ্য দিয়ে তার পরিবারে এখন এমপির সংখ্যা দাঁড়ালো ৩। তার স্ত্রী ডঃ উয়ান আজিজাহ উয়ান ইসমাইল উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন। তার এক কন্যা নুরুল ইজ্জাও পার্লামেন্ট সদস্য।
মালয়েশিয়াতে অর্থবছর গণনা করা হয় জানুয়ারি ~ ডিসেম্বর হিসাবে।
১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কারো ভাগ্য আগেই বলা যায়। যেমন আমার। আমার ইহ জীবনেও মন্ত্রী হবার সম্ভাবনা নেই। একই কথা আপনার জন্যও। আপনি কোন দিনই বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারবেন না।
২| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫০
এ.এস বাশার বলেছেন: জেনে ভালো লাগলো........
১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৩
মলাসইলমুইনা বলেছেন: সাজ্জাদ সাহেব,
মাহাথির আর আনোয়ার ইব্রাহিমের ফটোসহ লেখাটা ভালোই লাগলো |কম্প্রোমাইজ রাজনীতিতে খুবই দরকারি | রাজনীতিকে পয়েন্ট অব নো রিটার্নে নিয়ে যাওয়াটা কোনো দেশের জন্যই ভালো না I আশাকরি মাহাথির আর আনোয়ার ইব্রাহিমের এই ঐক্য মালয়েশিয়ার আরো উন্নতির সূচনা করবে |
১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার সুন্দর মন্তব্য খুবই ভালো লাগলো। সমঝোতা আসলেই খুব দরকার। জীবনের প্রতিটি ক্ষেতেই এটা দরকার। অনেক ধন্যবাদ। ভালো থাকন সব সময়।
৪| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সাজ্জাদভাই,
আশাকরি ভালো আছেন। আমরাও কুশলে আছি। আজকে আপনার পোস্টে একটি রাজনৈতিক সহাবস্থানের মেসেজ পেলাম। এটি একটি সুস্থ সংস্কৃতি। সবদেশেই এমনটি হওয়া জরুরী ।
শুভকামনা জানবেন ।
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দাদা, আপনার মন্তব্য সব সময়ই হৃদয়গ্রাহী। আমি এখন অনেক অনেক ভালো আছি। পোস্ট দেয়ার মতো ইচ্ছে থাকলেও সময় পাই না বলে আজকাল আর পোস্ট দেয়া হয় না। তবে মাঝে মাঝে পড়ার চেষ্টা করি। এ ছাড়া মোবাইল ফোন থেকে পোস্ট দেয়া আরেক হাঙ্গামার কাজ।
পৃথিবীতে সব মানুষেরই উচিত বদলে যা্ওয়া। সারা জীবন খারাপ থাকা কোন কাজের কথা নয় । পজিটিভ পরিবর্তন চাই। যুদ্ধ নয়, শান্তি এই হোক আমাদের চিরকালীন ব্রত।
ভালো থাকুন সব সময়। শুভ কামনা।
৫| ১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
রাকু হাসান বলেছেন:
ভাইয়ের সাথে দেখা নাই ,বেশ কয়েকদিন । ভালো আছেন ?
খবরটি জেনে ভালো লেগেছে । পদাতিক ভাইয়ার মত আমারও একই মতামত ।
১৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দেখা করতে চাই প্রতি দিন। কিন্তু পেটের জ্বালা বড় জ্বালা। এটার কারণে সময় পাই না।
আপনি তো প্রচুর পোস্ট দেন। আপনার হাতে সময় কেমন?
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: কার ভাগ্যে কি আছে আগে থেকে বলা যায় না!!!