নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
মালয়েশিয়ার আইন মন্ত্রী দাতুক লিও ভুই কিয়ং
মালয়েশিয়ার আইন মন্ত্রী মালয়েশিয়ার আইন মন্ত্রী দাতুক লিও ভুই কিয়ং বলেছেন- মালয়েশিয়াতে মৃত্যুদন্ড বিলোপ করা হবে।
আইনমন্ত্রী Datuk Liew Vui Keong ১০ অক্টোবর এক অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করেন। তিনি বলেন- একটাই ইস্যু হতে পারে সেটা হচ্ছে ইতোমধ্যেই যাদের ফাসির আদেশ হয়ে গেছে তাদের কি হবে? তিনি আরো বলেন- সব ধরনের মৃত্যু দন্ড বিলুপ্ত করা হবে। পুরোপুরি বিলুপ্ত করা হবে।
মন্ত্রী আরো বলেন- ১৫ ই অক্টোবর শুরু হতে যাওয়া পার্লামেন্ট অধিবেশনে মৃত্যুদন্ড বিলোপ সংক্রান্ত একটি বিল আনা হবে।
ইতোমেধ্যেই যাদের মৃত্যুদন্ডের আদেশ হয়ে গেছে তাদের শাস্তি স্থগিত করা হতে পারে। যা পরে পর্যালোচনা করে ব্যবস্থা নেয়া হতে পারে।
আমি নিজেও ব্যক্তিগতভাবে মৃত্যু দন্ডের ঘোর বিরোধী। পৃথিবীতে মানুষ একবারই জন্ম গ্রহণ করে। কোন এক ভুলের জন্য তাকে মেরে ফেলার কোন মানে হয় না। ছোট বেলা থেকে তাকে নৈতিকতার ভেতর দিয়ে মানুষ করতে পারলে সে খুব বেশী অপরাধ করবে বলে মনে হয় না। অপরাধ করলে তাকে সংশোধিত হবার সুযোগ দেয়া প্রয়োজন।
মৃত্যু দন্ড এমন এক শাস্তি যে শাস্তি কোন মানুষকে সংশোধিত হবার কোন সুযোগ দেয় না।
আসুন, ব্যক্তিগভাবে সবাই সৎ হই। সবাই ভদ্র হই। মানবতাই হোক এক মাত্র ব্রত।
আগের পোস্টঃ পোর্ট ডিকসনে আনোয়ার ইব্রাহিমের জন্য ভোট চাইলেন মাহাথির
১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আধুনিক সভ্য সমাজে হত্যাকান্ড জাতীয় কিছু থাকা উচিত নয়। মৃত্যুদন্ড নিজেই একটা হত্যাকান্ড। তবে মানবিকতা ধারণ করতে হবে সবাইকে। শুভ কামনা।
২| ১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, মালয়েশিয়ার মানুষের জীবনের মুল্য বেড়েছে; বাংলাদেশে মানুষের মুল্য গরুর মুল্য থেকে কম।
১৩ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:২২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দিনে দিনে মানুষকে আরো সভ্য হতে হবে। শান্তি প্রিয় হতে হবে। পৃথিবীতে মানুষ একবারই জন্ম নেবার সুযোগ পায়। তাকে মেরে ফেলা খারাপ কাজ।
৩| ১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মালয়েশিয়াতে মৃত্যুদন্ড বিলোপ করা হবে।
খুবই ভালো খবর, আমাদের দেশে এর প্রভাব পড়ুক
তাই প্রার্থনা
...................................................................................
আমাদের দেশে শুধুমাত্র দাগী ক্রিমিনাল বা সরাসরি হত্যাকারী ছাড়া
অন্য আসামী কে সংশোধিত হবার ভিন্ন কোন সুযোগ দেয়া হোক
১৩ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর মন্তব্যে জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৪| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৩
উদাসী স্বপ্ন বলেছেন: সে ক্ষেত্রে যেখানে প্রাদেশিক শরীয়া আইন কায়েম আছে তাদের সাথে এই নিয়ম সাংঘর্ষিক হবে না?
১৩ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এদেশে শরীয়া আইন অত বেশী ব্যাপক নয়। ফেডারেল আইন করার আগে তারা নিশ্চয়ই সব দিক পর্যালোচনা করবে।
৫| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৯
রাজীব নুর বলেছেন: আসলেই মৃত্যু দন্ড কোনো কাজের জিনিস না।
খারাপ মানূষ্কে ভালো হবার সুযোগ দেওয়া উচিত।
অবশ্য যে খারাপ সে সারা জীবনই খারাপ থাকে।
১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জন্মগ্রহণ করার সময় সবাই নিষ্পাপ থাকে। ঝামেলাটা হয় শিক্ষা আর পরিবেশের কারণে।
৬| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মৃত্যুদণ্ড দেবার একটা কারণ হল, চারপাশের মানুষকে সতর্ক করা। যাতে কেউ গুরুতর অপরাধ না করে।
এটা বন্ধ করলে সমস্যা হবে। কেউ ১০টা খুন করেও সেরাম মুডে থাকবে। (বড় জোর যাবৎজ্জীবন সাজা হবে, ফাঁসি তো হচ্ছে না।)
তবে এটা নিশ্চিত করতে হবে, লঘু পাপে যেন গুরুদন্ড না হয়।
১৩ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশে অনেক মানুষকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। আজ পর্যন্ত কম নয়। এক সময় খুকু-মনির কেস খুব বিখ্যাত ছিল। মনিরের ফাসি হবার পরও মনিরদের অপকর্ম থেমে যায় নি। বরং দিনে দিনে বাড়ছে।
প্রতিটি মানুষকে নীতিবান, বিবেকবোধ সম্পন্ন, আর সহনশীল হতে হবে।
মেরে কেটে পৃথিবী ঠিক করা যাবে না।
৭| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৮
কাওসার চৌধুরী বলেছেন:
ভালো উদ্যোগ। তবে আগে মালয়েশিয়ানদের 'মানুষ' করা উচিৎ ছিল। এরা এখনও বর্বর জাতি।
১৩ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: একুশ শতকে এসে মানুষ কি একটু বেশ সভ্য হবে না? আগের মতো ধ্যানধারণা আর হিংস্রতা নিয়েই পড়ে থাকবে? সময় এসেছে বদলে যাবার।
৮| ১৩ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৫৩
স্বপ্নডানা১২৩ বলেছেন: ভাল উদ্যোগ
১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষ আরো সভ্য হোক। দুর হোক নির্মমতা আর বর্বরতা।
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: যদিও বিষয়টির ভালো মন্দ দুটি দিক আছে। তবে সিদ্ধান্তকে স্বাগত ।
শুভকামনা আপনাকে ।