নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মাহা‌থির কৌতুক ক‌রে বল‌লেনঃ মাল‌য়ে‌শিয়ার অবসর নেয়ার বয়স এখন ৯৫ বছর।

০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৭



আগের পোস্টঃ নাম রাখতে হবে মাহাথিরের নামে।

মালয়েশিয়ার পর্যটন আকর্ষণঃ পেনাং পাহাড়ের ট্রেন।

মাহা‌থির কৌতুক ক‌রে বল‌লেনঃ মাল‌য়ে‌শিয়ার অবসর নেয়ার বয়স ৯৫ বছর।

তি‌নি গত র‌বিবার জা‌তিসং‌ঘের সাধারণ প‌রিষ‌দে অংশ নেয়ার পর লন্ড‌নে যাত্রা বির‌তি কা‌লে প্রবাসী মাল‌য়ে‌শিয়ান‌দের আ‌য়োজ‌নে এক চা চ‌ক্রে বক্তব্য রাখ‌ছি‌লেন। বক্ত‌ব্যের এক পর্যা‌য়ে তি‌নি কৌতুক ক‌রে উক্ত কথা‌টি ব‌লেন। প্রধানমন্ত্রী মাহা‌থির এর বর্তমান বয়স ৯৩ বছর চল‌ছে।


বর্তমান মেয়া‌দে তি‌নি দুই বছর প্রধামন্ত্রীর দা‌য়ি‌ত্বে থাক‌বেন এবং তি‌নি অবসর নেয়ার সময় বয়স হ‌বে ৯৫ বছর। অনুষ্ঠা‌নে উপ‌স্থিত প্রায় ৫০০ মাল‌য়ে‌শিয়ান প্রধানমন্ত্রীর এই কৌতুক উপ‌ভোগ ক‌রেন।


তি‌নি ব‌লেন , আ‌মি অবসর নেয়ার সময় পর্যন্ত আশাবাদী । দৃষ্টান্ত দ্বারা নেতৃত্ব এই ম‌ন্ত্রের উদ্বৃ‌তি দি‌য়ে তি‌নি ব‌লেন ক‌ঠোর প‌রিশ্র‌মের মাধ্য‌মে তি‌নি এই দৃষ্টান্ত স্থাপন কর‌তে পে‌রে‌ছেন।

তি‌নি আ‌রো ব‌লেন, রোগ বালাই তোমা‌তে মে‌নে ফেল‌তে পা‌রে কিন্তু কাজ তোমা‌কে হত্যা কর‌বে না।

কা‌জের সময় কেবল তোমার শরী‌রের পেশীগু‌লোর ব্যায়াম হয় তা নয়, তোমার ব্রে‌নেরও ব্যায়াম হয়।

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৩

আফসানা মারিয়া বলেছেন: সুন্দর হয়েছে।

০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাহা‌থির এক জন চির তরুণ নেতা।

২| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৫

রাজীব নুর বলেছেন: উনি একজন যোগ্য লোকের মতোই কথা বলেছেন।

০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাহা‌থির এক জন চির তরুণ নেতা।তার ম‌তো নেতা মেলা ভার।

৩| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৬

জুন বলেছেন: এই দুই বছরের মধ্যে আরেকজন মাহাথির গড়ে উঠুক ।

০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রকৃত গণতন্ত্র চর্চা কর‌তে পার‌লে তৃণমূল থে‌কেই নেতা উ‌ঠে আস‌তে পা‌রে। শিক্ষা দরকার। সততা দরকার।

৪| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৯

উদাসী স্বপ্ন বলেছেন: তবে মহাথীরের পুনরুথ্যান এটাই প্রমান করে যে তারা নতুন যোগ্য নেতৃত্ব সৃস্টি করতে ব্যার্থ। দুর্নীতি বেড়েছে আকাশছোয়া

০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নতুন নেতা তৈরী হ‌য়ে‌ছে। কিন্তু সততার অভাব ছিল। নী‌তি আর সততা ধ‌রে রাখাও জরু‌রি। এ বয়‌সে মাহা‌থি‌রের প্রত্যাবর্তন দুনী‌তির বিরু‌দ্ধে সাধারণ মানু‌ষের প্র‌তিবাদ।

৫| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:১২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সাজ্জাদভাই,

অনেকদিন পরে আপনাকে দেখছি। শরীর কেমন আছে? আমরা ভালো আছি। মাহাথির কৌতুক করে বললেও কথাটি ইঙ্গিতপূর্ণ। এমনটি মনে করলে আর যাই হোক বয়স্করা অসহায় নন ,বরং দেহমনে বল পাবে।

শুভকামনা রইল।

০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দাদা, ভা‌লো আ‌ছি। ব্লাড প্রেসার অ‌নেক দিন পর নরমাল। শরীর পু‌রোপু‌রি ঠিক। ত‌বে পে‌টের দেনায় আর দা‌য়ে দৌড়া‌তে হ‌চ্ছে সারাক্ষণ। সবার পোস্ট দে‌খি। নি‌জে লেখার সময় পাই না। আপ‌নি অ‌নেক অ‌নেক ভা‌লো থাকুন।

৬| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:২২

কাওসার চৌধুরী বলেছেন:



উনার জন্য অনেক আশীর্বাদ রইলো। যাতে আরো অনেক বছর বেঁচে থাকতে পারেন।

০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার ধারনা, উ‌নি শতক পূরণ কর‌বেন। উনার জন্য দোয়া। সবাই যেন উনার ম‌তো হন।

৭| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


যদি ওরা বিদেশী শ্রমিক না নেয়, মরণ অবধি কাজ করতে হবে তাদের

০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাধারণ মালয়রা অলস। ক‌ঠিন কাজগু‌লো বাংলা‌দেশী ছাড়া কেউ কর‌তে পার‌বে না। আমা‌দের পে‌টের জ্বালা বেশী।

৮| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

উদাসী স্বপ্ন বলেছেন: আপনার প্রেসার আছে নাকি?

বুদ্ধি শুনবেন? চিনি ভাজাপড়া কোল্ড ড্রিংক্স এলকোহল লাল মাংস হারাম করেন। ভাত রুটি কার্বস ৪ ভাগের ১ ভাগ করেন। প্রতিদিন সকালে বা রাতে হাল্কা জগিং আর কার্ডিও। সপ্তাহে ৬ দিন। প্রোটিনের জন্য প্রচুর মাছ আর মাঝে মাঝে মুরগী ওজন ৬৫ আনেন। দেখবেন ২৫ বছরের যুবক হয়ে গেছেন

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার দেয়া প্রেস‌ক্রিপশ‌নের প্রায় সবগু‌লোই আ‌মি ক‌রি। খাবার বেলায় মাহা‌থির আমার আদর্শ। আমার ওজন এখন ৬৩ কি‌লোগ্রাম। এটাও মাহা‌থি‌রের ওজ‌নের সমান। ম‌নে প্রা‌ণে আ‌মি সব সময়ই চিরযুবা থাক‌তে চাই। একটাই তো জীবন। হেলায় ফেলায় নষ্ট কর‌তে চাই না। আপনার পরাম‌র্শের জন্য কৃতজ্ঞতা।

৯| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:০৮

উদাসী স্বপ্ন বলেছেন: আপনে ৬৩? কন কি?

আপনে তো আমার গুরু

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বস, আ‌মি কা‌রো গুরু হবার যোগ্য নই; সবাই আমার শিক্ষক। আ‌মি শিখ‌তে চাই। ম‌রে যাবার আ‌গের দিনও শিখ‌তে চাই। ছোট বেলায় পড়া‌লেখার খুব একটা সু‌যোগ পাই‌নি। এখন আফ‌সোস লা‌গে কেন বই খাতা নি‌য়ে সদর ঘা‌টের ল্যাম্প‌পো‌স্টের নি‌চে ব‌সে গেলাম না!

১০| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:১৬

ওমেরা বলেছেন: ইনশা আল্লাহ! উনি উনার টার্ম পুরো করতে পারবেন আর একজন যোগ্য উত্তরসূরি ই উনার হাল ধরবেন।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আ‌নোয়ার ইব্রা‌হিম প্রস্তু‌তি নি‌চ্ছেন। ১৩ অ‌ক্টোবর পোর্ট ডিকসন আস‌নের উপ‌নির্বাচ‌নে জিত‌লেই উ‌নি পার্লা‌মে‌ন্টে আস‌বেন। তারপর প্রধানমন্ত্রী। মাহা‌থির তো দুই বছ‌রের জন্য।

১১| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:২৫

অন্তরন্তর বলেছেন: জোক করে বললেও উনার দৃষ্টিতে উনি ঠিকই বলেছেন। উনি আরও অনেক বছর বাঁচুক সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা। আপনাকেও অনেক ধন্যবাদ মালয়েশিয়ার খবর আমাদের নিয়মিত জানানোর জন্য। শুভ কামনা।

০৩ রা অক্টোবর, ২০১৮ ভোর ৫:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি অনেক কষ্ট করে পড়েছেন এটাই আমার সার্থকতা। আমি তেমন যত্ন করে লেখার সময় পাই না। মোবাইল দিয়ে যা লেখা সম্ভব তাই পোস্ট করে দিই। পড়ার সময়ও পাই না। কেউ পড়লে মনে হয়- আমার উচিত ছিল খুব যত্ন করে সময় নিয়ে লেখা।

আপনি অনেক অনেক ভালো থাকুন। জীবন হোক অনেক অনেক সুন্দর আর ভাবনাহীন।

১২| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৯

মোস্তফা সোহেল বলেছেন: মাহথিরের দীর্ঘায়ু কামনা করছি।

০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ কামনা।

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

বিদেশে কামলা খাটি বলেছেন:
এটা একটা বিরল ঘটনা বটে।

০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধন্যবাদ।

১৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: তাঁর জন্য দোয়া ও ভালোবাসা রইলো।

০৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.