নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
৩১ শে আগস্ট ২০১৮। স্বাধীনতা দিবসে জন্ম গ্রহণ কারী শিশুদেরকে জাতীয় পতাকা দিয়ে বরণ করে নেয় কুয়ালালামপুরের নারী ও শিশু হাসপাতাল। এ দিন ১০২ টি শিশুর নাম রাখা হয় "মারদেকা" বাংলা অর্থ স্বাধীনতা
এ বছর মে মাসের নির্বাচনে আবার প্রধানমন্ত্রী পদে ফিরে এসেছেন এক সময়ের আলোচিত প্রধানমন্ত্রী মাহাথির। ৬০ বছর ধরে যে জোট ক্ষমতায় এমনকি তিনি নিজেও সেই জোটের নেতা হিসাবেই দুই দশকের বেশী সময় ধরে প্রধানমন্ত্রী ছিলেন সেই জোটের বিরুদ্ধে নির্বাচনে দাড়িয়েঁ তিনি চমক সৃষ্টি করেন।
এই মুহূর্তের আরো চমক হচ্ছে- নবজাতকের পিতামাতারা নাম রাখার ক্ষেত্রে এখন মাহাথির নামটি ব্যাপক ভাবে পছন্দ করছেন। ফলে অনেক শিশুর নাম রাখা হচ্ছে মাহাথির। এই সব মাহাথির এক সময় যুবক হয়ে উঠবে।
মালয়েশিয়ার National Registration Department (NRD) এর বরাতে জানা গেছে- কয়েক মাসের হিসাবে ৪,৭২৬ জনের নাম তুন এবং ৪২০ জনের নাম সরাসরি মাহাথির রাখা হয়েছে।
স্মরণ করা যেতে পারে- ১৯৯০ সালের ইরাক-মার্কিন যুদ্ধের সময় বাংলাদেশের বিরাট সংখ্যক মানুষ ইরাকের সাদ্দাম হোসেনকে সমর্থন করে নিজ নব জাতকের নাম রাখতেন সাদ্দাম হোসেন। সেই সব সাদ্দাম হোসেনরা এখন যুবক হয়েছে। আমি নিজে এই রকম ১০/১২ জন সাদ্দাম হোসেনকে দেখেছি মালয়েশিয়ায় কাজ করতে।
মালয়েশিয়ান পিতামাতারা মাহাথির নামটির সাথে সাথে উনার জন্য আরোপিত “তুন” উপাধিটিও অনেকে নাম হিসাবে ব্যবহার করছেন। আগামী দিনে এই সব মাহাথির বড় হয়ে নেতা হলে আবারও হয়তো ফিরে আসবেন তুন মাহাথির।
আমার আগের পোস্টঃ পেনাং পাহাড়ের ট্রেন পড়ুন
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মনে হয়্। তবে কিছু কিছু আবেগ ভালো নয়।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৬
চাঁদগাজী বলেছেন:
মাহাথির মালয়েশিয়ার ইতিহাসে রূপকথার নায়কের মতো হয়ে থাকবেন
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তিনি অলরেডি এটা হয়ে গেছেন। উনার স্পষ্টবাদী বক্তব্য আমার ভালো লাগে।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৮
সূর্যালোক । বলেছেন: জনপ্রিয়তার ফলাফল । মাহাথির ভালো লোক ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক জনপ্রিয়। তবে তার গুণ আছে। তিনি গুণী লোক ।
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:১৮
হাসান কালবৈশাখী বলেছেন:
৯০ এর দশকে এদেশে ব্যাপক ভাবে 'সাদ্দাম' নাম রাখার প্রবনতা দেখা গেছিল।
তাই এখন প্রায় লক্ষাধিক সাদ্দাম নামে যুবক দেখা যায়।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন। মালয়েশিয়াতে আমার মনে হয় হাজার খানেক বাংলাদেশী সাদ্দাম পাওয়া যাবে যারা শ্রম বিক্রি করতে দেশে ছেড়ে প্রবাসে এসেছে।
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩২
মাহমুদুর রহমান বলেছেন: স্মরণ করা যেতে পারে- ১৯৯০ সালের ইরাক-মার্কিন যুদ্ধের সময় বাংলাদেশের বিরাট সংখ্যক মানুষ ইরাকের সাদ্দাম হোসেনকে সমর্থন করে নিজ নব জাতকের নাম রাখতেন সাদ্দাম হোসেন।
সহমত।
০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সহমত প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯
স্বপ্নীল ফিরোজ বলেছেন: এই সব নিয়ে আমি আর কি বলবো।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পড়েছেন এটাই বা কম কিসে।
৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২
রাজীব নুর বলেছেন: অন্যের থেকে বেশী জানুন,- অন্যের থেকে বেশী কাজ করুন !
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার প্রতিযোগিতা অন্যের সাথে নয়। আমার প্রতিযোগিতা আমার নিজের সাথে।
৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৩
ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ!
আমরা চেষ্টা করে আমাদের নাম মারদেকা করতে না পারলেও মারদেকা এর মতন হতে পারি।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমাদের বাংলা ভাষা অনেক সুন্দর। আর বাংলা ভাষার স্বাধীনতা শব্দটির মতো সুন্দর শব্দ খুব কমই আছে।
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১২
সনেট কবি বলেছেন: প্রিয় নেতার প্রতি আবেগ এমনটাই থাকে।