নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

প্রবাসীর চাঁদ

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৫

ছবিঃ গুগুল থেকে সার্চ করে বের করা। আসল মালিকের কাছে ঋণ স্বীকার করছি। ছ‌বির মা‌লিক প্রিয় ব্লগার সাদা ম‌নের মানুষ। অ‌শেষ ঋণ স্বীকার কর‌ছি।

অভাজনের নিবেদনঃ

যারা বাংলা ভাষা লিখতে ও পড়তে পারেন তারাই স্বভাবতই কবি। জীবনে একটি কবিতা লিখেননি কিংবা লেখার ব্যর্থ চেষ্টা করেননি এমন বাঙ্গালীর সংখ্যা খুজেঁ বের করতে হলে এক সদস্য বিশিষ্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করতে হবে। ফলাফল, সেই কমিটি জীবনেও রিপোর্ট দিবে না। বিধায় আমার কথাই সত্য বলে গৃহীত হবে। অবশ্য এই কথা সবাই জানেন।

এই কবিতাটি আমি কুড়িয়ে পেয়েছি। কবিতা হয়েছে কিনা জানি না তবে ভেতরের ভাবনাটি আমার কাছে পছন্দ হয়েছে।তাই আমার নিজের ব্লগেই পোস্ট করলাম। প্রবাসীরা কবিতার ভাবনাটি ভেবে দেখতে পারেন।


প্রবাসী চাঁদ

এখানে বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠে না।
ইস্পাতের উচ্চ অট্টালিকার ফাঁক দিয়ে মাঝে মাঝে উকি দেয়
বিবর্ণ এক ফালি চাঁদ।
এই চাঁদ আমার নয়।
এই চাঁদ আমাদের নয়।
আমার চাঁদ স্নিগ্ধতার আলো ছড়ায়
পূর্ব দিগন্ত থেকে পশ্চিমের নীলিমায়।
ফসলের মাঠ থেকে লোকালয়ে।

এখানে বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠে না।
ইস্পাতের উচ্চ অট্টালিকার ফাঁক দিয়ে মাঝে মাঝে উকি দেয়
বিবর্ণ এক ফালি চাঁদ।
ঘুমানোর বেলায় শিয়রে বসে কাজলা দিদি
বলে না কোন শ্লোক।

এখানে চাঁদকে মনে হয় নিরেট একটা পাথর
একটা জড় পদার্থ।
এই চাঁদ আমার নয়।
এই চাঁদ আমাদের নয়।

মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর কবিতা। মনোমুগ্ধকর ।

শুভকামনা প্রিয় সাজ্জাদভাইকে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার প্রিয় ব্লগার দাদা পদাতিক চৌধুরী আমার খুব প্রিয় মানুষ। আপনার মন্তব্য পেলে বুকটা ভরে যায়। মনে হয় সত্যি সত্যি যদি লেখক কিংবা কবি হতাম তাহলে মনে হয় খুব খারাপ হতো না।

ভালো থাকুন সব সময়। শুভ কামনা প্রতি দিন।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৫

তারেক_মাহমুদ বলেছেন: সত্যি ইট পথরের প্রবাসের চাঁদ আমাদের হতে পারে না। আমাদের চাঁদ বাশ বাগানের ফাক দিয়ে উঁকি দেয়। অনেক ভাললাগলো সাজ্জাদ ভাই। লাইক।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আসলেই ভাইয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সব সময়। শুভ কামনা প্রতি দিন।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৩

এ.এস বাশার বলেছেন: কথামালা চমৎকার....ভাবনা গম্ভীর......
প্রীশু নিয়েন সাজ্জাদ ভাই..........

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ, ভাইয়া।

ভালো থাকুন সব সময়। শুভ কামনা প্রতি দিন।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ, প্রিয় সনেট কবি। আপনি পড়েছেন জেনে আবেগে আপ্লুত হলাম।

ভালো থাকুন সব সময়। শুভ কামনা প্রতি দিন।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

সাদা মনের মানুষ বলেছেন: দারিণ বাস্তবতায় ভরা কবিতা। ছবিটা আমার তোলা সাজ্জাদ ভাই।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ, ভাইয়া। আপনি অসাধারণ একটি ছবি তুলেছেন। ছবিটি আমার খুব ভালো লেগেছে। মনে হয় ফ্রেমে বাঁধিয়ে রাখি।

ভালো থাকুন সব সময়। শুভ কামনা প্রতিদিন।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৬

অচেনা হৃদি বলেছেন: এটা প্রবাসের জন্য কেবল নয়, দেশের জন্যও সত্য। দেশে অনেকেই আছেন পরিবার পরিজনকে মফস্বলে রেখে শহরের ইট পাথরের ভেতর বসবাস করেন। তাঁদের জন্যেও কোন চাঁদ নেই, পূর্ণিমা নেই।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রবাসে চাঁ, নদী, খালবিল খুব মিস করি আপুমণি।

অনেক ধন্যবাদ, আপুনি।

ভালো থাকুন সব সময়। শুভ কামনা প্রতিদিন।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪

ওমেরা বলেছেন: কুড়িয়ে পাওয়া কবিতা খুব সুন্দর ।

আমার রুমে বড়একটা জানালা আছে সেই জানালা দিয়ে আকাশ দেখা যায় মাঝে মাঝে চাঁদও দেখা যায়। আমি চাঁদের দিকে তাকিয়ে অবাক হয়ে যাই এত সুন্দর চাঁদ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ, আপুনি। একই ঘটনা আমার এখানেও ঘটে। তবে কখনো আগ্রহ নিয়ে দেখা হয় না।

ভালো থাকুন সব সময়। শুভ কামনা প্রতিদিন।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: চমৎকার একটি কবিতা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ, ভাইয়া। আপনার লেখা আমার কাছে অসাধারণ লাগে।

ভালো থাকুন সব সময়। শুভ কামনা প্রতিদিন।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

বাকপ্রবাস বলেছেন: সত্যিই এই চাঁদ আমাদের নয়। সুন্দর কবিতা

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ, ভাইয়া। আপনি পড়েছেন জেনে খুবই ভালো লাগছে।

ভালো থাকুন সব সময়। শুভ কামনা প্রতিদিন।

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

সৈয়দ ইসলাম বলেছেন:

এই চাঁদ আমার নয়
ওই চাঁদ আমাদের নয়
এই চাঁদ আমাদের দিয়েই তৈরি করা হয়!
এই কালো চাঁদ আমাদের রক্তে রাগানো হয়!!


আপনার এই ব্যতিক্রমী পোস্ট আজ সবচেয়ে বেশি ভাল লেগেছে

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুব উত্তেজনা আর আনন্দ বোধ করছি। আমার ধন্যবাদ গ্রহণ করুন।

ভালো থাকুন সব সময়। শুভ কামনা প্রতি দিন।

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৯

মোস্তফা সোহেল বলেছেন: কবিতাটি ভাল লেগেছে।
যারা প্রবাসে আছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুপ্রভাত। হোক আপনার আজকের দিনটি। আপনি এক জন ভালো মানুষ।

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

খায়রুল আহসান বলেছেন: অভাজন তার নিবেদনটা শুরুই করেছে একটা চমৎকার কথা দিয়ে। হ্যাঁ, বাঙালী মাত্রই স্বভাব কবি, তার কোন কবিতা কোথাও প্রকাশিত হোক বা না হোক!
আর কবিতাটা জীবিকান্বেষণে ব্যস্ত প্রবাসী বাঙালীদের মনের কথা বলেছে। যতই দিন যাবে, ততই শুধু প্রবাসে কেন, স্বদেশেও "বাঁশ বাগানের মাথার উপর" ওঠা চাঁদ দেখার মত সৌভাগ্যবান লোকের সংখ্যা কমে যাবে।
সাদা মনের মানুষ এর তোলা শিরোনামের ছবিটা খুব সুন্দর হয়েছে।
কবিতায় পঞ্চম ভাল লাগা + +

০৩ রা অক্টোবর, ২০১৮ ভোর ৫:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, আপনি এক জন সজ্জন ও ভদ্র মানুষ। আমার জানামতে, ব্লগের কেউই আপনাকে অপছন্দ করেন না। নিজের পোস্ট আপনার কোন মন্তব্য পাওয়া আমার মতে - বড় ধরনের এক পুরস্কার। আপনি আমাকে পুরস্কৃত করলেন। এটা আমার জন্য খুবই ভাগ্যের একটি বিষয়।

আপনার সুস্বাস্থ্য ও আনন্দময় জীবন কামনা করি। ভাল থাকুন সবার হৃদয় দখল করে।

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বর্তমানে ঢাকার বা বাংলাদেশের অন্যান্য বড়ো শহরের কংক্রিটের বিল্ডিঙের জালে আবদ্ধ চাঁদ থেকে প্রবাসের চাঁদ বরং অনেক মোহনীয় |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.