নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাককে গতকাল গ্রেফতারের পর আজ কুয়ালালামপুরের আদালতে নেয়া হয়। সেখানে তার বিরুদ্ধে মোট ২৫ টি অভিযোগ আনা হয়। আদালত তাকে ৩'৫ মিলিয়ন রিঙ্গিত মুচলেকায় জামিন প্রদান করে। পরে আদালত প্রাঙ্গনে সাংবাদিকদেরকে তিনি বলেন, আমি চোর নই।আজকে আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ আমাকে প্রমাণ করার সুযোগ দেবে যে, আমি চোর নই। মি নাজিবের বিরুদ্ধে ২'৬ বিলিয়ন রিঙ্গিত নিজের হিসাবে নিয়ে নেয়া সহ ক্ষমতা অপব্যহার ইত্যাদি ২৫ টি অভিযোগ আনা হয়েছে।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৮
মোস্তফা সোহেল বলেছেন: চোর না হলে মাহথির সরকার তাকে ধরল কেন?
চোররা কি নিজেকে চোর বলে!
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৯
চিটাগং এক্সপ্রেস বলেছেন: উনি একজন লুটেরা
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: আদলতই বিচার করবে। ওনার স্টেটমেন্ট বোধহয় অপ্রয়োজনীয়।
শুভকামনা প্রিয় সাজ্জাদভাইকে।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৯
হাসান কালবৈশাখী বলেছেন:
কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপিনস, শৃলংকা .. সব স্থানেই একই কাহিনী।
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭
সনেট কবি বলেছেন: দুঃখ জনক
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: পদাতিক চৌধুরি বলেছেন: আদলতই বিচার করবে। ওনার স্টেটমেন্ট বোধহয় অপ্রয়োজনীয়।
শুভকামনা প্রিয় সাজ্জাদভাইকে।
আদালত কি ন্যায় বিচার করে?
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৭
চাঁদগাজী বলেছেন:
অবশ্যই উনি চোর নন, উনি ডাকাত