নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
মালয়েশিয়াতে মদের বিষাক্ততায় ১৯ জনের মৃত্যু। মদ খাবার পর উহার বিষক্রিয়ায় মালয়েশিয়াতে ১৯ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, তাদের মধ্যে বাংলাদেশের নাগরিকও আছেন। জানা গেছে, আরো ১৪ জনের অবস্থা আশংকাজনক। সর্বমোট ৫১ জন লোক বিভিন্ন ব্রান্ডের এলকোহলিক পানীয় গ্রহণ করেছিলেন। এর মধ্যে মান্দালয় হুইস্কি, কিংফিসার বিয়ার ওগ্রান্ড রয়াল হুইস্কিও রয়েছে। পানীয়গুলো সোমবার ক্লাং ভ্যালির বিভিন্ন দোকান থেকে ক্রয় করা হয়েছিল বলে জানানো হয়েছে
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৩
প্রন্তিক বাঙ্গালী বলেছেন: মাদকের মাত্রাত্তিক্ত মাত্রা। আরো খা আরো মর। আমার হিংসা হয় না। সুখে থাকলে ভূতে কিলায়।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৪
হাসান কালবৈশাখী বলেছেন:
মাত্রাতিরিক্ত মদে মানুষ মরে না।
মদে সস্তা মিথানল মিশানো হলে মদ বিষাক্ত হয়ে যায়।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪০
মোস্তফা সোহেল বলেছেন: বিষয়টা দুঃখজনক।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: মদের প্রতি আসক্তি তাহলে ওদেরও আছে।
দুবছর আগে আমাদের এখানে ১৭৬ জন বিষাক্ত চুল্লু খেয়ে মারা গেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহতদের দুলক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। ওখানকার সরকার অবশ্য এরকম দানছত্র খুলবে বলে মনে হয়না।
শুভকামনা প্রিয় সাজ্জাদভাইকে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা ২১ জন।
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০২
উদাসী স্বপ্ন বলেছেন: মালয়েশিয়াতে ওপেন মদ খাওয়া যায় নাকি? শুনেছি সেখানে নাকি প্রাদেশিকভাবে কিছু জায়গায় শরীয়া আইন চলে। তাইলে মদ চলে কেমনে?
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কিছু জায়গা আছে আল্ট্র মডার্ন। ক্যাসিনোও চলে। শরীয়াও আছে কটি প্রদেশে। এ মাসেই কিছু ঘটনা যেমন নারীদেরকে বেত্রাঘাতের ঘটনা ঘটেছে। বেশী ব্যস্ত থাকায় পোস্ট দিইনি। আরেকটি কারণ আমার পোস্ট কেউ পড়্নো।
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৩
উদাসী স্বপ্ন বলেছেন: আমি পড়ি। আপনে দেন।
তয় একটা আবদার করলাম মালয়েশিয়া নাকি সুন্দর দেশ। শর্টসময়ে সুন্দর জায়গা কেমনে কোথায় কিভাবে ঘুরুম আর ফেভারিট খাওন এইটা নিয়া পোস্ট।
আব্দার রাখেন না রাখেন আপনের ব্যাপার
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার পোস্ট আমার খুব ভালো লাগে। আপনার মন্তব্যে খুবই উৎসাহ লাভ করিলাম। আপনার আব্দার রাখা হইলো। পোস্ট রচনা শুরু করবো কামলা দেয়ার ফাঁকে ফাঁকে।
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার পোস্ট আমার খুব ভালো লাগে। আপনার মন্তব্যে খুবই উৎসাহ লাভ করিলাম। আপনার আব্দার রাখা হইলো। পোস্ট রচনা শুরু করবো কামলা দেয়ার ফাঁকে ফাঁকে।
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৩
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে বাংলা মদে যেমন ভেজাল, ওদের দেশেও ভেজাল।
দুঃখজনক।