নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

নেতার জন্য পদত্যাগ

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭

নেতার জন্য পদত্যাগ।
পোর্ট ডিকসন আসনের পদত্যাগী এমপি দাতুক দা‌নি‌য়েল বালা‌গোপাল আব্দুল্লাহ।


নিজ দ‌লের নেতা‌কে পালা‌মে‌ন্টে যাবার পথ প্রশস্ত কর‌তে নিজ এম‌পি পদ থে‌কে পদত্যাগ করার ঘোষণা দি‌য়ে‌ছেন আ‌নোয়ার ইব্রাহীম এর দলীয় এম পি দাতুক দা‌নি‌য়েল বালা‌গোপাল আব্দুল্লাহ।

মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী ( হবু প্রধানমন্ত্রী) দাতুক সেরী আনোয়ার ইব্রাহীম।

দে‌শের অষ্টম প্রধানমন্ত্রী হ‌তে আ‌নোয়ার ইব্রা‌হীম‌কে প্রথ‌মে এম‌পি নির্বা‌চিত হ‌য়ে আস‌তে হ‌বে। সেটা এমন আস‌নে হওয়া দরকার যেখা‌নে পরাজ‌য়ের কোন ঝু‌কি না থা‌কে। দলীয় এম‌পি সেটাই কর‌তে যা‌চ্ছেন। গতকাল ১২ সে‌প্টেম্বর ২০১৮ দলের সদর দফত‌রে সংবাদ ব্রি‌ফিং এ এই ঘোষণা দেন পর্যটন ও বন্দর শহর পোর্ট ডিকসন এর এই এম‌পি।সা‌বেক সেনা কর্মকর্তার এই পদত্যাগ সহজ ভা‌বে নি‌তে পার‌ছেন না তার সা‌বেক সহকর্মীরা

চল‌তি সে‌প্টেম্বর মা‌সেই মাল‌য়ে‌শিয়ার পার্লামেন্ট সদস্য প‌দে দেখা যে‌তে পা‌রে আ‌নোয়ার ইব্রাহীম‌কে। এপর তি‌নি হ‌বেন সেই দে‌শের অষ্টম প্রধানমন্ত্রী। মাহাথির যুগের পর শুরু হবে আরেক যুগের।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪

সনেট কবি বলেছেন: ভাল।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নেতার জন্য এই আত্নত্যাগ দেখে আমি মুগ্ধ।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

নজসু বলেছেন: আত্মত্যাগ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটাই এই সপ্তাহে মালয়েশিয়ার রাজনীতির আলোচনা প্রধান বিষয়। সবাই খুব আলোচনা করছেন।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

টারজান০০০০৭ বলেছেন: এমপি পদ হইতে পদত্যাগ করিলে কি হইবে , মন্ত্রী হওয়া নিশ্চিত হইলো বোধহয় !

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সম্ভাবনা তো থাকেই। বিনা কারণে যে কার পা ( মানে পদ) খুয়াতে যাবে।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫

ঢাবিয়ান বলেছেন: আনোয়ার ইব্রাহীম কোনদিন মাহাথির হতে পারবে না।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রতিটি মানুষই আলাদা। কেউ কারো মতো নন। পৃথিবীর কোন মানুষের সাথে কোন মানুষের সামান্যতম মিল নেই। চেহারার মিল থাকলেও উহা কাকতালীয়। আঙ্গুলের ছাপ পর্যন্ত মিলে না। ইহাই বাস্তবতা।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: গ্রেট।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিরাট । অনেক গ্রেট।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

ঢাকার লোক বলেছেন: ১৯৯৭ এ উপ প্রধান মন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে মনে করা হতো মহাথিরের উত্তরসূরি, তরুণ জনতার নায়ক , এর পর অনেক চড়াই উৎড়াই পার হয়ে আবারো ফিরে এসেছেন ক্ষমতার দ্বারপ্রান্তে ! আগামী দিনগুলো হোক মসৃন , উন্নতির পথে আরো এগিয়ে যাক মালয়েশিয়া !

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাজনীতির পোড় খাওয়া সৈনিক তিনি। তবে যোগ্য লোক এতো কোন সন্দেহ নেই। অনেক পন্ডিত এক জন ব্যক্তি। সুন্দর মন্তব্যের কৃতজ্ঞতা। ভালো থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.