নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
মালয়েশিয়াতে এই জিনিসটি খুব মজা করে লক্ষ্য করা যায়। এরা কোন ছুটি মিস করতে রাজি নয়। আমাদের দেশে যেমন কোন কারণে কোন ছুটি যদি শুক্র/শনিবারে পড়ে তাহলে সেই ছুটি মাটি। তখন মানুষ জনের আক্ষেপের আর শেষ থাকে না।
এই মালয়েশিয়াতে দেখলাম কোন কারণে ছুটি যদি উইক এন্ডের মধ্যে পড়ে তবে সেই ছুটি কর্ম দিবস শুরুর প্রথম দিনেই ছুটি দিয়ে দেয়া হয়।
যেমন ১০ সেপ্টেম্বর ২০১৮ রবিবার ছিল রাজার জন্ম দিন । তাই এখানে সাধারণ ছুটি। কিন্তু তারিখটি ছিল রবিবারে। তাই ছুটি মাটি। কিন্তু ছুটি মাটি হয়নি। পরের দিন মানে সোমবার সেই ছুটি পালিত হয়েছে। তাই ধরেই নেয়া যায় ছুটির মজা এখানে কেউ হারাতে চায় না।
ছুটির রাজ্যে পৃথিবী ঘুম ময়।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এখানে ফেডারেল হিসাবে রাজার জন্ম দিনে পুরো মালয়েশিয়াতে ছুটি। আর প্রদেশে সুলতানের জন্ম দিনে প্রদেশে ছুটি থাকে।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২১
মোস্তফা সোহেল বলেছেন: ছুটির দিনে সত্যি খালি ঘুম পাই।
কেমন আছেন ভাইয়া?
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শরীরের জন্য ঘুম খুব দরকার।
ভালো আছি, ভাইয়া।
আপনি কেমন আছেন?
আমি আশা করতে পারি, আপনি খুবই চমৎকার আছেন। ভালো থাকুন সব সময়।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২২
ইব্রাহীম আই কে বলেছেন: এমন ছুটি পাইলে আমি শুধু ঘুমাইতাম
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমারও খুব ঘুমোতে মন চায়। কিন্তু পেটের দায়ের ঘুমানোর বদলে দৌড়ের উপর থাকতে হয়। আমি এখন দৌড় পছন্দ করি।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩
পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় সাজ্জাদভাই,
ধন্যবাদ আপনাকে এমন একটিি বিষয়,তুলে ধরার জন্য। আমাদের এখানে ইংরেজ আমল থেকে রবিবার ছুটি পালিত হয়।যদিও বাংলাদেশে শুক্রবার পালিত হলেও মালয়েশিয়ায় যে রবিবার পালিত হয় সেটা জানতাম না। সেই সঙ্গে কর্মনিষ্ঠ থুক্কু ছুটিনিষ্ঠ বাঙালীর মত ওরাও যে বাঙালীর মত এত ছুটি প্রেমী সেটা জেনে ভালো লাগছে।
অনিঃশেষ শুভেচ্ছা প্রিয় সাজ্জাদভাইকে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রিয় দাদা পদাতিক চৌধুরী এক জন গুণী মানুষ। উনার মন্তব্যও হয় সুলিখিত। তবে ছুটির বিষয়টি সব দিক বিবেচনায় নিয়ে সারা পৃথিবীতে শনি-রবিবার হওয়াই উচিত। শুক্রবার নামাজের জন্য প্রয়োজনে একটু বেশী সময় দিলেই ভালো হতে পারে। মানুষ কাজও করলো। আবার আল্লাহর দরবারে হাজিরও হলো। এমন কি এতে ঘুষ দুর্নীতিও কমতে পারে। ঘুষ খেয়ে তো কেউ আর জুম্মার নামাজ পড়তে যাবে না। কি জানি, যেতেও পারে হয়তো।
আমার প্রিয় দাদাতে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন সব সময়।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫০
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো শেয়ার আগে জানা ছিল না বিষয়টা ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুবই ভালো লাগছে মফিজ ভাই। ছুটির দিনের মতো ভয়াবহ ব্যস্ততায় কাটুক আপনার সব দিন।
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭
বনসাই বলেছেন: তার মানে বেশি বেশি ছুটি ভোগ উন্নয়নের অন্তরায় হতে পারে না;
যদি নেতা ঠিক থাকে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন। তবে নিজে ভালো তো জগৎ ভালো । এটা জ্ঞানী লোকের কথা। ব্যক্তিগত ভাবে আমাদের সবাইকে সৎ ও দেশের প্রতি মমতাময় হতে হবে। এর পর যদি থাকে ক্যারিশম্যাটিক নেতা । তাহলে তো আর কথাই নেই।
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০
শোভ বলেছেন: পদাতিক চৌধুরী আমার জানা মতে পেয়ারা পাকিস্তানেও রবিবারে সরকারি ছুটি শুধু আমাদের দেশে সামরিক জান্তা প্রেসিডেন্টরা ধর্মিয় ভন্ডামি করে শুক্রবারে ছুটি নিয়ে গেছে । যা বদলানো একেবারে অসম্ভব । কারণ........................।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন। আশির দশকের শুরুতেও বাংলাদেশে ছুটি ছিল রবি বার। পরে যা হবার তাই হয়েছে।
৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: ছুটি বড় আনন্দময়।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিরাট এক জন কবি বলেছেনঃ ছুটি মানেই খন্ড মৃত্যু।
বিরাট এই কবির নাম শুর "র" দিয়ে। তার নামের শেষ অক্ষরও "র"।
আপনার জন্য ধাধা।
৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬
তারেক_মাহমুদ বলেছেন: আমাদের দেশেও তাই করা উচিত, জেনে ভাল লাগলো এবং আক্ষেপ বাড়লো।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এক দিন আমাদেরও সব হবে। তবে আক্ষেপ- সেই দিন হয়তো বা আমরা নাও থাকতে পারি।
১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৫
ঢাকার লোক বলেছেন: ছুটির ব্যাপারে আমেরিকানরা আরো বেশি এগিয়ে, ওদের বেশিভাগ ছুটি বিশেষ তারিখ নির্ভর না করে, উমুক মাসের প্রথম সোমবার বা শেষ সোমবার এইভাবে নির্ধারিত যাতে লং উইকেন্ড বলে . প্রচুর আমেরিকান লং উইকেন্ডে এ এদিক সেদিক বেড়াতে যায় .
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বেকার জীবেন অনেক তরুণই মনে করে কর্মজীবনে প্রবেশ করলে কোন ফাাঁকি দিবেন না। কিন্তু কর্মজীবনে প্রবেশ করার পর তাদের মাঝে ফাঁকি দেবার একটা প্রবণতা লক্ষ্য করা যায়।
আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: উন্নত দেশ। উন্নত সুবিধা আর কী!...
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার একটা আইডিয়া আছে। আপনাকে বলি।
যদি কোন ভাবে সব মালয়েশিয়ানকে বাংলাদেশে আর সব বাংলাদেশীকে মালয়েশিয়াতে পাঠিয়ে দেয়া যায় এবং দেশের নাম বদলে দেয়া যায় তাহলে তাহলে আজকের মালয়েশিয়া মানে আমার কল্পনার বাংলাদেশে অনেক অনেক বেশী উন্নত হতো। বাংলাদেশীরা অলস নয়। তারা পরিশ্রম করতে জানে।
আধুনিক মালয়েশিয়া গড়ে উঠেছে বাংলাদেশী শ্রমিকদের রক্ত আর ঘাম আর প্রাণের বিনিময়ে।
১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৩
খায়রুল আহসান বলেছেন: আমাদের ক্যালেন্ডারে বার্ষিক ছুটির দিনের সংখ্যাটা অন্যান্য দেশের চাইতে এমনিতেই অনেক বেশী। তাই দুই একটা ছুটি মাটি হলেও মোট ছুটির দিক দিয়ে আমরা ওদের চেয়ে এগিয়েই থাকবো বলে মনে হয়।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, ছুটি নেবার চেয়ে কাজ করার দিকে মনোযোগ থাকা উচিত বেশী। আমাদের দেশের অনেক বড় বড় কর্মকর্তাই কোন ছুটি মিস করতে রাজি হননা ।
আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪২
জাতির বোঝা বলেছেন:
বাংলাদেশে শ্রান্তি-বিনোদন ছুটি নামে একটা ছুটির বিধান আছে। কোন সরকারী কর্মচারী প্রতি তিন বছরে এক মাসের বেতনের সম পরিমাণ অর্থ পাবেন। আর পাবেন ১৫ দিনের ছুটি। এটা তার ক্লান্তি দূর করার জন্য ও বিনোদন পাবার জন্য।
কিন্তু মজার বিষয় হইলো- এই ছুটি কেবল মাত্র বড় বড় কর্মকর্তাগণই পাইয়া থাকেন। ছোট খাট কোন কর্মচারী এই ছুটি পান না। উহারা কখনো ক্লান্ত হন না। তাই্ এই ছুটি উহাদেরকে প্রদান করা হয় না।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি উচ্চ আদালতে আপিল করতে বলুন। কাজ হতে পারে।
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সুন্দর তথ্য জানা ছিল না
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,