নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

এবার জন্ম‌দি‌নের অনুষ্ঠান বা‌তিল কর‌লেন মাল‌য়ে‌শিয়ার রাজা

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৫



জন্ম দি‌নের অনুষ্ঠান বা‌তিল কর‌লেন মাল‌য়ে‌শিয়ার রাজা। মাল‌য়ে‌শিয়ার রাজা সুলতান মুহাম্মাদ ৫ম তাঁর জন্ম দি‌নের অনুষ্ঠান ও রাজকীয় চা চক্র বা‌তিল ঘোষণা ক‌রে‌ছেন। আজ ৩০ আগস্ট রাজা এ সংক্রান্ত ঘোষণা।


জন্ম দিন পালন উপলক্ষ্যে বরাদ্দকৃত টাকা সরকারী তহ‌বি‌লে ফেরত দেয়া হ‌বে। তুন ডাঃ মাহা‌থি‌রের নেতৃ‌ত্বে পাকাতান হারাপান জোট সরকার গঠ‌নের পর দে‌শের অা‌র্থিক খা‌তে ব্যাপক অ‌নিয়ম ও ঋণের সন্ধান পায়। প্রধানমন্ত্রীকাটার ঘোষণা দেন। রাজা নি‌জেও তার বেতন ১০% কর্ত‌নের ঘোষণা দেন। আর আজ তি‌নি রাজকীয় অনুষ্ঠান না করার ঘোষণা দি‌লেন। মন্ত্রীগণ বেত‌নের ১০% কাটার ঘোষণা দেন। রাজা নি‌জেও তার বেতন ১০% কর্ত‌নের ঘোষণা দেন। আর আজ তি‌নি রাজকীয় অনুষ্ঠান না করার ঘোষণা দি‌লেন।

এই খা‌তের বরাদ্দকৃত টাকা তুন মাহা‌থির কর্তৃক গ‌ঠিত ঋণ প‌রি‌শো‌ধের জন্য অনুদা‌নের তহ‌বিল তাবুং হারাপা‌নে জমা দেয়া হ‌বে।

আগামী ৯ ই সে‌প্টেম্বর ২০১৮ রাজার জন্ম দি‌নের অ‌ফি‌সিয়াল অনুষ্ঠান পাল‌নের জন্য দিন নির্ধা‌রিত ছিল।

বর্তমান রাজার কোন রাণী নেই। তার স্ত্রীর সা‌থে বিবাহ বি‌চ্ছেদ ঘ‌টে‌ছে।
আ‌গের পোস্ট পড়ুনঃ
মাল‌য়ে‌শিয়ার ট্যাক্স হ‌লি‌ডের সমা‌প্তি হ‌চ্ছে

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় সাজ্জাদভাই,

আশাকরি ভালো আছেন। আমিও বেশ আছি। অনেকদিন পরে আপনাকে দেখে খুশি হলাম। মালয়েশিয়া পোস্ট আমার কাছে বেশ উপভোগ্য।

শুভকামনা প্রিয়ভাইও পরিবারকে।

২| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একজন নেতার সততা ও সৎ উদ্দেশ্য জনগণের জন্য আদর্শ ও অনুকরণীয়। এ দেশ তো উন্নতি করবেই।

শেয়ার করার জন্য ধন্যবাদ সাজ্জাদ ভাই। তবে, আপনি দাওয়াত মিস করলেন, এই আর কী :(

৩| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৯

রাকু হাসান বলেছেন: খুব ভাল কাজ । আর আমরা ! :-< ,আমরা ৭৫ হাজার টাকা দেই শুধু মাত্র এন্ড্রয়েট ফোন কেনার জন্য ।

৪| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মাহাথীর হিরো, সে দলের চেয়ে দেশকে বেশী ভালোবাসে।
আর আমাদের গুলো লুল....X(
পদেপদে করে তারা ভুল।


।।।
সবার বেতন ১০০% বাড়ানোটা সরকারের ভুল। আমাদের এক মহান থর আসুক, এসে বেতন কমাক।X(

৫| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মাহাথীর হিরো, সে দলের চেয়ে দেশকে বেশী ভালোবাসে।
আর আমাদের গুলো লুল....X(
পদেপদে করে তারা ভুল।


।।।
সবার বেতন ১০০% বাড়ানোটা সরকারের ভুল। আমাদের এক মহান থর আসুক, এসে বেতন কমাক।X(

৬| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪০

চাঁদগাজী বলেছেন:


রাজার জন্মদিনটা সরায়ে ২৯শে ফেব্রুয়ারী করার দরকার; বেগম জিয়ারটা সরায়ে দিয়েছে আওয়ামী লীগ, উহা এখন হেকে ২৯শে ফেব্রুয়ারী

৭| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.