নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়ে‌শিয়ায় ট্যাক্স হ‌লি ডে সমাপ্ত হ‌চ্ছে ১লা সে‌প্টেম্বর

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫০

সগো মার্কেট, কুয়ালালামপুর



তিন মা‌সের ট্যাক্স হ‌লি‌ডে সমাপ্ত হ‌বে ৩১ আগস্ট তা‌রি‌খে। ১ সে‌প্টেম্বর থে‌কে নতুন ট্যাক্স বস‌ছে। নতুন এই ট্যা‌ক্সের নাম হ‌বে এসএস টি। তাই কম দা‌মে জি‌নিসপত্র কেনার ই‌চ্ছে থাক‌লে ১লা সে‌প্টেম্ব‌রের আ‌গেই কিন‌তে হ‌বে। কেননা, এই সম‌য়ের পর জি‌ন্পি‌ত্রের দাম বে‌ড়ে যা‌বে।

এভিনিউ কে শপিং সেন্টার


বাংলা‌দে‌শের অ‌নেক মানুষ আ‌ছেন যারা ঢাকার মা‌র্কে‌টে শ‌পিং করার চে‌য়ে কুয়ালালামপু‌রের প্যা‌ভি‌লিয়ন, ফা‌রেনহাইট ৮৮, স‌গো, হা‌নিফা, লুলু, মাই‌ডিন, মিড ভ্যা‌লি‌তে, অ্যায়ন ও আ‌রো অন্যান্য মা‌র্কে‌টে কেনাকাটা কর‌তে অভ্যস্ত তা‌দের জন্য খবর হ‌চ্ছে, আগামী প‌হেলা সে‌প্টেম্বর ২০১৮ থে‌কে নতুন ট্যাক্স ধার্য করার কার‌ণে জি‌নিসপ‌ত্রের দাম বি‌শেষ ক‌রে বিলাসী পণ্যসামগ্রীর দাম বে‌ড়ে যে‌তে পা‌রে। তাই কিন‌তে চাই‌লে আ‌গে ভা‌গে কেনাই ভা‌লো।

বাংলাদেশীদের প্রিয় হানিফা

পাশের দেশ সিঙ্গাপুরের মানুষ হাকিয়ে কেনা কাটা করছে। কেননা, এই সুযোগ আর মাত্র কদিন। আমি নিজেও কেনার চেষ্টা করছি।

আ‌গের পোস্ট পড়ুনঃ

আসুন, পোশা‌কের গুণকীর্তন ক‌রি।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: আমি আদার ব্যাপারী।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি আদার বেপারী হলেই খাগড়াছড়িতে ঠিকই্ ছড়ি ঘুরিয়ে এসেছেন বীরের মতো । স্কাই কারেও উঠলেন। এটা ক জনার ভাগ্যে জোটে। এমন আদার ব্পোরী হতে পারলেও জীবন ধন্য হয়ে যায়।

২| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৪

শামচুল হক বলেছেন: ভালো খবর।

৩০ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অবশ্যই ভালো খবর। ১ সেপ্টেম্বর থেকে গাড়ী, স্বর্ণ সহ অনেক কসমেটিকস এর দাম বেড়ে যেতে পারে। দাম বাড়বে অনেক সেবারও । তাই সুযোগ কাজে লাগাচ্ছে পাশের দেশের অনেকেই।

৩| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! জানলাম।

৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জানাটা্ই তো আসল।
বাকি সব বেঠিক।

৪| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০০

ওমেরা বলেছেন: কত্তদুর যেতে পারব না !

৩০ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপু, ঢাকার লোকেরা ঠিকই আসে। এমনকি যমুনা পার্কে/বসুন্ধরায় দামে না পুষলেই চলে আসে।

৫| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ।

৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কষ্ট করে জানার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। ভালো থাকুন সব সময়।

৬| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০০

চাঙ্কু বলেছেন: আইচ্ছা

৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিক আছে।
সাথে থাকুন সব সময়।

৭| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৩

শাহারিয়ার ইমন বলেছেন: শপিং এর জন্য ফুটপাত বেস্ট B-)

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি নিজের সারা জীবন ফুটপাতে কেনাকাটা করে এসেছি। তবে আমি ঠকুয়া আদমী। সারা জীবনই ঠকেই এসেছি। কিংবা আমাকে বিক্রেতারা ঠকিয়ে মজা পেয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.