নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
প্রশাসনিক রাজধানী পুত্রাজায়াতে অবস্থিত পুত্রা মসজিদ (Putra Mosque) ।
[/sb
আগের পোস্টঃচীনে প্রোটন গাড়ীর কারখানা বানাবেন তুন মাহাথির !
এ বছর ২২ শে আগস্ট মালয়েশিয়াতে পবিত্র ঈদুল আযহা পালিত হবে। সরকারী ভাবে এই তারিখ নির্ধারিত হয়েছে।
কোরবানীর ঈদের ব্যাপারটি মালয়েশিয়াতে যে ভাবে হয় সেটা আমার ভালো লাগে। অনেকের ভালো নাও লাগতে পারে তবে আমার খুব ভালো লাগে।
এখানে বাংলাদেশের মতো গরু কেনার প্রতিযোগিতা বা উৎসব শুরু হয় না। এলাকায় এলাকায় বিরাট গরু ছাগলের হাটও বসে না। বাংলাদেশে তো এক ধরনের অলিখিত প্রতিযোগিতা শুরু হয়ে যায় কে কয়টা গরু কোরবানী দিতে পারে। কিংবা কে কত দামী গরু কোরবানী দিতে পারে। সেই প্রতিযোগিতায় নিম্ন আয়ের মানুষ অসহায় হয়ে যায়।
মালয়েশিয়াতে ঈদুল আযহা খুবই কাছে। কিন্তু চারি দিকে সাজ সাজ কোন রব নেই। শহরতলীর কোন কোন রাস্তায় কদাচিৎ দুই একটা বিজ্ঞাপন চোখে পড়ে। তাতে কোন খামারে ঈদের গরু পাওয়া যায় তার খোঁজ দেয়া আছে। মুঠোফোনের নম্বর দেয়া আছে। এই সব নম্বর দেখে আগ্রহী মানুষ যোগাযোগ করে।
কোরবানীর পশু বিক্রির একটি পোস্টার বা ব্যানার
সব মসজিদেই ঈদের নামাজ হয়। বেশীর ভাগ জামাতই ৭ঃ৩০ থেকে ৮ টার ভেতরই অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়ার কোরবানীগুলো হয় মূলতঃ মসজিদ ভিত্তিক। একটি গরু যেহেতু ৭ জন মানুষ অংশ নিতে পারে তাই সেই হিসাবে সাত জন মানুষের নামে টাকা জমা নেয়া হয়। সেই টাকায় খামার থেকে গরু কিনে আনা হয়।
পশু বিক্রির আরো একটি বিজ্ঞাপনমূলক পোস্টার/ব্যানার
মসজিদ কর্তৃপক্ষ গরু জবাই ও মাংসম কাটার ব্যবস্থা করে । মাংস প্রস্তুত হবার পর বেশীর ভাগ ক্ষেত্রেই ৭ অংশীদারের বেশীর ভাগই মাংসের বড় কোন ভাগ নেন না। ২/৩ কেজি নিলেও পারেন । আর না নিলেও পারেন। বেশীর ভাগ মাংসই বিভিন্ন এতিম খানা ও দরিদ্র লোকদের মাঝে বিলি বন্টন করা হয়।
তবে প্রবাসী বাংলাদেশী যারা আছেন তারা তাদের দেশীয় নিয়মই মেনে চলার চেষ্টা করেন। ঈদুল আযহার দিন সকালে নামাজ শেষে সবাই পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এই বলেঃ সেলামাত হারি রায়া হাজি (Selamat Hari Raya Haji ) কিংবা সেলামাত হারি রায়া আইডিল আদহা (SELAMAT HARI RAYA AIDILADHA )। এ ছাড়া সেলামাত হারি রায়া কোরবান (Selamat Hari Raya Korban)বাক্যটিও দেখা যায়।
২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমরা সচেতন নই। এবং আমাদের মনের ভেতর অনেক অহঙ্কার কাজ করে। তাই আমাদের হয় না। তবে হতেও পারে।
২| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৭
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে অনেক আগে নিয়ম করে দেয়ার দরকার ছিলো যে, ১ গরু কোরবানী দিতে পারবে ৭ পরিবার মিলে।
২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটা হলে ভালো। কেননা, একটা প্রতিযোগিতা থেকে মানুষ বেঁচে যেতে পারতো। পশুও কম লাগতো।
৩| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৫
আলআমিন১২৩ বলেছেন: If you want to learn something ,learn it from Malaysia- not from Saudi Arabia or Iran.
২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধন্যবাদ। ভালো জিনিস যে কোন দেশ থেকেই শেখা সম্ভব।
৪| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশে যেভাবে হয় সেটারও এক ধরনের সৌন্দর্য আছে। মানুষও অনেক সচেতন অনেক। সচেতন না হলে দুর্গন্ধে শহরে থাকা যেত না। তবে উন্নত দেশের মত বাংলাদেশেও আলাদা করে স্লটারিং হাউসের মাধ্যমে বা মসজিদের মাধ্যমে(মালয়েশিয়া) কোরবানীর ব্যবস্থা রাখা উচিত। যারা আমার মত গরু কিনে, রেখে, লোক দিয়ে জবাই করে মাংস ভাগ করে মাংস আনতে বিরক্ত বোধ করে তাদের জন্য সুবিধা হয়...
২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধন্যবাদ। তবে আমার মনে হয় জনাব চাঁদগাজীর মন্তব্যও আমলে নেবার মতো। আপনরা কথাও ঠিক। আমাদের মাঝে অনেক বেশী সচেতনতা এসেছে। তবে ট্রাফিক নিয়ম মানার যেমন অভ্যাস আমাদের কম তেমননি রাস্তাঘাট, ঘরবাড়ি পরিস্কার রাখার ব্যাপারেও আমাদের সচেতনতা কম।
বিরাট ছাত্র আন্দোলনের পরও দেখি সাধারণ মানুষ তো বটেই্ অনেক ছাত্রছাত্রীও ট্রাফিক আ্ইন মেনে চলছেন না।
৫| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৫৪
নাবিক সিনবাদ বলেছেন: চমৎকার ব্যবস্থা
৬| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:২৪
হাসান কালবৈশাখী বলেছেন:
পাশের দেশ ইন্দোনেশিয়ায় কি অবস্থা?
২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পাশের দেশ ইন্দোনেশিয়ার কোন কিছু জানি না। দেখি খোঁজ নিতে হবে। তারা কি ভাবে কি করে।
৭| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৮
রাজীব নুর বলেছেন: সুন্দর নিয়ম।
৮| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১১
মোস্তফা সোহেল বলেছেন: সাজ্জাদ ভাই দেরিতে হলেও ঈদের শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৬
চাঁদগাজী বলেছেন:
এটা বাংলাদেশেও হবে।