নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

তুন মাহাথিরের দ্বিতীয় পর্বের শাসনকালের ১০০ দিন আজ।

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫১






হাস্যরসে ভরা বক্তব্য


মালয়েশিয়ার বহুল আলোচিত নেতা প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথিরের নতুন সরকার আজ ১০০ দিন পূর্ণ করলো।


২০০৩ সালে স্বেচ্ছায় অবসর নেবার পর জাতীয় প্রয়োজনে পুনরায় রাজীতিতে নামেন ৯৩ বছর বয়সী এই নেতা। নতুন দল গঠন করে নতুন কোয়ালিশন জোট গঠন করেন এই নেতা। সাবেক প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক যে নির্বাচন আগস্ট ২০১৮ তে হবার কথা সেটা ৯ মে ২০১৮ তে হবার আয়োজন করেন। নির্বাচনে সবাইকে তাক লাগিয়ে দিয়ে বিজয়ী হয় পাকাতান হারাপান জোট। ৬১ বছর পর ক্ষমতা থেকে বিদায় নেয় বারিসান ন্যাশনাল জোট।
মূলতঃ ব্যাপক দুর্নীতির কারণেই নাজিব সরকারের পতন ঘটে বলে বিশ্লেষকরা মনে করেন।


বিদেশী মিডিয়ার সামনে

ক্ষমতায় আসার পর মাহাথির দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছেন। সাবেক সরকারের অনেকেই দুর্নীতির তদন্ত চলছে। সাবেক প্রধানমন্ত্রীর নামে মামলা হয়েছে। বড় বড় মেগা প্রজেকট যাতে দুর্নীতির গন্ধ পাওয়া গেছে তা স্থগিত করা হয়েছে।
আলোচিত কর জিএসটি বাতিল করা হয়েছে। এখন মালয়েশিয়াতে ট্যাক্স হলিডে চলছে। ফলে জিনিসপত্রের দাম কমে গেছে। প্রতি লিটারে পেট্রোলে ৩০ সেন্ট করে ভর্তুকি দেয়া হচ্ছে। রাষ্ট্রীয় ঋণ পরিশোধ নিয়ে কাজ চলছে।

তবে মার্দেকা সেন্টারের ভাষ্যমতে, ২০১৮ সালের মে মাসের নির্বাচনের সময় তার সমর্থন যেখানে ছিল ৮৩ % তা এখন ৭১ % এ নেমে এসেছে।


১০০ তম দিবস পুর্তির প্রাক্কালে মাহাথির বলেন- একটি জাতিকে একটি স্থিতিশীল অবস্থায় আনার জন্য ৫ বছর যথেষ্ট সময় নয়। ৫ বছরের ম্যান্ডেটে পাকাতান হারাপান সরকার দেশের সব সমস্যার সমাধান করতে পারবে না।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১০

রাজীব নুর বলেছেন: আমাদের বর্তমান সরকারের তো দশ বছর হয়ে গেল। তাদের খবর টবর কি?

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি তো মনে হয় দেশেই থাকেন। খবর তো কম বেশী না জানার কথা নয়।

২| ১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১০

রাজীব নুর বলেছেন: আমাদের বর্তমান সরকারের তো দশ বছর হয়ে গেল। তাদের খবর টবর কি?

৩| ১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

আখেনাটেন বলেছেন: আপনি উনার আপডেট দিয়ে ভালো করছেন।

কী কী ইতিবাচক পরিবর্তন উনি আনলেন এই ১০০ দিনে বলে মনে হয় আপনার কাছে?

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইতিবাচক কিছু পোস্টে দেয়া আছে। তবে ছোট ছোট দল নিয়ে জোট করে দেশ চালানো কঠিন। যেখানে সরকারী কর্মকর্তা আর কর্মচারীরা সততার পরিচয় দেয় না।

৪| ১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


ওখানে বিদেশী শ্রমিক কি প্রয়োজনের তুলনায় বেশী আছে এখন?

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কারখানাগুলো দক্ষ লোক চায়। তরুণদের চাহিদা বেশী। আমাদের যারা ৪৫ বছরের বেশী বয়স হয়ে গেছে তাদের আর চাহিদা নেই। কিন্তু তারা দেশে যেতে চায় না। কারণ দেশে গিয়ে খাবে কী?

কারখানা আর নির্মান খাতের কাজ মালয়েশিয়ানরা করতে পারবে না। তারা অলস। এমনকি তামিলরা্ও এটা করবে না। কারা করবে, কারা করবে?

কারা আবার। আমাদের বাংলাদেশের শ্রমিকরা।

৫| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সাজ্জাদভাই,

ফ্যারাও ভায়ের সঙ্গে আমিও জানতে চাইছি ওনার বিগত শতদিনের একটি সদর্থক রিভিউ।


শুভকামনা জানবেন ।

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দাদা, এই পোস্টের চেয়ে বড় রিভিউ দেয়ার মতো সময় কই পাবো বলেন। পেটের দায়ে ছুটাছুটি করতে হয় দিনরাত।

আপনার জন্য শুভ কামনা। ভালো থাকুন সব সময়।

৬| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: সরি, আমি প্রতিমন্তব্যে চাইনি। আমি আপনার সুবিধামত এসম্পর্কে পোষ্টের অনুরোধ জানিয়ে রাখলাম। সেটাও আপনার পক্ষে সম্ভব হলে। কোনও অবস্থায় আপনার চাপ দিতে চাইনা ।

শুভকামনা আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.