নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

সুপার ইয়াটের পর এবার নজরে ঝো লাউ এর প্রাইভেট জেট

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৩

ঝো লাউ এর প্রাইভেট জেট, তুন মাহাথির ও ঝো লাউ

মালয়েশিয়ার আলোচিত -সমালোচিত মালয়েশিয়ান চাইনিজ ব্যবসায়ী ঝো লাউ এর সুপারইয়াট খানা শেষ পর্যন্ত সরকারের জিম্মায় নিয়ে এসেছে মাহাথির এর পাকাতান হারাপান জোট সরকার।

কিন্তু ঝো লাউ যে কেবল পানিতে প্রমোদ তরী চালাতেন তা নয়। আকাশে ভ্রমণের জন্য ছিল তার নিজস্ব বিমান।

"Tun M: A Forever Legacy" চিত্র প্রদর্শনী দেখছেন তুন ডাঃ মাহাথির


মাহাথির মোহামাদের নেতৃত্বে পাকাতান হারাপান সরকার ক্ষমতায় আসার পর ঝো লাউ দেশ থেকে পালিয়ে যান। তার সুপার ইয়াট আটকা পড়ে ইন্দোনেশিয়াতে। আর তার ব্যক্তিগত জেট টি এখন আটকা আছে সিঙ্গাপুরের সেলেতার বিমানন্দরে। বিমানটির মূল্য আনুমানিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলার অথবা ১৪৩ মিলিয়ন রিঙ্গিত।



আজ (১২ আগস্ট ২০১৮ রবিবার) রাজধানী কুয়ালালামপুরের পারদানা বিশ্ববিদ্যালয়ে তাকে নিয়ে আয়োজিত একটি চিত্র প্রদর্শনী পরির্দশনে গেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির বলেন, সরকার এখন তার জেটটির দিকে দৃষ্টি রাখবে। তিনি জানান, ঝো লাউয়ের প্রাইভেট জেটটি ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হবে।

পারদানা বিশ্ববিদ্যালয়ে আজ "Tun M: A Forever Legacy" শিরোনামে চিত্র প্রদর্শিত হয়।


আরো পড়ুনঃ

সেই বিলাস বহুল সুপার ইয়াটটি দেখতে গেলেন মাহাথির

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৪

কাওসার চৌধুরী বলেছেন: স্যলুট মাতাথিরকে; এমন রাষ্ট্রনায়ক আমরা চাই... B-)

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনাকে আজকাল প্রচুর ধকল সামলাতে হচ্চে। আমি বুঝি না এই ৯৩ বছর বয়সে কি ভাবে এই সব সামাল দেন।

২| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৮

জগতারন বলেছেন:
এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির বলেন, সরকার এখন তার জেটটি দিকে দৃষ্টি রাখবে।
তিনানি জান, ঝো লাউয়ের প্রাইভেট জেটটি ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হবে।


অবশ্যই এই বিমান প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির আনা উচিত; ইহা তাহার দায়ীত্বের মধ্যে পরে।
কারন ইহা মালয়শিয়া জনগনের সম্পত্তি।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই শেষ বয়সে উনার কর্মতৎপরতা দেখে আমি অবাক। আজকাল উনার উপর দিয়ে যে ধকল যাচ্ছে তা দেখলে যে কোন মানুষ অবাক হবে।

পৃথিবীর ইতিহাসে উনার মতো ব্যতিক্রম আর কখনো আসবে না।

৩| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০০

চাঁদগাজী বলেছেন:


মায়েশিয়াকে ভয়ানক অবস্হায় নিয়ে গিয়েছিল নাজিব; লাউ, কদু সবগুলোর বিচার হবে, মনে হচ্ছে!

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনার কর্মতৎপরতা চলছে। তবে উনাকে দেখলে মনে উনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন।
ঠক বাছতে মনে হয় গাঁ উজার হয়ে যাবে।

৪| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০১

তারেক ফাহিম বলেছেন: এমন একজন রাষ্ট্রনায়ক আমরা অাশা করতে পারি না।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দেশের সব মানুষ সৎ হলে, দেশ প্রেমিক হলে, কর্তব্য নিষ্ঠ হলে এমন নেতা তৈরী হতে দেরি লাগবে না।

৫| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: মাহাথিরকে স্যালুট

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিশ্বের ইতিহাসে মাহাথির এক জন বিরল নেতা।

৬| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪২

করুণাধারা বলেছেন: এই ধরনের খবর আমার কোনো মতেই জানা হতো না, যদি আপনি এভাবে post না দিতেন।

চমৎকার পোস্টটির জন্য ধন্যবাদ।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপুমণি, অনেকেই বলে- বিদেশের এই সব ফালতু পোস্ট দিয়ে কি লাভ? দেশে কত সমস্যা । সে গুলো নিয়ে কেন আমি লিখি না।

মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।

৭| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৪

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: তার মত আমাদের একজন নেতা চাই।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিধাতা সব দেশেই তাদের দেশের মানুষের উপযোগী নেতা পাঠান। তবে মানুষ তার মূল্যায়ণ সব সময় করতে পারে না।

৮| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৩

রাজীব নুর বলেছেন: গ্রেট।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তার মতো নেতা পৃথিবীর ইতিহাসে বিরল।
উনার প্রতি শ্রদ্ধা।

৯| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪০

পদ্মপুকুর বলেছেন: মাহাথির মোহাম্মদ কেবলই আমাদের হতাশা বাড়িয়ে চলেছেন। একদিকে উনি যখন দেখের রাঘববোয়ালদের নির্দ্বিধায় ধরছেন একের পর এক, সেখানে আমরা বাসের চাপায় পিষ্ঠ হওয়া থেকে বাঁচতে আন্দোলন করেও এই খাতের মাফিয়াদেরকের ধরাতে পারলাম না সরকারকে দিয়ে। যথারীতি আবার সড়কে হত্যা শুরু হয়েছে পুরোদমে। আজকের প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় যে দুমড়ানো মুচড়ানো বাইসাইকেলের ছবি প্রকাশিত হয়েছে, সেই সাইকেলটি আসলে পুরো বাংলাদেশেরই প্রতিচ্ছবি।

এই ব্লগে কিছু ব্লগার এই নিরাপদ সড়ক আন্দোলনকে নাকচ করে পোস্ট দিয়েে গিয়েছেন। এই ছবিটা যদি তাদের বিবেককে একটুও নাড়া দেয় আজ!

১০| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৪

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার উৎসাহ পেয়ে আবার শুরু করলাম।
ভালো থাকুন সব সময়।

১১| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৬

খায়রুল আহসান বলেছেন: সরকার একই সাথে সৎ এবং জনগণের আস্থাভাজন হলে জনকল্যাণমূলক অনেক কাজই করতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.