নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
মিডিয়া ব্রিফিং এ বেইজিং সফর নিয়ে কথা বলার এক পর্যায়ে তাঁর উপপ্রধানমন্ত্রী Datuk Seri Dr Wan Azizah Wan Ismail কে নির্দেশ করছেন মাহাথির
জাপান ও ইন্দোনেশিয়া সফর করার পর এবার চীন সফরের প্রস্তুতি নিচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির।তিনি চান খুব দ্রুত চীন সফর করতে। বিগত সরকারের আমলে ঋণ গ্রহণ নিয়ে কিছু অস্বচ্ছতা আছে বলে তিনি মনে করছেন।
তিনি মিডিয়া ব্রিফিং জানিয়েছেন, এ মাসে চীনা প্রেসিডেন্ট এর ব্যস্ততা বেশী থাকায় আগস্টে তার এ সফর অনুষ্ঠিত হবে।
ধারণা, করা হচ্ছে, তার এ সফর হবে খুবই গুরুত্বপূর্ণ। এই সফরে আগের সরকারের করা কিছু চু্ক্তির পর্যালোচনা করা হতে পারে।
চীনের কাছ থেকে নেয়া ঋণের সুদের হার নিয়ে চিন্তিত আছেন মাহাথির। এই সুদের হার ৩ %। মাহাথির বলেছেন, এই হার অনেক বেশী। সুদের হার অবশ্যই ৩% এর নীচে হতে হবে। এটা নিয়ে চীনের সাথে আলোচনা করতে হবে।
চীন মালয়েশিয়ার একটি বন্ধুপ্রতীম রাষ্ট্র। বিগত সরকারের আমলে মালয়েশিয়ার চীনের কাছ থেকে বড় অংকের ঋণ গ্রহণ করে। মাহাথির বলেছেন- সেই ঋণের সুদের হার যখন ঋণ নেয়া হয়েছিল সেই সময়ের যে কোন বিবেচনায় অনেক বেশী। এটা নিয়ে চীনের সাথে আলোচনা করতে হবে।
০৭ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কোন এক প্রবাদ বা কিছু একটাতে পড়েছিলাম, ঋণ করে হলেও ঘি খাও।
আমার নিজের বিশ্বাস, ঋণ করে ঘি কেন বিষও খাওয়া উচিত নয়। নিজে ইনকাম করে ঘি, গু সব খাওয়া যাবে।
২| ০৭ ই জুলাই, ২০১৮ সকাল ৮:১০
একদম_ঠোঁটকাটা বলেছেন: মাহাথির, ভারত থেকে পালানো ভারতীয় নাগরিক বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েক কে ভারতে প্রত্যর্পণ করতে অস্বীকার করেছেন এই বলে " জাকির নায়েক এখন মালায়সিয়ার নাগরিক। যতদিন না সে মালায়সিয়ার জন্য বিপদজনক নয়,ততদিন তাকে প্রত্যর্পণ করার প্রশ্ন ওঠে না"।
জাকিরের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ ছড়ানো ভাষণে যুবকদের প্ররোচিত করা, বেআইনি আর্থিক লেনদেন সহ বিভিন্ন অভিযোগে মামলা ঝুলছে।
বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টার অভিযোগে ৫১ বছরের জাকিরের বিরুদ্ধে ২০১৬-র সন্ত্রাস দমন আইনে প্রথম মামলা রুজু করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।
০৭ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনার প্রত্যাবর্তন বিষয়ে মালয়েশিয়ার একটি প্রধান মিডিয়ার খবর এই রকমঃ Dr Zakir Naik (pic) will not be extradited to India tonight, the Inspector-General of Police confirms.
Tan Sri Mohamad Fuzi Harun denied reports on online news portals, including ones based in India, that the controversial speaker will be handed over to Indian authorities on Wednesday night.
“It is not true. He will not be extradited to India tonight,” he told The Star on Wednesday (July 4).
Indian media had reported that the preacher is being deported on Wednesday.
৩| ০৭ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: বাংলাদেশে কি আসবেন? অথবা বাংলাদেশের প্রধানমন্ত্রী কি মালোশিয়া যাবেন?
০৭ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের মন্ত্রীদেরকে জিজ্ঞস করুন। তারাই বলতে পারবেন।
৪| ০৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২২
এখওয়ানআখী বলেছেন: ছবিতে মাহাথিরকে এযুগের হিটলার মনে হচ্ছে।
৫| ০৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫২
মেটাফেজ বলেছেন: আপনে দেখি পুরাই মালয়েশিয়ার মুখপাত্র হয়া গেছে ন সামুতে
০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পোস্ট দেয়ার কোন বিষয় খুজে পেলাম না তো তাই।
৬| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৮
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সাজ্জাদ ভাই,
জাপান, ইন্দোনেশিয়ার পরে এবার চিন। আশাকরি চিরাচরিত বন্ধুর সঙ্গে তাদের আলোচনা ফলপ্রসু হবে।
শুভকামনা আপনাকে।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুলাই, ২০১৮ সকাল ৭:২২
চাঁদগাজী বলেছেন:
ঋণের পরিমাণ ও হার নিয়ে মাথা ঘামানোর দরকার, নাজিব ভালোই ডাকাতী করেছে, মনে হয়