নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

জাহিদ হামিদীকে মাহাথিরের অভিনন্দন। তবে তাদের সাথে কোন কাজ নয়।

০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৫:১৩

প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির।


সাবেক উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদী (Datuk Seri Dr Ahmad Zahid Hamidi) UMNO – United Malay National Organization এর সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির। তবেই একই সাথে তিনি এও জানিয়েছেন যে, তার সরকার UMNO এর সাথে কাজ করবে না।

তিনি বলেন, তার দল তাকে ভালোবেসে সভাপতি নির্বাচিত করেছে। তাই আমি তাদেরকে অভিনন্দন জানাই। কিন্তু আমরা তাদের সাথে কাজ করবো না।

আজ ০১ জুলাই ২০১৮ নিজ নির্বাচনী এলাকা পর্যটন দ্বীপ লঙ্কাবীতে মিডিয়ার সাথে আলাপকালে তিনি এই সব কথা বলেন।


উল্লেখ্য, সাবেক উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদী UMNO – United Malay National Organization এর নেতা নির্বাচিত হয়েছেন। বিভাগীয় ভোটের দৌড়ে তিনি মোট ১৯১ টি ভোটের মধ্যে হামিদী পেয়েছেন ৯৩ ভোট আর সাবেক যুব নেতা খাইরী পেয়েছেন ৫১ ভোট। ।

নতুন সভাপতি জাহিদ হামিদী

UMNO – United Malay National Organization. মূলতঃ এটি মালয় জাতির প্রধান রাজনৈতিক প্লাটফরম। স্বয়ং মাহাথিরও একে খুব পছন্দ করেন। কেবল মাত্র দুর্নীতিবাজদেরকে হঠাতে তিনি এর বিপরীত আলাদা দল গঠন করেছেন।

৯ ই মে ২০১৮ এর পার্লামেন্ট নির্বাচনে ৬১ বছর ক্ষমতায় থাকা বারিসান জোট পরাজিত হয়। এই পরাজয় তার কাছে হয় যিনি এক সময় বারিসান জোটের প্রধান নেতা ছিলেন। তিনি মাহাথির।
বারিসান জোটের প্রধান দল
নির্বাচনের পরাজয়ের পরের দিনই সাবেক প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক পার্টির সভায় United Malay National Organization এর সভাপতির পদ থেকে ইস্তফা দেন। সাবেক উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদী ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব নেন।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৫:২০

অচেনা হৃদি বলেছেন: আচ্ছা গ্রান্ডফাদার মাহাথির স্যার আর কতদিন এভাবে এক্টিভ থাকবেন ? আমাদের দেশে উনার বয়সী লোকগুলো তো ঠিক মত টয়লেট পর্যন্ত যেতেও পারে না, যেখানে সেখানে ময়লা করে ফেলেন ।
হিহিহি...
ভাইয়া মাহাথির দাদাকে আমার সালাম জানাবেন । ;)

০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনার একটা ফেসবুক পেজ আছে। আপুমনি,ইচ্ছে করলে সালাম জানাতে পার।

২| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:



মাহাথির কি কি খায় জেনে নেবেন তো!

০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, মনে হয় খোচা দিয়ে কথাটি বললেন। তিনি কি আমাকে বলবেন যে তিনি কি খান? তাকে আমার ভালো লাগে। আমি চাই আমাদের দেশের নেতারা তার মতো হোক।

ধন্যবাদ, স্যার।

০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাহাথিরের স্বাস্থ্যবান ও শক্তিশালী থাকার গোপন রহস্য!

৩| ০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

কাওসার চৌধুরী বলেছেন:


জাহিদ হামিদীকে অভিনন্দন।

০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধন্যবাদ, স্যার। আপনি সব সময়ই আগে আগে । আপনার কোন তুলনা হয় না।

৪| ০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

ঢাবিয়ান বলেছেন: মাহাথীরের উচিৎ এখন তার যোগ্য উত্তরসুরী গড়ে তোলা, যে তার অবর্তমানে দেশকে সঠিক নেতৃত্ব দেবে।

০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দলে গনতন্ত্রের চর্চা থাকলে নতুন নেতা বের হতে সময় লাগে না। তারা সেটা করে। কিন্তু সমস্যা তো আমাদের দেশে।

৫| ০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

টারজান০০০০৭ বলেছেন: মালেশিয়াও আর কোন মহাথির পাইবে না ! ইহাই শেষ মহাথির ! মুসলিম জাতীয়তাবাদীরা দুনিয়া হইতে বিদায় নিতেছে ! যাহারা আসিতেছে তাহারা পশ্চিমা সাম্রাজ্যবাদীদের মাইনকা চিপার বাসিন্দা !

০১ লা জুলাই, ২০১৮ রাত ৮:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি কোটি টাকা দামের একটি মন্তব্য করেছেন,স্যার। আর এই কারণেই আমি মাহাথিরকে নিয়ে পোস্ট দিই। বিধাতার এক অনন্য নজীর এই নেতা মাহাথির। আর আসবে না্। না মালয়েশিয়াতে । না অন্য কোন দেশে। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি এই ভেবে যে, ২০১৫ সাল থেকে এই নেতার সব কর্মকান্ড দেখে আসছি। ৯ই মে নির্বাচনেরও আমি এক জন চাক্ষুস সাক্ষী। তিনি আসলেই মহান নেতা।

৬| ০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

নাজিম সৌরভ বলেছেন: ভাই টারজান, সুন্দর একটা কথা বলছেন । আপনার কথাতে লাইক ।

০১ লা জুলাই, ২০১৮ রাত ৮:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি ও সঠিক কথা বলিয়াছেন। টারজান সাহেব সঠিক কথা বলিয়াছেন। উনার কথার দাম আছে।

৭| ০১ লা জুলাই, ২০১৮ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: মাহাথিরের কি বিদেশে বাড়ি আছে?
আমাদের মন্ত্রীদের বাড়ি আছে। হা হা
তার মানে আমরা এগিয়ে।

০১ লা জুলাই, ২০১৮ রাত ১০:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দেশে থাকার মতো পরিবেশ থাকলে বিদেশে বাড়ি থাকার কোন দরকার আছে বলে তো মনে হয় না। দেশে থাকার পরিবেশ চাই। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।

৮| ০১ লা জুলাই, ২০১৮ রাত ১১:১২

পদাতিক চৌধুরি বলেছেন: আমারও অভিনন্দন রইল নুতন সভাপতিকে।

শুভ কামনা প্রিয় সাজ্জাদ ভাই।

০১ লা জুলাই, ২০১৮ রাত ১১:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার অসাধারণ দাদার মন্তব্য পেলে এতো বেশী ভালো লাগে যে ভাষায় প্রকাশ করতে পারবো না । শুভ কামনা। শুভ রাত্রি।

৯| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১২:১১

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় সাজ্জাদ ভাই,

আমি একজন অত্যন্ত সাধারণ নবাগত ব্লগার। প্লীজ আমাকে এরকম বিশেষণ দিয়ে লজ্জায় ফেলবেন না। আমি ব্যক্তিগত ভাবে প্রবাসী ব্লগারদের লেখাটা বেশি মন দিয়ে পড়ি। যেহেতু আমার পক্ষে মালয়েশিয়া ডেনমার্ক, কানাডা সৌদী প্রভৃতি দেশে ঘোরা সম্ভব নয় জেনে। অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতই। কাজেই আমাকে খুবই সাধারন হিসাবে মেশার সুযোগ দিন।


অনেক শুভ কামনা প্রিয় ভাই ও পরিবারকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.