নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

দক্ষ বিদেশী কর্মীদেরকে স্বাগত জানাতে চান মাহাথির।

২৯ শে জুন, ২০১৮ ভোর ৫:৫৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির মোহামাদ


মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির বলেছেন, মালয়েশিয়া দক্ষ বিদেশী কর্মীদেরকে যেমন, আইটি বিশেষজ্ঞদেরকে সব সময়ই স্বাগত জানায়।
এই ধরনের দক্ষতা সম্পন্ন লোক যাদেরকে আমাদের প্রয়োজন আমরা তাদেরকে আমন্ত্রণ জানাতে চাই। তারা এই দেশে এসে থাকতে পারেন; এমনকি তারা চাইলে এদেশের নাগরিকও হতে পারেন।

আমরা চাই মেধা সম্পন্ন আরো লোক মালয়েশিয়াতে আসুক ও বসবাস করুক এবং আমাদের শিল্পায়নে তাদের অবদান রাখুক।

প্রধানমন্ত্রী ব্যাখ্যা করে বলেন, সরকার বিদেশী কর্মীদের ব্যাপারে একটি যথাযথ পলিসি তৈরীর ব্যাপারে কাজ করেছে।

প্রধানমন্ত্রী গতকাল ২৮ জুন ২০১৮ তে American Malaysian Chamber of Commerce এর একটি মধ্যাহ্ন ভোজন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।

প্রধানমন্ত্রী (নাম উল্লেখ না করে) বলেন, একটি কোম্পানী কোন প্রকার টেন্ডার ব্যতীত বিদেশেী কর্মী আনার কাজ পেয়েছিল এবং এর মাধ্যমে তারা প্রচুর নগদ টাকা কামিয়েছে।এই সব কিছুরই তদন্ত করা হবে।

উল্লেখ্য যে, বিদেশী কর্মী নিয়ে মালয়েশিয়াতে এখন তুমুল আলোচনা চলছে।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৮ ভোর ৬:২৬

কাওসার চৌধুরী বলেছেন: শুভ সকাল, প্রিয় সাজ্জাদ ভাই। প্রধামন্ত্রী মাহাথিরে সিদ্ধান্তটি খুব সময়োপযোগী ও বুদ্ধিদীপ্ত। আর আগের সরকারের বিদেশী কর্মী নিয়োগে তদন্তের বিষয়ট শুনে ভাল লাগলো।

শুভ কামনা মাহাথিরের জন্য।

০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা। আপনি খুব সুন্দর সুন্দর মন্তব্য করেন। আমি যে সব পোস্ট পড়ি তার প্রায় প্রতিটিতেই আপনার মন্তব্য থাকে। সেই মন্তব্যও হয় খুব শিক্ষণীয়।

আপনি ভালো থাকুন।

২| ২৯ শে জুন, ২০১৮ ভোর ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


মালয়েশিয়ায় প্রয়োজনের তুলনায় বেশী অদক্ষ শ্রমিক নিয়েছে গত সরকারের সময়

২৯ শে জুন, ২০১৮ রাত ৯:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার,বাংলা‌দেশ থে‌কে যে সব শ্র‌মিক আনা হ‌য়ে‌ছে তা‌দের ম‌ধ্যে দক্ষ শ্র‌মিক নাই বল‌লেই চ‌লে। এরা পড়া‌শোনা জা‌নে না। ত‌বে কষ্ট করার ক্ষমতা অসীম। তাই গরম তপ্ত রো‌দে নির্মাণ কাজ ক‌রে যা‌চ্ছে তারা। প্রচুর প‌রিমা‌ণে মারাও যা‌চ্ছে তারা।

৩| ২৯ শে জুন, ২০১৮ ভোর ৬:৫৩

সিগন্যাস বলেছেন: তাদের শ্রমিক দরকার।আমাদের সময় এখনো আসেনি

৩০ শে জুন, ২০১৮ ভোর ৬:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হতেও পারে। তবে তিনি যদি উদ্যোগ নেন সবার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ।

৪| ২৯ শে জুন, ২০১৮ সকাল ৭:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল সুপ্রিয় সাজ্জাদ ভাই,
মালয়েশিয়া সরকারের উদ্যোগকে সম্মান জানাই। বিদেশি মূলত এশিয়ানরাই আসুন। যোগ্য মর্যাদা পান। একটা সুস্থ পরিবেশ তৈরীা হোক। আন্তর্জাতিক ক্ষেত্রেও একটি নুতন মঞ্চ তৈরী হোক।যাতে আগামীতে অন্যান্য দেশগুলি এই পদক্ষেপকে ফলো করে এক নতুন বিশ্ব তৈরী করতে পারে, কামনা করি।

শুভেচ্চা রইল।

৩০ শে জুন, ২০১৮ ভোর ৬:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ সকাল, দাদা। দাদা, মাইগ্রেশন বা দেশান্তরী হয় তো আমাদের মতো গরীব দেশের গরীব মানুষরাই। যারা দেশে পর্যাপ্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। উন্নত দেশের কোন মানুষ তো নিতান্ত বিপদে না পড়লে দেশান্তরী হবে না।

নিজের দেশে সুন্দর ভাবে বেঁচে থাকার মজাই অন্যরকম। যেটা অন্যের দেশে কখনো পাওয়া যায় না। তারপরও মানুষ দেশান্তরী হয় । হতে হয় ।

আপনি অনেক অনেক ভালো থাকুন। আপনার জন্য শুভ কামনা সব সময়।

৫| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: বাংলাদেশিদের জন্য কি খবর আছে সাজ্জাদ ভাই?

৩০ শে জুন, ২০১৮ ভোর ৬:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাইয়া, আমার কাছে কোন খবর নাই। আমার কাছে যেটা খবর সেটা হলো ভালো প্রফেশনাল কাজের দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতা না থাকলে কেবল কায়িক শ্রম বিক্রি করতে বিদেশে না যা্ওয়াই উত্তম। ধন্যবাদ আপনাকে । ভালো থাকুন সব সময়।

৬| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫০

শামচুল হক বলেছেন: বাংলাদেশিদের কি অবস্থা?

৩০ শে জুন, ২০১৮ ভোর ৬:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রিয় কথাকার, বাংলাদেশীরা তো নিজ দেশেই ভালো থাকে না। অন্যের দেশে আর কত ভালো থাকবে বলুন।
প্রফেশনাল কাজের দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতা না থাকলে কেবল কায়িক শ্রম বিক্রি করতে বিদেশে না যাওয়াই অতি উত্তম।

৭| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:১০

প্রামানিক বলেছেন: বাঙালিরা এর সুবিধা পেলে ভালো হতো।

০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি নিজে যেটা চাই সেটা হলো সবার জন্য নিজ নিজ দেশে কাজ। অন্যের দেশে গিয়ে কাজ করার মাঝে খুব গৌরব নেই।

৮| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের রাজনীতিবিদরা মাহাথিরের কাছ থেকে শিক্ষা নেয় না কেন?

০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালো ছাত্ররাই বেশী শিখতে চায়। খারাপ ছাত্রদের শেখার আগ্রহ কম। ছাত্র জীবনে দেখেছি। এখনো দেখি।

৯| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:২৯

ফেনা বলেছেন: বাংলাদেশের নেতারা বিদেশী নেতাদের ভাল গুনটা নিতে পারে না। বেছে বেছে খারাপ; বদ অভ্যাস গুলি নেয়ে আসে।
এইটা আমাদের কপালের দোষ। তা না হলে বেছে বেছে খারাপ মানষ গুলিকে কেন নেত্রীত্ত দেই!!!!

০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কেবল নেতারা নন। আমরা সাধারণ মানুষরাও বিদেশীদের কাছ থেকে ভালো কিছু শিখতে চাই না। যদি শিখতে পারতাম তাহলে দেশটা কবেই্ উন্নত হয়ে যেত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.