নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
( জনগণের অংশগ্রহণে সর্বশেষ জমার পরিমাণ )।
-১-
দুদিনের রাষ্ট্রীয় সফরে আজ ইন্দোনেশিয়া যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির । এটা হবে তার দ্বিতীয় বিদেশ সফর। এর আগে তিনি জাপান সফর করেন।
ইন্দোনেশিয়া আসিয়ান জোটের একটি প্রভাবশালী দেশ। প্রতিবেশী এ দেশটি মালয়েশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি মালয়েশিয়ার প্রতিবেশী দেশ ও বন্ধু রাষ্ট্র। ইন্দোনেশিয়া অনেক বড় একটি দেশ। পৃথিবীর সব চেয়ে বড় মুসলিম দেশ এটি।
২০১৭ সালে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ৭২.৬৩ বিলিয়ন রিঙ্গিত যা ২০১৬ সালের তুলনায় ২২% বৃদ্ধি পেয়েছিল। বৈশ্বিক ভাবে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার ৭ম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার আর আসিয়ান জোটের ক্ষেত্রে এই এটি তৃতীয়।
-২-
রাষ্ট্রীয় দেনা পরিশোধের জন্য মাহাথির কর্তৃক গঠিত এই ফান্ডটির নাম Tabung Harapan Malaysia (THM) নামে গঠিত ফান্ডে দেশের যে কোন লোক রাষ্ট্রীয় দেনা থেকে মালয়েশিয়াকে পরিত্রাণ পেতে অর্থ সহায়তা করতে পারবে। মালয় ভাষায়- Tabung Harapan Malaysia এর ইংরেজি হচ্ছে Hope Fund Malaysia ।
২৭ জুন ২০১৮ তারিখ পর্যন্ত সর্বশেষ আপডেটে, এই ফান্ডে জনগণ কর্তৃক জমাকৃত অর্থের পরিমাণ ১২৭ মিলিয়ন ছাড়িয়ে গেছে।
মাহাথির যেন হ্যামিলনের এক বাশিঁওয়ালা। সবাই তার ডাকে অভুতপূর্ব সাড়া দিয়েছেন। এটি একটি প্রতীকী অনুদান। সবাই যেন ঋণের ব্যাপারে সতর্ক হয়। তিনি এই ক্ষেত্রে সফল এটা বলাই যায়।
-৩-
১০ মে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন মাহাথির। ২১ মে পর্যন্ত একাই সামাল দেন পুরো কেবিনেট। ২২ মে তার কেবিনেট । সদস্য সংখ্যা তিনি সহ ১৪। গুরুত্বপূর্ণ অনেক মন্ত্রণালয়ে এখনো মন্ত্রী নেই। তাকেই সামলাতে হচ্ছে এই সব মন্ত্রণালয়। আশা করা যায় ২ জুলাই এর পর তার কাজের চাপ কমে আসবে।
মাহাথির জানিয়েছেন, ২ জুলাই পার্লামেন্ট অধিবেশন বসার আগেই নতুন মন্ত্রীরা শপথ নেবেন। তাদের তালিকা চূড়ান্ত। তালিকাটি রাজার কাছে পাঠানো হয়েছে। এখন রাজা সময় দিলেই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে।
২ জুলাই পার্লামেন্ট অধিবেশন বসবে। এই প্রথম মালয়েশিয়াতে এক জন মহিলা স্পিকার হতে পারেন বলে জোর আলোচনা আছে।
২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দাদা,
আপনি আমার প্রিয় ভ্রাতা যাকে আমার খুব কাছের মনে হয় তার কাছ থেকে সুন্দর সুন্দর মন্তব্য পেতে খুবই ভালো লাগে। আপনার অনেক চিন্তাধারা আছে যা আসলেই খুব উচুমানের।
আপনি অনেক অনেক ভালো থাকুন। আপনার সুন্দর লেখনী দ্বারা আমাদের জ্ঞান চর্চার পথ আরো সুগম করুন।
আপনার জন্য হৃদয়ের গভীর থেকে জানাই শুভ কামনা।
২| ২৮ শে জুন, ২০১৮ সকাল ৭:২৬
সিগন্যাস বলেছেন: মালয়েশিয়ার উন্নতি মাঝ পথে থেমে গিয়েছিল।এখন মনে হচ্ছে মাহাথির আবার সেটা ফিরিয়ে আনবেন
২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তার সামনে মহা চ্যালেঞ্জ। সাবেক প্রধানমন্ত্রীর বাসায় আটক হওয়া জিনিসপত্রের খবর দিয়ে আজকের পত্রিকা ঠাসা। তবে মাহাথির হয়তো পারবেন। কিন্তু তার হাতে সময় খুব কম। বয়স খুব বেশী।
৩| ২৮ শে জুন, ২০১৮ সকাল ৯:১১
চাঁদগাজী বলেছেন:
আমাদের প্রেসিডেন্টেরও ১টা ফান্ড আছে; উহার নাম কি?
২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার,
বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলাদেশকে ভালোবাসি। কিন্তু এর চেয়ে বেশী আমার করার কিছু আছে বলে মনে হয় না। আমি নিজেও জীবনে খুব একটা সুযোগ পাইনি। তবু, I love Bangladesh and Bangladesh is my love.
৪| ২৮ শে জুন, ২০১৮ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: আপনি কিন্তু যে কোনো পত্রিকা অথবা অনলাইনে মালোশিয়ার প্রতিনিধি হিসেবে কাজ করতে পারেন।
২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, এই পেশাটি এক সময় ভালো ছিল। আমি ছাত্রজীবনে ঢাকার একটি পত্রিকার হয়ে কাজ করতাম। আমি সেই পত্রিকার কাছে আজীবন ঋণী। কেননা, সেই পত্রিকা আমাকে প্রচুর আর্থিক সহযোগিতা করেছে। নইলে আমি হয়তো স্নাতক পাস করতে পারতাম না। সেই পত্রিকার ঋণ শোধ করার কোন ক্ষমতা কিংবা ইচ্ছে কোনটাই আমার নেই। আমি তার কাছে চিরকাল ঋণী থাকতে চাই।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৫| ২৮ শে জুন, ২০১৮ সকাল ১১:১৫
খাঁজা বাবা বলেছেন: আমাদের দেশে এমন ফান্ড করলে কেউ তাতে স্বেচ্ছায় টাকা দেবে না
সবাই চিন্তা করবে এই ফান্ড দিয়ে মন্ত্রীরা স্মার্টফোন কিনবে।
কিছু কর্পোরেট হাউজ হয়ত চাপে পরে কিছু টাকে দেবে
কাজের কাজ কিছুই হবে না।
২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আামাদের দেশে বন্যা বা ঘুর্ণি ঝড়ের সময় মানুষ প্রচুর দান করেন। তবে আমাদের সিস্টেম উন্নত হলে মানুষ দান করতেও পারে। আমাদের দেশের সাধারণ মানুষ খুবই ভালো। তাদেরকে প্রচুর সুযোগ দেয়া দরকার।
আপনি অনেক অনেক ভালো থাকুন।
৬| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৯
সৈয়দ মূসা রেজা বলেছেন: আরো চাই।
২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইনশাআল্লাহ। সবই হবে। তিনিই দেবার মালিক।
৭| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মাহাথির আবার মালয়েশিয়াকে উন্নতির স্বর্ণশিখরে পৌঁছে দিতে পারবেন।
২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হতেও পারে। মালয়েশিয়ার কিছু সুবিধা মানে প্লাস পয়েন্ট আছে যেটা বাংলাদেশের নেই।
১। এখানে প্রাকৃতিক দুর্যোগ নেই বললেই চলে। বন্যা, ঘুর্ণিঝড় এই জাতীয় জিনিস হয় না বা খুবই কম হয়।
২। রাজনৈতিক হাঙ্গামা নেই।
৩। হরতাল, মিছিল, ভাঙ্গচুর নেই। পোস্টার বার ব্যানারের ছড়াছড়ি নেই। মানুষ সবাই নিজেকে নেতা পরিচয় দেয় না।
৫। পারতপক্ষে মানুষ দেশের কোন ক্ষতি করে না।
৬। বিদেশেীরা বিনিয়োগ করলে কোন কমিশন দিতে হয় না। বরং উৎসাহ দেয় সরকার।
আরো আছে। ভেবে বলতে হবে।
অনেক ধন্যবাদ। ভালেঅ থাকুন।
৮| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: সাজ্জাদ ভাই,১লা জুলাই থেকে নাকি মালেশিয়াতে অবৈধ শ্রমিকদের ধর-পাকড় শুরু হবে?
ওদেশে যারা অবৈধ আছে তাদেরকে সরকার ভিসা দিবে না?
২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাইরে, মানুষের হাহাকার আসতে বাকি নাই। প্রচুর মানুষ হয়তো উপায় না পেয়ে দেশে ফিরে যাবে। আমি ভাবছি, তাদের সংসার চলবে কি করে?
যারা এখানে ১০ বছর বা তার বেশী সময় ধরে কাজ করছেন তাদেরকে ভিসা না দেয়ার ঘোষণা এসেছে মাহাথির সরকার থেকে। তারা নতুন লোক আনবে। পুরাতন লোক রাখবে না। এটা তাদের পলিসি। মাহাথির নিজে বিদেশী শ্রমিক নির্ভরতা কমাতে চেয়েছেন আগের মেয়াদেও। তিনি তার দেশের জন্য যেটা ভালো সেটা তো করবেনই।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৯| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩০
সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: ভাইয়া,অবৈধ শ্রমিকদের ধরপাকরে ব্যাপারে একটু বিস্তারিত জানাবেন।
২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এ ব্যাপারে আপনি সম্ভবত আমার চেয়ে বেশী জানেন। আমি একটু অসু্স্থ। আজ হাসপাতাল থেকে এলাম। পোস্ট লেখার ইচ্ছে থাকলেও শরীর সাপোর্ট করছে না। আপনি আমার হয়ে একটি পোস্ট দিন।
হাহাকার আর আর্তনাদ যে খুব কাছে এটা এখন প্রবাসীরা প্রায় সবাই জানে।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০১৮ ভোর ৬:১১
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাক সাজ্জাদ ভাই। প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে শুভেচ্ছা। পাশাপাশি টি. এইচ. এমের উপকারিতা বুঝে উপমহাদেশের দেশগুলি যদি এরকম ফান্ড তৈরী করে তাহলে দেশের পক্ষে মঙ্গল হতে বাধ্য। কাজেই ওনার উদ্যোগ সাধুবাদের যোগ্য।
শুভ কামনা জানবেন।