নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

ঈদে ৫৫,০০০ মানুষের সাথে করমর্দন করেছেন মাহাথির!

১৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:২০

ঈদ ওপেন হাউস অনুষ্ঠানে সমবেত অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির। বামে প্রধানমন্ত্রী পত্নী সিতি হাসমা ও ডানে উপপ্রধানমন্ত্রী উয়ান আজিজাহ।

গতকাল ১৫ ই জুন ২০১৮ শুক্রবার মালয়েশিয়াতে আবার মাহাথির যুগের প্রথম ঈদ পালিত হয়। মাহাথির মানেই জনতার ভালোবাসা আর আবেগের বহিঃপ্রকাশ।

অনেক বছর পর আবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন আধুনিক মালয়েশিয়ার স্বপ্নদ্রষ্টা তুন ডাঃ মাহাথির মোহামাদ। আর দায়িত্ব নেবার পর এই প্রথম ঈদ উদযাপন করলেন তিনি। ঈদের দিন প্রধানমন্ত্রীর সরকারী বাস ভবন Seri Perdana –তে আয়োজন করা হয় এক ‘ওপেন হাউস” অনুষ্ঠানের । হাজারো মানুষের সমাবেশ ঘটে এখানে।

হ্যান্ডশেক করার ছবিটিও নিতে চায় সবাই।

এই অনুষ্ঠানে ৮০ হাজার অতিথি প্রধানমন্ত্রীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসেন। তাদের সাথে হাসি মুখে শুভেচ্ছা বিনিময় করা ছাড়াও হ্যান্ডশেকক করেছেন প্রধানমন্ত্রী। তুন মাহাথির বলেন, ‘ আমি প্রায় ৫৫ হাজার জন অতিথির সাথে করমর্দন করেছি। আমি খুব আশংকা করছিলাম যে আমার হাত শরীর থেকে খসে পড়ে যাবে। আল্লাহকে ধন্যবাদ যে আমার হাত ঠিকই আছে। আমি এখনো আারো অতিথির সাথে হ্যান্ডশেক করতে সক্ষম’। যারা তার সাথে করমর্দনের সুযোগ পাননি তিনি তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩১

স্রাঞ্জি সে বলেছেন: জয় মাহাথির

১৭ ই জুন, ২০১৮ ভোর ৬:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক।

২| ১৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৯

সৈয়দ তাজুল বলেছেন: তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।



মাহাথির ও আপনাকে ঈদের শুভেচ্ছা।

সাজ্জাদ ভাই, আপনি হাত মিলাতে পারলেন?

১৭ ই জুন, ২০১৮ ভোর ৬:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক। নারে ভাই। আমার হাত কি আর অত লম্বা!

৩| ১৬ ই জুন, ২০১৮ দুপুর ১:০৭

সনেট কবি বলেছেন: দারুন ভাল লাগল। ঈদ মোবারক।

১৭ ই জুন, ২০১৮ ভোর ৬:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক। প্রিয় সনেট কবি। আপনি অনেক অনেক ভালো থাকুন।

৪| ১৬ ই জুন, ২০১৮ দুপুর ১:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদমুবারক।

১৬ ই জুন, ২০১৮ দুপুর ১:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক।

৫| ১৬ ই জুন, ২০১৮ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: পৃথিবীর সবচেয়ে সুন্দর ইদ পালিত হয় বাংলাদেশে

ইদ মোবারক ।

১৭ ই জুন, ২০১৮ ভোর ৬:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক।
নিজের দেশ সবার কাছেই সেরা।

৬| ১৬ ই জুন, ২০১৮ দুপুর ২:৩০

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা।

মাহাথির মানুষকে ভালোবেসে নিজেও ভালোবাসা পেয়েছেন

১৭ ই জুন, ২০১৮ ভোর ৬:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, ঈদ মোবারক। আপনি অনেক ভালো থাকুন। আপনার পলিটিক্যাল এনালিসিস চলতে থাকুক।

৭| ১৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: মাহাথিরের ঈদ উৎসব পালনের রীতি জেনে খুশি হলাম। পাশাপাশি আপনার ও পরিবারের জন্য রইল ঈদ মোবারক ।

১৭ ই জুন, ২০১৮ ভোর ৬:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক।দাদা, আপনার জন্য শুভ কামনা। কিন্তু আপনার লেখার আয়তন কমে যাচ্ছে।

৮| ১৭ ই জুন, ২০১৮ ভোর ৬:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সাজ্জাদ ভাই, গৃহ যুদ্ধের আশঙ্কায় বাড়িতেৃ পোষ্ট লিখতে সমস্যা আছে,আবার কর্মস্থলে আছে কাজের চাপ। সেক্ষত্রে সন্ধে বেলা মশার কামড় খেতে খেতে ব্লগিং করাটা তুলনায় নিরাপদ। তবে আমার গতকাল একটি পোষ্ট ছিলৃ।আপনি হয়তো কাজের চাপে খেয়াল করেননি। যাইহোক, অনেক ভালো লাগা আপনাকে।

শুভ কামনা জানবেন।

২০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দাদা, আসলেই আমার ব্যস্ততা বেড়ে গেছে। আগের মতো আর ব্লগে আসতে পারি না। তবে আপনার সুন্দর সুন্দর লেখা ঠিকই সময় করে পড়ে নিই। আপনার লেখা না পড়লে বিরাট লস। জীবনে লসের পরিমাণ আর বাড়াতে চাই না। আপনার জন্য সীমাহীন শুভ কামনা।

৯| ১৭ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৬

বৃষ্টি বিন্দু বলেছেন: সাজ্জাদ ভাভাই, আপনাকে জানাই ঈদুল ফিতর এর অনেক অনেক শুভেচ্ছা।
ঈদ মোবারক।

১৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক। আপনি অনেক অনেক ভালো থাকুন। আপনার জীবন হোক অনেক সুন্দর।

১০| ১৭ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৬

বৃষ্টি বিন্দু বলেছেন: প্রবাসে ঈদ কাটলো জানাবেন!

১৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দেখি সময় পাই কিনা। সময় পেলে লিখব। সময়ের বড় অভাব।

১১| ১৯ শে জুন, ২০১৮ ভোর ৬:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ঈদ আনন্দ কেমন হলো ?

২০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাইয়া, আ‌মি সব সময়ই আন‌ন্দে থা‌কি। ঈ‌দের সময় আনন্দটা ডবল হ‌য়ে যায় এই আর কি? আপনার ঈদ কেমন হ‌লো?

১২| ২০ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এবার গ্রামে যাইনি। শহরেই ঈদ করেছি।

ভালই হয়েছে এক প্রকার।

২০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জেনে খুব ভালো লাগলো। জীবন অনেক সুন্দর। সবাইকে এর আস্বাদ নিতে হবে।

১৩| ২৩ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় সাজ্জাদ ভাই। ১৬ তারিখের পর আর কোনও পোষ্ট নেই যে। কেমন আছেন বা ঈদ কেমন কাটলো এবং আমাদের দুই ভাইপো/ ভাইঝি কেমন আছে, জানার অপেক্ষায় থাকলাম।

অনেক শুভ কামনা আপনাকে।

২৩ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাইয়া, নানান ঝামেলায় আছি। শরীর খুব একটা সাপোর্ট দেয় না। পেটের ধান্ধা থাকে। আরো কিছু টেনশনমূলক ব্যাপার ছিল। এরই মধ্যে মাথার মধ্যে বেশ কিছু পোস্টের আইডিয়া ঘুর ঘুর করছিল। কিন্তু সময় আর সুযোগের অভাবে লিখতে পারিনি। ব্লগের মায়ায় তারপরও লগ ইন করতাম। কিন্তু পোস্ট দেবার মতো সময় পেতাম না। আমি খুব ছোট একটা কাজ করি। এটা আমার একটা কষ্ট। এই কষ্টের কথা কাউকে বলি না। আপনাকে বলে ফেললাম।

আমার বা্বুরা ভালো আছে। আমার টেনশন মূলতঃ তাদেরকে নিয়েই । আমি তো কোন ভাবে চলে যাচ্ছি ওরা কেমন থাকবে এই প্রতিযোগিতাপূর্ণ দেশে।

আপনি আমার খোঁজ খবর নিলেন । খুব ভালো লাগলো। আপনার ও আপনার পরিবারের প্রতি হৃদয়ের গভীর থেকে শুভ কামনা রইলো। আপনি অনেক অনেক ভালো থাকুন সব সময়। জীবন হোক সুন্দর। আপনার সুন্দর সুন্দর লেখা আমার সুস্থ বিনোদনের খোরাক ।

১৪| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সাজ্জাদ ভাই, দেখলাম আপনার বর্তমান কাজটি নিয়ে বেশ চিন্তিত আছেন। তবে আমার মনে হয় জব satisfaction খুব কম মানুষের আছে। তবুও সংসার হয়ে গেছে, নিজের সীমাবদ্ধ ক্ষমতা নিয়েই এগিয়ে যেতে হবে। বাচ্চারা বড় হচ্ছে, এটা নিয়ে আপনি হীনমন্যতা ফিল করলে ওদের ব্যক্তিত্ব বিকাশে বিঘ্ন ঘটবে। কাজেই বেটার অপশন সর্বদা ওয়েলকাম, কিন্তু প্রেজেন্সকে কখনই ছোট হিসাবে দেখবেননা। আমার নিজেরও যে এই সমস্যা নেই তা নয়, তবে আমি চেষ্টা করেছি উপরে ওঠার পারিনি। পাশাপাশি এই সমস্যা মুখে বললে আমার চারপাশের অনেকেই যারা আমার শুধু মুখের বন্ধু যে আনন্দ পাবে জানি। কখনই নিজের কষ্ট তাদের সঙ্গে শেয়ার করে তাদের বিনোদন দিতে আমি রাজি নই।

এজন্য দূরদেশে থাকলেও একজন বন্ধু হিসাবে আপনাকেও বলবো প্রিয় ভাই, একটু হিসাব করে চলুন। উপরওয়ালা ঠিক পার করে নিয়ে যাবেন।

অনেক অনেক শুভ কামনা আপনাকে।

২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ‌প্রিয় ভ্রাতা, আপ‌নি হয়‌তো কোন দিনই জান‌বেন না যে, আপনার এই মন্তব্য প‌ড়ে আমার চোখ বে‌য়ে জল গ‌ড়ি‌য়ে পড়‌ছে। অ‌নেক দিন পর কোন কারণ ছাড়াই কাঁদলাম। আপ‌নি ভা‌লো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.