নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

কাল মালয়েশিয়াতে ঈদ

১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

ঈদের শুভেচ্ছা

আগামীকাল ১৫ ই জুন ২০১৮ রোজ শুক্রবার মালয়েশিয়াতে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মালয়েশিয়ার মহামান্য রাজার সম্মতিক্রমে মালয়েশিয়ার শাসকের সিল মোহরের সংরক্ষক (the Keeper of the Rulers’ Seal) Tan Sri Syed Danial Syed Ahmad, এই ঘোষণা দেন। আজই বৃহস্পতিবার ১৪ই জুন ২০১৮ মালয়েশিয়াতে ২৯ টি রোজা সম্পন্ন হয়েছে।

মালয় ভাষায় রমজানের ঈদকে বলা হয় Hari Raya Puasa (Aidilfitri) . এসময় মালয়রা পরস্পরকে ঈদের শুভেচ্ছা জানায় এই বলে- Selamat Hari Raya Aidilfitri –শুভ ঈদুল ফিতর/ঈদুর ফিতরের সালাম।

যারা মোবাইলে মেসেজ দেয় তারা হয়তো আরেকটু বেশী লেখেঃ selamat hari raya aidilfitri maaf zahir dan batin

এর মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানানোর মাধ্যমে সব ধরনের ভুলের জন্য ক্ষমা চাওয়া হয়।

এ দিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির মোহামাদ এক বাণীতে সকল মালয়েশিয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন। এখানে আজ থেকে সরকারী ছুটি শুরু হয়েছে।

( মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির ঈদের পোশাকে । )


আর আমিও যেহেতু এখানে আছি তাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।

ঈদ মোবারক।

Selamat Hari Raya Aidilfitri Maaf Zahir Dan Batin

বাংলায়ঃ
আপনাকে পব্ত্রি ঈদুল ফিতরের শুভেচ্ছা, অন্তরের ও বাহিরের সকল ভুলের জন্য মাফ চাই।


মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৮ রাত ৮:১০

কাইকর বলেছেন: ইদ মোবারক

১৪ ই জুন, ২০১৮ রাত ৮:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক। ( কিছু কিছু বানান না বদলানোই উত্তম। ইংরেজিতে অনেক বানান আছে যা ভুল মনে হয়। কিন্তু যুগের পর যুগ চলছে। কেউ বদলাবে না। )

২| ১৪ ই জুন, ২০১৮ রাত ৮:১১

পদাতিক চৌধুরি বলেছেন: শুভেচ্ছা রইল। পরে পড়বো।

১৪ ই জুন, ২০১৮ রাত ৮:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দাদা, আপনি পড়লে আমার খুব উৎসাহ লাগে। কিন্তু আমার লেখার হাত ভালো না।

৩| ১৪ ই জুন, ২০১৮ রাত ৮:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: সাজ্জাদ ভাই আপনাকে ,

Selamat hari raya aidilfitri maff zahir dan batin.

১৪ ই জুন, ২০১৮ রাত ৮:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক।
Selamat Hari Raya Aidilfitri Maaf Zahir Dan Batin
.( ঈদুল ফিতরের শুভেচ্ছা। অন্তরের ও বাহিরের সব ভুলের জন্য মাফ চাই। )

৪| ১৪ ই জুন, ২০১৮ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা আপনার পরিবারের জন্য।

১৪ ই জুন, ২০১৮ রাত ৮:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, আপনাকেও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আপনার লেখা আমার কাছে অসাধারণ লাগে। আপনার অশেষ কল্যাণ কামনা করি।

৫| ১৪ ই জুন, ২০১৮ রাত ৯:৩৬

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: Selamat Hari Raya Aidilfitri Maaf Zahir Dan Batin.

১৫ ই জুন, ২০১৮ সকাল ৭:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: sama sama ( Same to you.)

৬| ১৪ ই জুন, ২০১৮ রাত ১০:০১

মেমননীয় বলেছেন: চাঁদ দেখেছেন?

১৫ ই জুন, ২০১৮ সকাল ৭:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এতো উচু উচু দালানের ভেতর চাঁদ দেখা কি আর আমার মতো লোকের কাজ। চাঁদ দেখার কমিটি আছে।

৭| ১৪ ই জুন, ২০১৮ রাত ১০:০৭

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: ঈদের আনন্দ অটুট থাকুক প্রতিটি প্রবাসীর জীবনে ও পরিবারে।সবার জীবনের প্রতিটি দিনই হোক ঈদের মতো আনন্দময়, এই কামনায় সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।

১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক। সুখে থাকুন প্রতিটি ক্ষণ।

৮| ১৪ ই জুন, ২০১৮ রাত ১০:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকে ঈদ মোবারক...

১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক। সুখে থাকুন প্রতিটি ক্ষণ।

৯| ১৪ ই জুন, ২০১৮ রাত ১১:২২

অচেনা হৃদি বলেছেন: Selamat Hari Raya Aidilfitri Maaf Zahir Dan Batin :)

১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক, আপুনি!

১০| ১৪ ই জুন, ২০১৮ রাত ১১:৩৪

কাওসার চৌধুরী বলেছেন: প্রিয় সাজ্জাদ ভাই, ঈদ মোবারক।

১৫ ই জুন, ২০১৮ সকাল ৭:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, আপনাকেও ঈদ মোবারক। আপনি অনেক অনেক ভালো থাকুন।

১১| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: আনন্দে কাটুক ঈদ-উল-ফিত্‌র-এর দিনটা
আর শান্তিতে সারা বছর।

১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক। সুখে থাকুন প্রতিটি ক্ষণ। সুন্দর হোক আপনার ঈদ উদযাপন।

১২| ১৫ ই জুন, ২০১৮ রাত ১১:৩১

মোঃ ইকবাল ২৭ বলেছেন: লেখক বলেছেন: ঈদ মোবারক। ( কিছু কিছু বানান না বদলানোই উত্তম। ইংরেজিতে অনেক বানান আছে যা ভুল মনে হয়। কিন্তু যুগের পর যুগ চলছে। কেউ বদলাবে না। ঈদ বানান সবাই বদলাতে চাইলেও আমি কিন্তু বদলাবো না, এটা শুদ্ধ বা অশুদ্ধ যে যাই বলুক ‘‘ঈদ’’ আমার রক্তের সাথে মিশে গেছে। ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছ।

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রিয় ভাই , আপনার মন্তব্য খুব ভালো লাগলো। আসলেই তো সব কিছু বদলানোর কি দরকার। আপনাকেও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনি অনেক অনেক ভালো থাকুন।

১৩| ১৬ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৬

সামু পাগলা০০৭ বলেছেন: (কিছু কিছু বানান না বদলানোই উত্তম। ইংরেজিতে অনেক বানান আছে যা ভুল মনে হয়। কিন্তু যুগের পর যুগ চলছে। কেউ বদলাবে না।)
ভাইয়া একমত। মনের কথা বলেছেন একদম। ইদ কে ঈদ মনে হয়না। ইটস ঈদ ঈদ ঈদ! :)

ঈদ মোবারক!

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি বিরাট এক অন্যায় করে ফেলেছি। আামার আপুমণির মন্তব্যটি কেন দেখলাম না। নানান ঝামেলায় তেমন ব্লগে আসা হয়নি। আজ দেখি তোমার মন্তব্য। তুমি তো আমার অসাধারণ এক ট্যালেন্ট আপুমনি। তুমি আমাকে সমর্থন করায় আমি তো মহাখুশী। শুভ কামনা। প্রবাস জীবন আরো সুন্দর হোক । বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাক তোমার মাধ্যমে।

ঈদ মোবারক। শুভ হোক প্রতিটি মুহূর্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.