নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

এখনো গাড়ী চালাতে পারেন মাহাথির

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:৫০

০৩ জুন ২০১৮, লঙ্কাবী দ্বীপে গাড়ী চালাচ্ছেন প্রধানমন্ত্রী মাহাথির

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির মোহামাদ আগমী ১০ জুলাই ২০১৮ তারিখে ৯৩ বছর পূর্ণ করবেন। কিন্তু মনে প্রাণে তিনি এক জন তারুণ্যদীপ্ত মানব। এই বয়সেও তিনি গাড়ী চালিয়ে বেড়ান। গাড়ী চালাতে তার ভালো লাগে। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর বেশী ব্যস্ততার কারণে গাড়ী চালানোর কোন সুযোগই পাচ্ছেন না। তারপরও শপথ নেয়ার কয়েক দিন পর নিজে গাড়ী চালিয়ে রাজধানীর পাশের উন্নয়ন কাজ ঘুরে দেখেছেন।

কুয়ালালামপুরের আশেপাশে

মাহাথির প্রায়ই পুত্রজায়ার আশেপাশে গাড়ী নিয়ে ঘুরে বেড়ান। ১৯৮১-২০০৩ সময়ে তিনি যখন প্রথম দফায় প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন তিনি একটি প্রোটন গাড়ী নিয়ে ছদ্মবেশে প্রায়ই বিভিন্ন লোকালয়ে চলে যেতেন। সেখানকার মানুষের নানা খোঁজ খবর নিতেন।

এই সপ্তাহে তিনি যান তার নিজের রাজ্য কেদায়। প্রচন্ড ব্যস্ততায় সময় কেটে যায় তার। এর পর যান নিজের নির্বাচনী এলাকা পর্যটন দ্বীপ লঙ্কাবীতে। সেখানে মনের সুখে গাড়ী নিয়ে বের হয়ে পড়েন। লঙ্কাবী দ্বীপের মানুষ জানে তার এই শখের কথা। তারপরও অবাক হয়ে তাকিয়ে থাকেন অনেকেই। প্রধানমন্ত্রী বলে কথা। একবার ভাবুন তো, ৯২ বছর বয়সী একটি দেশের প্রধানমন্ত্রী নিজেই গাড়ী চালিয়ে বাসায় ফিরছেন। দেখতে কেমন লাগতে পারে আমরা বাংলাদেশের মানুষ কি বুঝতে পারবো?

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:৫৯

কামরুননাহার কলি বলেছেন: বাহ দারুন তো।

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপুম‌ণি, উ‌নি আমার এক জন দার্শ‌নিক ও আদ‌র্শিক শিক্ষক। যা‌কে কখ‌নোই দে‌খি‌নি। অথচ ম‌নে হয় কত চেনা, কত আপন।

২| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৩:০৮

সোজা সাপটা বলেছেন: মাসাআল্লাহ .।আল্লাহ তাকে আরো সক্ষমতা দান করুন

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আ‌মি ম‌নে প্রা‌ণে দোয়া ক‌রি , উ‌নি দীর্ঘজীবী হোন। আ‌রো বেশী বছর।

৩| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৩:১১

তারেক ফাহিম বলেছেন: ভালো লাগে এসব দেখলে।

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমারও খুব ভা‌লো লা‌গে। সেই সা‌থে লা‌গে আফ‌সোস।

৪| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: আপনার মাহাথির কে লেখা পোষ্ট গুলো পড়তে পড়তে- মাহাথিরকে এখন ঘরের লোক বলে মনে হয়।

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাহা‌থির‌কে আমার কা‌ছে আদর্শ শিক্ষক ম‌নে হয়। মাল‌য়ে‌শিয়ানরা কত ভাগ্যবান।

৫| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:৪২

ওমেরা বলেছেন: মাহাথিরকে আমার খুব পছন্দ কিন্ত ৯২ বছর বয়সে আবার রাজনীতিতে ফিরে আসাটা খুব একটা ভাল লাগছে না। অবশ্য আমি কি আর রাজনীতি বুঝি !!!

০৫ ই জুন, ২০১৮ ভোর ৫:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাজীনিতে উনি এসেছেন সময়ের প্রয়োজনে। ২০০৩ সালে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। আবার ২০১৮ সালে জনতার প্রয়োজনে স্বল্প সময়ের জন্য ফিরে এসেছেন।

৬| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:৪৮

কাওসার চৌধুরী বলেছেন: এই বয়সে তিনি এখনো ড্রাইভিং করছেন!! দেখে ভাল লাগলো।

০৫ ই জুন, ২০১৮ ভোর ৫:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই বয়সে উনার ধৈর্য্য আর শারীরিক সক্ষমতার প্রশংসা করতেই হবে। অনন্য এক ব্যত্ক্রিম উনি। কাউসার চৌধুরী ভাইকে অনেক অনেক কৃতজ্ঞতা।

৭| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৩৫

টোনাল্ড ড্রাম্প বলেছেন: প্রথমে তার সক্ষমতা নিয়ে আমিও সন্দিহান ছিলাম কিন্তু, সবকিছুই যেন ভুল প্রমাণিত করে উনি সামনে এগিয়ে যাচ্ছেন যা অবাক করা ব্যাপার। আমার মনে হয় সামনে আমাদের জন্য আরো নাটকীয়তা অপেক্ষা করছে।

০৫ ই জুন, ২০১৮ ভোর ৫:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন। সামনে আরো নাটকীয় কিছু ঘটতেও পারে। সময়ই বলে দেবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.