নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
মিডিয়া ব্রিফিং এ প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির মোহামাদ
এবার রাষ্ট্রীয় দেনা পরিশোধে ইচ্ছুকদের জন্য ট্রাস্ট ফান্ড গঠন করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির মোহামাদ।
সদ্য গঠিত এই ফান্ডটির নাম Tabung Harapan Malaysia (THM) নামে গঠিত এই ফান্ডে দেশের যে কোন লোক রাষ্ট্রীয় দেনা থেকে মালয়েশিয়াকে পরিত্রাণ পেতে অর্থ সহায়তা করতে পারবে। মালয় ভাষায়- Tabung Harapan Malaysia এর ইংরেজি হচ্ছে Hope Fund Malaysia এটা একটি ব্যতিক্রমী উদ্যোগ বলেই মনে হচ্ছে।
প্রধানমন্ত্রী তুন মাহাথির বলেন, ট্রাস্টটি গঠন করা হয়েছে রাষ্ট্রীয় দেনা পরিশোধের জন্য আগ্রহী জনসাধারণের কাছ থেকে তাদের অংশগ্রহেণর অনুদান গ্রহণ করার জন্য। জনগণ যখন জানতে পারবে দেশের অর্থনীতির অবস্থা কি করুণ তখন তারা স্বেচ্ছায় অর্থ সহায়তার জন্য এগিয়ে আসবে। আমরা তাদের দেশপ্রেমকে স্বাগত জানাই, তাদের উদারতাকে ধন্যবাদ জানাই।আজ বুধবার কেবিনেটের সাপ্তাহিক সভার পর প্রধানমন্ত্রী মিডিয়া ব্রিফিংএ এই কথা বলেন।
ব্রিফিং এ অর্থমন্ত্রী Lim Guan Eng বলেন, মালয়েশিয়ানরা Tabung Harapan Malaysia (THM) ফান্ডে অনুদান দিতে পারবেন। সুন্দর পদ্ধতিতে ও স্বচ্ছতার সাথে অর্থমন্ত্রণালয় এটার ব্যবস্থাপনা করবে।
“ চলমান অর্থনৈতিক উন্নয়ণ ও দেশের দেনার অবস্থা নিয়ে জনগণের ক্রমবর্ধমান উদ্বেগ একটি ভালো লক্ষণ। তাদের কাছে সমর্থন ও সচেতনা প্রত্যাশা করে সরকার”। “জনগণ স্বেচ্ছায় ঋণের বোঝা কমাতে এগিয়ে আসবে” ।
কেবল মাত্র দেশী মুদ্রা রিঙ্গিতেই অনুদান দেয়া যাবে। Tabung Harapan Malaysia (THM) ফান্ডে অনুদান দিতে আগ্রহী নাগরিকগণ May Bank এর হিসাব নম্বর Maybank account number 566010626452 এ তাদের টাকা জমা দিতে পারবেন। মালয়েশিয়ার অর্থমন্ত্রী মিঃ Lim Guan Eng এর ভাষ্যমতে , মালয়েশিয়ার বর্তমান ঋণের পরিমাণ ১ ট্রিলিয়ন রিঙ্গিত। এটা পরিশোধে সরকার জনগণের অংশগ্রহণ চায়।
৩১ শে মে, ২০১৮ ভোর ৫:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নাও হতে পারে। আসলে কোন ব্যক্তির যেমন ধার দেনা করা উচিত না তেমনি রাষ্ট্রেরও ধার দেনা না করাই উত্তম।
২| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৩
বিজন রয় বলেছেন: মাহাথিরই পারবেন।
৩১ শে মে, ২০১৮ ভোর ৫:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনি তো দেখছি এ্ সব বিষয় নিয়ে খুব বেশী চিন্তিত ।
৩| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৪০
চাঁদগাজী বলেছেন:
মালয়েশিয়ান সরকারের ঋণ ২৫১ বিলিয়ন ডলার; জিডিপি'র তুলনায় সংখ্যাটা কিছুই না। এগুলো কি বিদেশী ঋণ, নাকি বন্ড?
৩১ শে মে, ২০১৮ ভোর ৫:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, এব্যাপারে আমি খুব বেশী জানতে পারছি না। তবে বৈদেশিক ঋণ হবার ই সম্ভাব্না। দেশী বন্ড হলে মনে হয় না এতো বেশী কেউ ভাবতো। আপনার নতুন লেখা পড়ে আমার নিজের ও দেশের জন্য আফসোস হচ্ছে। আমরা তো ভদ্র হতে পারছি না।
৪| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:১৫
কাইকর বলেছেন: মাহাথির কে নিয়ে এতো বেশী ব্লগে মাতামাতি কেন??
৩১ শে মে, ২০১৮ ভোর ৫:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনাকে নিয়ে যত বেশী মাতামাতি হবে তত বেশী শিক্ষা হবে আমাদের। উনি অনেক মহান এক জন নেতা।
৫| ৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের দেশেও টিফিনের টাকা বাঁচিয়ে পদ্মা সেতুর ফান্ডে টাকা জমা দিয়েছিল অনেকে ...
৩১ শে মে, ২০১৮ ভোর ৫:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পদ্মা সেতু মাওয়া ঘাটে না বানিয়ে আমাদের দোহারে বানালে কম পক্ষে ৫ হাজার কোটি টাকা কম খরচ লাগত। কারণ আমাদের দোহারে পদ্মার বলতে গেলে পুরোটাই চর। কেবল চরভদ্রাসন প্রান্তে একটু মরা নদী আছে।
৬| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৫০
রাজীব নুর বলেছেন: মাহাথির আরও অনেক নতুন নতুন চমক দিবেন।
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৩২
ব্লগার_প্রান্ত বলেছেন: আমরা একটা ফান্ড বানালে, উল্টো চুরি হবে