নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মাহা‌থির‌কে অ‌ভিনন্দন জানা‌তে মাল‌য়ে‌শিয়া যা‌চ্ছেন ন‌রেন্দ্র মোদী

২৮ শে মে, ২০১৮ রাত ১১:২৩


মাহা‌থির‌কে অ‌ভিনন্দন জানা‌তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দি (Narendra Damodardas Modi) মাল‌য়ে‌শিয়া যা‌চ্ছেন।

৯ই মে ২০১৮ এর সাধারণ নির্বাচ‌নে বিজয়ী হ‌য়ে ১৫ বছর পর আবার প্রধানমন্ত্রী প‌দে শপথ নেয়ায় মাহা‌থির মোহামাদ‌কে অ‌ভিনন্দন জানা‌তে মাল‌য়ে‌শিয়া যা‌চেছন ভার‌তের প্রধানমন্ত্রী শ্রী ন‌রেন্দ্র মোদী। মাল‌য়ে‌শিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সূ‌ত্রে জানা গে‌ছে, মিঃ মোদী ৩১ মে মাল‌য়ে‌শিয়া যা‌চ্ছেন

সর্ব‌শেষ , ২৩ ন‌ভেম্বর ২০১৫ সা‌লে মিঃ মোদী মাল‌য়ে‌শিয়া সফর ক‌রেন। দুই নেতার ম‌ধ্যে এটা হ‌বে প্রথম বৈঠক। ব্য‌ক্তিগত ভা‌বে তি‌নি মাহা‌থির‌কে অ‌ভিনন্দন ও শু‌ভেচ্ছা জানা‌তে চান।

উ‌ল্লেখ করা যে‌তে পা‌রে যে, মিঃ ন‌রেন্দ্র মোদী হ‌চ্ছেন তৃতীয় সরকার প্রধান যি‌নি প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহা‌থির মোহামাদ‌কে অ‌ভিনন্দন জানা‌তে মাল‌য়ে‌শিয়া যা‌চ্ছেন। এর আ‌গে ব্রু‌নেই এর সুলতান ও সিঙ্গাপু‌রের প্রধানমন্ত্রী মাহা‌থির‌কে অ‌ভিনন্দন জানা‌তে মাল‌য়ে‌শিয়া এ‌সে‌ছি‌লেন।

এদিকে জানা যাচ্ছে, আগামী মাসে ( জুন ২০১৮) প্রথম রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৮ রাত ১১:৪১

চাঁদগাজী বলেছেন:



ওখানে ভারতীয় শ্রমিক কি পরিমাণ আছে?

তামিলদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা কেমন?

২৯ শে মে, ২০১৮ ভোর ৫:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী , Nepal currently has 405,898 workers, Bangladesh with 221,089 workers, Myanmar with 127, 705 workers and India with 114, 455 workers. (সূত্রঃ The New Straits Times, 29 May 2018 )এখানে কেবল বৈধ শ্রমিকদের কথা বলা হয়েছে। অবৈধ শ্রমিক কত আছে সেটা আল্লাহপাক জানেন। তামিলারা খেটে খাওয়া মানুষ । তাদের কারো কারো অর্থনৈতিক অবস্থা খুবই ভালো। বর্তমান কেবিনেটে তামিলদের মন্ত্রী আছেন।

২| ২৮ শে মে, ২০১৮ রাত ১১:৫৪

শামচুল হক বলেছেন: তামিলরা সব ডাকাত, ওদের হাত থেকে ট্যুরিষ্টরাও রক্ষা পায় না। তামিল নিয়ে মালয়শিয়া খুব নাজেহাল অবস্থায় আছে। মোদীর আগে হাসিনার যাওয়া উচিৎ ছিল।

২৯ শে মে, ২০১৮ ভোর ৫:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটা কিন্তু ঠিক যে খারাপ কাজগুলো তামিলা করে। তবে তাদের মাঝে শিক্ষিত লোক জনও প্রচুর। বাংলাদশের মেডিক্যাল কলেজগুলোতে যে ভর্তির কোটা আছে তাতে এখানকার তামিল ছাত্ররা মালয়দের চেয়ে বেশী ভর্তি হচ্ছে। তাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার্ও বেশী।

৩| ২৯ শে মে, ২০১৮ রাত ১২:১৬

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: শুধু অভিনন্দন জানাতে মনে হয় না যাবেন, হয়তো বা রাষ্ট্রীয় সফরেই যাচ্ছেন।

২৯ শে মে, ২০১৮ ভোর ৫:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাষ্ট্রীয় সফরে যাবার আগে অনেক ফাইল ওয়ার্ক করতে হয়। সেটা করতে সময় লাগে। এখন ফাইল ওয়ার্ক চলছে। আগামী মাসে মাহাথির রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন।

৪| ২৯ শে মে, ২০১৮ ভোর ৬:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল সাজ্জাদ ভাই। প্রধানমন্ত্রী মোদীর মালয়েশিয়া গমন অজানা ছিল, জানানোর জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা নিয়েন।

২৯ শে মে, ২০১৮ সকাল ৯:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ সকাল পদা‌তিক চৌধুরী ভাই। আপনি প্রচুর পড়া‌শোনা ক‌রেন। আপনার সুন্দর পোস্টগু‌লো পড়‌লে জ্ঞান বৃ‌দ্ধি হয়। সারা‌টি দিন আপনার ভা‌লো কাটুক।

৫| ২৯ শে মে, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: আমাদের প্রধানমন্ত্রীরও যাওয়া উচিত।

২৯ শে মে, ২০১৮ সকাল ৯:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অ‌নেক ধন্যবাদ। সুন্দর আজ‌কের দিন‌টি।

৬| ২৯ শে মে, ২০১৮ দুপুর ২:৪৫

জাতির বোঝা বলেছেন: আমিও উনাকে অভিনন্দন জানাতে চাই। কি করবো বুঝতে পারছি না।

২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চেষ্টা করতে পারেন। চেষ্টা করতে তো আর দোষ নাই।

৭| ২৯ শে মে, ২০১৮ রাত ৮:০৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

২৯ শে মে, ২০১৮ রাত ৯:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পড়লাম। আপ‌নি অ‌নেক সুন্দর ক‌রে গু‌ছি‌য়ে লি‌খে‌ছেন। খুবই ভা‌লো লে‌গে‌ছে।

৮| ২৯ শে মে, ২০১৮ রাত ৮:০৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

৯| ২৯ শে মে, ২০১৮ রাত ৮:০৬

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

১০| ২৯ শে মে, ২০১৮ রাত ৮:০৬

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

১১| ২৯ শে মে, ২০১৮ রাত ৯:০৪

বিজন রয় বলেছেন: ভাল খবর।

১২| ২৯ শে মে, ২০১৮ রাত ৯:৫০

অর্থনীতিবিদ বলেছেন: বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কবে যাবে? যাবে তো অবশ্যই। আর সঙ্গে যাবে লটবহর নিয়ে একগাদা মন্ত্রী, এমপি, উপদেষ্টা আর আমলারা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.