নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
আগেই বলে নিই - মালয়েশিয়াতে প্রধানমন্ত্রী ডাঃ মাহাথিরকে গণ মাধ্যমে Dr M বলে উল্লেখ করা হয় । আর এই মুহূর্তে আজকের বেশ আলোচিত খবর হচ্ছেঃ Dr M confirms high-speed rail project with Singapore to be scrapped
অর্থাৎ ডঃ এম সিঙ্গাপুরের সাথে দ্রুত গতির রেল প্রকল্প বাতিল নিশ্চিত করেছেন। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল – রাজধানী কুয়ালালামপুরের সাথে সিঙ্গাপুরের দ্রুত গতির ট্রেন সার্ভিস চালু করা হবে। বিগত সরকার এই নিয়ে কাজও করেছিলেন।
৯ই মের নির্বাচনে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী মাহাথির ঘোষণা করেছিলেন যে, মেগাপ্রজেক্টগুলো রিভিউ করা হবে। তার আজকের ঘোষণায় এই মেগা প্রজেক্ট এখন কার্যত শেষ।
আজ এক প্রেস ব্রিফিং এ প্রধানমন্ত্রী তার এই ঘোষনা দেন। প্রধানন্ত্রী বলেন- এই ব্যাপারে তিনি সিঙ্গাপুরের সরকারের সঙ্গে কথা বলবেন এবং প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেবেন।
তিনি বলেন- এটা খুব উপকারী হবে না। এটার খরচ হবে অনেক অনেক টাকা। এটা চালু হলে আমাদের খুব আয় বৃদ্ধি হবে না।
আজ তিনি তার দলের সুপ্রিম কাউন্সিলের সাথে আলোচনা শেষে এই বক্তব্য দেন। তিনি বলেছেন- আমরা কিছু অপ্রয়োজনীয় প্রজেক্ট বাতিল করবো। যেমন আালোচিত হাইস্পিড রেলওয়ে প্রজেক্টে আমাদের ব্যয় হত প্রায় ১১০ বিলিয়ন রিঙ্গিত কিন্তু ওখান থেকে আমাদের এক সেন্টও আয় হতো না। সিঙ্গাপুরের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট আছে। আমি তাদের সাথে কথা বলবো।
উল্লেখ্য যে, হাইস্পিড রেলওয়ে মালয়েশিয়ার একটি বহুল আলোচিত প্রকল্প। ৩৫০ কিমি দৈর্ঘ্যের এই প্রকল্পটি ২০২৬ সালে সম্পন্ন হবার কথা ছিল। এটি চালু হলে কম সময়ে কুয়ালালামপুর-সিঙ্গাপুর যাতায়াত করা যেত বলে জানা গেছে।
২৮ শে মে, ২০১৮ রাত ১০:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: In 2016, both countries signed a pact to build the HSR, which will shorten travelling time between Singapore and KL to just 90 minutes. The project was targeted to be completed by 2026.
২| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই বয়সেও ডঃ মাহাথিরের সঠিক ও সুস্থ চিন্তা ভাবনার প্রকাশ দেখে আশ্চর্য হয়ে যাই।
২৯ শে মে, ২০১৮ দুপুর ২:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনি পৃথিবীর ইতিহাসে একটি ব্যতিক্রম। এক জন মানুষের কত শক্তি আর ধৈর্য থাকে উনাকে দেখলে বুঝা যায়। আপনাকে ধন্যবাদ।
৩| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
অনুতপ্ত হৃদয় বলেছেন: সঠিক মানুষের সঠিক সিদ্ধান্ত
২৯ শে মে, ২০১৮ দুপুর ২:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রাজ্ঞ এক জন নেতা। তার সিদ্ধান্ত হয় জনগণের জন্য।
৪| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২১
ব্লগার_প্রান্ত বলেছেন: Dr M এর কাছ থেকে অনেক কিছু শেখার আছে।
২৯ শে মে, ২০১৮ দুপুর ২:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অবশ্যই শেখার আছে। তবে আমরা শিখতে চাই না।
৫| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
ঢাবিয়ান বলেছেন: মাহাথির যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছে , সেটা মালয়েশিয়ার স্বার্থেই নিয়েছে। তবে এটাতে মালয়েশিয়ান চাইনিজ গোষ্ঠীর ক্ষেপে যাওয়ার সম্ভাবনা আছে।
২৯ শে মে, ২০১৮ দুপুর ২:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মনে হয় না। এটার ফলে বিরাট অঙ্কের টাকা সাশ্রয় হবে।
৬| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: এটা তো দেখছি অনেকটা আমাদের দেশের আওয়ামীলীগ বিএনপির মতো অবস্থা
২৯ শে মে, ২০১৮ দুপুর ২:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমাদের সাথে তুলনা করা ঠিক হবে না। মাহাথির জিতেছেন তার সাবেক দলের বিরুদ্ধে নির্বাচন করে। তিনি সেই দলের হয়ে ২২ বছর প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের দেশে এটা হবার কোন সম্ভাবনা নেই।
৭| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একেই বলে দেশ প্রেম
কাউকে খুশি করার জন্য
নিজের পায়ে কুঠার মারা নয়।
২৯ শে মে, ২০১৮ দুপুর ২:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সত্যি তাই।
৮| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মাহাথীরকে বিচক্ষণ, তাকে সমর্থন করি!!
তবে, আমাদের দেশের মেট্রোরেল প্রকল্পটা আমার পছন্দ নয়!!!
২৯ শে মে, ২০১৮ দুপুর ২:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাহাথিরের সময় মালয়েশিয়াতে মেট্রোরেল, এলআরটি এই সব চালু হয়েছে। বাংলাদেশে আরো ২০ বছর আগে মেট্র চালু করলে রাজিবরা বাসের চাপায় পড়ে হাত হারাতো না। মেট্র রেল দেশকে এগিয়ে নেবে। যদি সরকার ঠিক মতো এটাকে চালাতে পারে।
৯| ২৮ শে মে, ২০১৮ রাত ৮:০৯
পদাতিক চৌধুরি বলেছেন: আচ্ছা সাজ্জাদ ভাই, এটাকী সেই বুলেট ট্রেন প্রকল্প? ঘন্টায় ৫০০ কিমি বেগে ট্রেন তার নির্দিষ্ট লক্ষ্যে পৌছে যাবে।এটা যদি সেটা হয় তাহলে ভারতেও মোদী দিল্লী থেকে আমেদাবাদ পর্যন্ত এই প্রকল্প হাতে নিয়েছে। পাশাপাশি কাজের মানুষ মহাথিরকে আমরা আপনার জন্য জানতে পারছি। ধন্যবাদ আপনাকে।
অনেক অনেক শুভ কামনা প্রিয় সাজ্জাদভাইকে।
২৮ শে মে, ২০১৮ রাত ১০:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মনে হয়না এটা বুলেট ট্রেন। কেননা আমি শুনেছি, টার্গেট ছিল তিন ঘন্টায় কুয়ালালামপুর থেকে সিঙ্গাপুর যাওয়া। দূরত্ব নগর কেন্দ্র পর্যন্ত ৪০০ কি মি র বেশী হবে না। তবে দ্রুত যাবার জন্য প্রচুর ফ্লাইট আছে। ভাড়াও খুব বেশী নয়। মূল্য ছাড়ের সময় দশ রিঙ্গিত খরচ করে প্লেনে যাওয়া যায়।
১০| ২৮ শে মে, ২০১৮ রাত ৮:৩৬
রাজীব নুর বলেছেন: এই কাজটি করে মাহাথির প্রমান করলেন তিনি বুদ্ধিমান। এবং সঠিক সিদ্ধান্ত নিতে পিছপা হন না।
২৯ শে মে, ২০১৮ দুপুর ২:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাহাথিরের কোন তুলনা নেই। তিনি নিজেরই তার তুলনা।
১১| ২৮ শে মে, ২০১৮ রাত ১০:০৪
কাইকর বলেছেন: সঠিক নেতার সঠিক সিদ্ধান্ত
২৯ শে মে, ২০১৮ দুপুর ২:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন।
১২| ২৯ শে মে, ২০১৮ সকাল ১১:১২
গরল বলেছেন: ব্যাপারটা আমাদের স্যাটেলাইট প্রজেক্টের মতই তবে পার্থক্য শুধু এইটুকুই যে আমরা ROI বুঝিনা, বুঝি শুধু কি করে মানুষকে চমক দেখানো যায়।
২৯ শে মে, ২০১৮ দুপুর ২:২১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যাটেলাইট প্রজেক্ট চালানোর মতো টাকা বাংলাদেশের মানুষের নেই। এটা অপচয়।
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:১৮
চাঁদগাজী বলেছেন:
এটা উনার সঠিক সিদ্ধান্ত