নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মাহাথিরকে নোবেল পুরস্কারের মনোনয়ন দেয়ার জন্য অনলাইন পিটিশন!

২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:০১



জগতে অনেক প্রকার লোক আছে। কেউ কেউ মহান ব্যক্তিকে ডোবায়। আবার কেউ কেউ মহান ব্যক্তিকে ভাসায়। তবে Alexandria Abishegam নামের ব্যক্তিটি মহান নেতা মাহাথিরকে ডুবাবেন কিনা বুঝা মুশকিল। কেননা, তিনিই অনলাইনে পিটিশন শুরু করেছেন যেন মালয়েশিয়ার ৪র্থ ও ৭ম প্রধানমন্ত্রী মাহাথিরকে ২০১৮ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়। এই অনলাইন পিটিশনটি গতকাল (২৬ মে ২০১৮) শুরু হয়েছে। Change.org platform নামক সাইটের মাধ্যমে নোবেল ফাউন্ডেশন বরাবর এই পিটিশনটি করা হচ্ছে। তাদের টার্গেট ১৫০০০ স্বাক্ষর সংগ্রহ করা। ইতোমধ্যেই তারা ১৩,৫০০ স্বাক্ষর সংগ্রহ করে ফেলেছে।

এখানে পিটিশনের লিঙ্কঃ Tun Dr. Mahathir bin Mohamad nomination for the Nobel Peace Prize 2018

পিটিশনটি যিনি শুরু করেছিলেন সেই Alexandria Abishegam বলেন, ডাঃ মাহাথির ৬ দশকের বেশী সময় ধরে ক্ষমতায় টিকে থাকা বারিসান ন্যাশনাল সরকারকে শান্তিপূর্ণ ও অহিংস উপায়ে সরানোর জন্য লাখ লাখ ভোটারকে অনুপ্রাণিত করেন। এরপর ৯ মের নির্বাচনে বারিসান ন্যাশনাল জোটকে পরাজিত করে মাহাথিরের পাকাতান হারাপান জোট বিজয়ী হয়ে সরকার গঠন করে। কিন্তু এতে কোন হিংসা কিংবা হানাহানির ঘটনা ঘটেনি।
পিটিশনার আরো বলেন, তুন মাহাথিরকে মালয়েশিয়াতে নেলসন ম্যান্ডলার সমতুল্য মনে করা যেতে পারে।

জানা গেছে, এই পিটিশনটি ২০১২ সালের একটি পিটিশনকে অনুসরণ করে করা হচ্ছে। সেই পিটিশনে পাকিস্তানের সমাজ কর্মী কিশোরী মালালার পক্ষে নোবেল পুরস্কারের মনোনয়ন চেয়ে ৩ লাখ স্বাক্ষর সংগ্রহ করা হয়েছিল। ফলে ২০১৩ সালে মালালা নোবেল পুরস্কারের জন্য মনোয়ন পান এবং ২০১৪ সালে নোবেল পুরস্কার লাভ করেন।

আমার মনে হচ্ছে , শেষ পর্যন্ত স্বাক্ষর সংগ্রহের আর কোন টার্গেট থাকবে না। কেনন, ১৫০০০ স্বাক্ষর কোন ব্যাপারই না। বাংলাদেশ থেকেই কয়েক লাখ স্বাক্ষর যেতে পারে।

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: লোকটার নোবেল পাওয়া উচিত।

২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তাহ‌লে আপ‌নি পি‌টিশ‌নে সাইন কর‌তে পা‌রেন।

২| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:১০

বিজন রয় বলেছেন: আজকাল নোবেল পুরস্কার খুব সহজ।

দেখেন আমাগো কোন মন্ত্রী পায় কি না!

২৭ শে মে, ২০১৮ রাত ৯:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলা‌দে‌শে আর কেউ আগামী ৫০ বছ‌রে নো‌বেল পুরস্কার নাও পে‌তে পা‌রে। আমা‌দের দে‌শে গুণী লো‌কের যোগ্য প‌দে নেই। আফ‌সোস!

৩| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার ভোট কাজে লাগলে আমি একটা দিমুনে,
মাহাথিরকে ভালা পাই, দিলাম ভোট

২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তাহ‌লে আপ‌নি পি‌টিশ‌নে সাইন কর‌তে পা‌রেন।

৪| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:২৪

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: তিনি নোবেল পাওয়ার উপযোগী বলে আমি মনে করি।

২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তাহ‌লে আপ‌নি পি‌টিশ‌নে সাইন কর‌তে পা‌রেন।

৫| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৭

কাইকর বলেছেন: একজন ভাল মনের মানুষ ও ভাল নেতা

২৭ শে মে, ২০১৮ বিকাল ৫:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স‌ত্যিকার অ‌র্থেই তি‌নি এক জন আদর্শ নেতা। তার তুলনা মেলা ভার।

৬| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৮

সনেট কবি বলেছেন: এমন পুরস্কার গরীব কেউ পেলে চারটা ডালভাত খেতে পারতো। পৃথিবীতে সব কিছু বড় লোকদের জন্য, গরীবের জন্য কিছু নাই। যাক তিনি নোবেল পেলে খুশী হতাম। আর আমারে কেউ একটা কদবেল দিলেও হয়। খেতে খুব ইচ্ছে করে।

২৭ শে মে, ২০১৮ বিকাল ৫:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রিয় ক‌বি, শ্রীলঙ্কায় প্রচুর কদ‌বেল পেতাম। ওখা‌নে আধা পাকা ও পু‌রো পাকা দুই ধর‌নের কদ‌বেল বি‌ক্রি হ‌তো। কিন‌তে গে‌লে জি‌জ্ঞেস কর‌তো, জুস খা‌বে না সালা‌দের ম‌তো ক‌রে খা‌বে? আমরা গাছপাকা কদ‌বেল পছন্দ ক‌রি। এটা দি‌য়ে লঙ্কানরা জুস বানায়। তাই আ‌মি বলতাম, জুস খা‌বো, জুসের কদ‌বেল দেন। তা‌দের কদ‌ বে‌লে ভেজাল ছিল ন‌া। গাছপাকাটা আস‌লেই গা‌ছের পাকা। রো‌দের তা‌পে নরম করা নয়।

৭| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৫:৩০

হাঙ্গামা বলেছেন: পিটিশন সই করে যদি নোবেল পাওয়া যেত তাহলে বাংলাদেশ অনেক আগেই একজন দাবিদারের জন্য করে ফেলতো ;)

২৭ শে মে, ২০১৮ রাত ৯:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলা‌দে‌শে আর কেউ আগামী ৫০ বছ‌রে নো‌বেল পুরস্কার নাও পে‌তে পা‌রে। আমা‌দের দে‌শে গুণী লো‌কেরা যোগ্য প‌দে নেই। আফ‌সোস! আর নেতাদের জন্য কেউ পি‌টিশনে সই কর‌বে না। নেতার বিপদ হ‌লে তার অ‌নেক কর্মীও আন‌ন্দে হাত তা‌লি দেয়।

৮| ২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: নোবেল পাওয়া উচিত কিনা জানিনা তবে সুদর্শন পুরষ্কার পাওয়া দরকার।

২৮ শে মে, ২০১৮ ভোর ৫:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনি দেখতেও এক জন আইকন।

৯| ২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:


তিনি যদি রোহিংগা রিফিউজি নেন, সম্ভাবনা বাড়বে।

২৭ শে মে, ২০১৮ রাত ৯:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বার্মার উপর চাপ বৃ‌দ্ধি কর‌তে পার‌লেও প‌য়েন্ট বাড়‌তে পা‌রে। ত‌বে উনার বয়স হ‌য়ে‌ছে। বেশী দিন প্রধানমন্ত্রীর ভারী বোঝা বহন কর‌তে পার‌বেন না।

১০| ২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

ব্লগার_প্রান্ত বলেছেন: সাইন করেছি

২৭ শে মে, ২০১৮ রাত ৯:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তার এক জন সমর্থক বে‌ড়ে গে‌লে। মাহা‌থির বাংলা‌দেশ‌কে পছন্দ ক‌রেন।

১১| ২৭ শে মে, ২০১৮ রাত ৮:৩৮

শহীদ আম্মার বলেছেন: তিনি শুধু নোবেল নয় বরং তার চেয়ে বড় পুরস্কার পাওয়ার যোগ্য। কিন্তু নোবেল পুরস্কারটা মাহাথিরের যোগ্য না।

২৭ শে মে, ২০১৮ রাত ৯:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার কথা‌টি সুন্দর। তা‌কে নো‌বেল পুরস্কার না দি‌লেই বরং উনার মর্যাদা বাড়‌তে পা‌রে। উ‌নি পুরস্কা‌রের উ‌র্ধ্বে।

১২| ২৭ শে মে, ২০১৮ রাত ৯:১৩

একদম_ঠোঁটকাটা বলেছেন: ট্রাম্পের মাহাথির যদি কালকে বলে " মালায়সিয়া থেকে সমস্ত বিদেশীদের বের করে দেওয়া হবে এবং মালয়রা পাবে সবকিছুতে প্রথম অধিকার "। পরশু ব্লগে মাহাতিরের মুণ্ডুপাত শুরু হবে।


জনপ্রিয় একনায়ক থমাস শঙ্কর (১৯৪৯ -১৯৮৭ )

২৮ শে মে, ২০১৮ ভোর ৫:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তিনি এক জন মহান নেতা। দেশের জন্য তিনি যেটা ভালো হবে সেটাই করবেন। বিদেশীদের তার দেশে থাকতে দেয়া না দেয়া তার নিজস্ব ব্যাপার।

১৩| ২৮ শে মে, ২০১৮ রাত ১২:৫২

বোববুরগের বলেছেন: Why? Just why?

২৮ শে মে, ২০১৮ ভোর ৫:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জানি না। আমি কিছুই জানি না।

১৪| ২৮ শে মে, ২০১৮ রাত ১:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
এ ব্যাটাও এরদোগানের মত।
ক্ষমতায় থাকাকালিন সব বিরোধীদলের নেতাদের জেলে ঢুকিয়ে যুগের পর যুগ ক্ষমতা ভোগ করেছেন।
দেশের উন্নতি হলেও সে দেশের দুর্নিতী কমে নি, বেড়েছে।
মালয়েশিয়ান পুলিশ বাংলাদেশের চেয়েও খারাপ।

এরদোগান ও মাহাতিরের সমর্থক তাদের নিজ দেশের চেয়ে বাংলাদেশে বেশী হতে পারে।

২৮ শে মে, ২০১৮ ভোর ৫:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাহাথিরের জনসমর্থন মনা থাকলে ৬১ বছর ধরে ক্ষমতায় থাকা একটি জোটের বিপক্ষে নীরব ভোট বিপ্লব ঘটাতে পারতেন না। কোন রক্তপাত হয় নি। হরতাল হয়নি।

১৫| ২৮ শে মে, ২০১৮ সকাল ১০:৫৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তাহ‌লে আপ‌নি পি‌টিশ‌নে সাইন কর‌তে পা‌রেন।


অনলাইনে পিটিশন সম্ভব?

২৮ শে মে, ২০১৮ দুপুর ২:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হ্যাঁ, সম্ভব। অনেকেই করছেন। আপনিও করতে পারেন। আপনার মেইল , মন্তব্যসহ পৌছে যাবে নোবেল ফাউন্ডেশনের কাছে। আমিও করেছি।

১৬| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১:২৫

ঢাবিয়ান বলেছেন: মাহাথীরের স্থান মানুষের হ্রদয়ে। নোবেলের চাইতেও অনেক বেশি দামী এই পুরস্কার।

২৮ শে মে, ২০১৮ দুপুর ২:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সেটা তো অবশ্যই । তবে তার যারা ভক্ত তারা তো একটু আধটু পাগলামী করতেই পারে। এটা দোষের নয়।

১৭| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হ্যাঁ, সম্ভব। অনেকেই করছেন। আপনিও করতে পারেন। আপনার মেইল , মন্তব্যসহ পৌছে যাবে নোবেল ফাউন্ডেশনের কাছে। আমিও করেছি।


লিংকটা দিবেন।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হ্যা, এই সেই লিঙ্ক। আজ সকালে আমি পিটিশনে সই করেছি। এবার আপনার পালা।

পিটিশনে সেই করুন

১৮| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৬

আবু ছােলহ বলেছেন:



আমার মতে মাহাথিরের মত যোগ্য বিশ্ব নেতার নোবেল পুরষ্কার প্রয়োজন নেই। ইতিহাসে স্বর্নাক্ষরে মনিষীদের কাতারে তিনি ঠায় দাঁড়িয়ে থাকবেন বহু দিন।

নোবেল কর্তৃপক্ষ বিশেষ মতলব হাসিলে মালালাদের মত মেয়েদের দেখলেও মাহাথিরগন তাদের চোখের ফাঁক গলে পড়ে যান আজীবন।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটা আসলে মাহাথির ভক্তদের পাগলামি। এটাকে বেশী সিরিয়াস হিসাবে নেয়ার কোন কারণ নেই। সামনে বিশ্বকাপ ফুটবল আসছে। বাংলাদেশে আর্জেন্টিনা আর ব্রাজিল ভক্তদের পাগলামী দেখে বেচাইন হয়ে যাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.