নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

উপহারের সংখ্যাধিক্যে বিরক্ত মাহাথির পত্নী!

২৪ শে মে, ২০১৮ ভোর ৫:৪৬

বাবা-মায়ের সাথে মারিনা মাহাথির

৯ই মে ২০১৮ এর সাধারণ নির্বাচনে বিজয়ী ও পরের দিন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর অসংখ্য অভিনন্দন আর উপহার আসতে থাকে মাহাথিরের বাসায়। উপহারের সেই স্রোত এখনো অব্যাহত আছে। আর এতেই দারুণ বিব্রত কিংবা বিরক্ত হয়ে গেছেন মাহাথির পত্নী Tun Dr Siti Hasmah Mohd Ali. তিনি শুভাকাঙ্ক্ষীদের প্রতি আর কোন উপহার না পাঠাতে আহবান জানিয়েছেন। এর পরিবর্তে উপহারের টাকা চ্যারিটি খাতে দান করার কথা বলেছেন।

কন্যা মারিনা মাহাথিরের মারফত এক বিবৃতিতে মিসেস মাহাথির যারা উপহার পাঠিয়েছিন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। ফুল, খাবার কিংবা অন্য কোন উপহার সামগ্রী না পাঠানোর জন্য তিনি সবাইকে অনুরোধ জানিয়েছে। তিনি বলেছেন, নির্বাচনী জোট পাকাতান হারাপান এর নিয়ম অনুসারে কোন রাজনীতিক ফুল কিংবা খাবার ব্যতীত অন্য কোন উপহার গ্রহণ করতে পারেন না। আমাদের ঘরে উপহার রাখার মতো এতো জায়গাও নেই। মিজ মারিনা মাহাথির আরো বলেন- আমার বাবা-মার প্রধান মন্ত্রীল জন্য প্রদত্ত সরকারী সরকারী বাস ভবন Sri Perdana –তে উঠার আপাতত কোন সম্ভাবনা নেই। তারা তাদের বর্তমান বাসায়ই থাকতে চান। এই বাসাটি খুবই আরাম দায়ক কিন্তু বাস্তবিকই উপহার সামগ্রী রাখার মতো অত বেশী জায়গা নেই।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৮ সকাল ৭:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল সাজ্জাদ ভাই। আহারে! ভালোবাসার অত্যাচার।

অনেক অনেক শুভ কামনা রইল।

২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ সকাল , পদা‌তিক চৌধুরী ভাই। আপনার মন্তব্য পড়‌লে ভা‌লো লা‌গে। আপনার লেখাও খুব সুন্দর।

২| ২৪ শে মে, ২০১৮ সকাল ৭:৪৬

অনুতপ্ত হৃদয় বলেছেন: ইহাকেই বলে অতিরিক্ত পিরিতি

২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনা‌কে অ‌নেক ধন্যবাদ। ভা‌লো থাকুন সব সময়। জীবন হোক সুন্দর।

৩| ২৪ শে মে, ২০১৮ সকাল ৭:৫৩

কাওসার চৌধুরী বলেছেন: তিনি মাহাথির বলেই বিরক্ত হন। আমাদের দেশের কোন নেতা হলে বিরক্ত হত না। বরং উপহার না দেওওয়ার অপরাধে দন্ডিত হতো।

২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কাউসার চৌধুরী ভাই, এক জন গুণী মানুষ। আপ‌নি স‌ঠিক মন্তব্য ক‌রে‌ছেন।

৪| ২৪ শে মে, ২০১৮ সকাল ৮:১০

আকিব হাসান জাভেদ বলেছেন: কাউসার ভাই যথার্থ বলেছেন। উপঢৌকন ছাড়া বর বউ নিতে নারাজ । এ সংস্কৃত আমাদের দেশেই বেশি।

২৪ শে মে, ২০১৮ দুপুর ২:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই সব মহামানবদের কাছে থেকে আমাদের সবার শিক্ষা গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে শিক্ষার কোন বয়স নেই।

৫| ২৪ শে মে, ২০১৮ সকাল ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


উপহারগুলো নিয়ে রোহিংগাদের জন্য দিয়ে দিলে হয়, মালয়েশিয়াতে রোহিংগারা আছে

২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, আপনা‌কে ধন্যবাদ। প্রায় দশ লাখ রো‌হিঙ্গা আ‌ছে বাংলা‌দে‌শে। অত উপহার কে দি‌বে। ত‌বে কক্সবাজা‌রে মাল‌য়ে‌শিয়ার এক‌টি ফিল্ড হাসপাতাল রো‌হিঙ্গা‌দের জন্য স্বাস্থ্য সেবা দি‌চ্ছে।এটাও কম নয়।


মাল‌য়ে‌শিয়া‌তে UNHCR এর কার্ডধারী কিছু রো‌হিঙ্গা আ‌ছে। তারা কাজ টাজ ক‌রে বে‌ঁচে আ‌ছে।

৬| ২৪ শে মে, ২০১৮ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: গরীব দুঃখীদের দিয়ে দিলে ভালো হবে।

২৪ শে মে, ২০১৮ দুপুর ২:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ম্যাডাম মাহাথির তো সেটাই বলেছেন।

৭| ২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৪৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমাদের রাজনীতিবিদ'দের লজ্জাশরম থাকলে এসব দেখে দেখে শিখবেন।

২৪ শে মে, ২০১৮ দুপুর ২:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবারই শেখা উচিত। কেননা, যে কোন শিক্ষাই কাজে লাগতে পারে। আর এই সব তো অনেক বড় মাপের শিক্ষা।

৮| ২৪ শে মে, ২০১৮ সকাল ১১:২২

কথার ফুলঝুরি! বলেছেন: আমাদের দেশের মন্ত্রী প্রধানমন্ত্রীরা ও যদি মাহাথির এর মত হতো !
অতিরিক্ত উপহার গুলো আমাদের কে পাঠিয়ে দিলে ভালো হতো :P

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনি জানতে পারলে পাঠাতেও পারেন। আদর্শ মানুষ হলে আদর্শ নেতা হয়। তখন তারা হন সবার কাছে বরনীয়।

৯| ২৪ শে মে, ২০১৮ দুপুর ২:১৪

সেলিম আনোয়ার বলেছেন: এটা থেকে কি আমাদের মন্ত্রীগন শিক্ষা নিবেন? নিলে ভাল হতো ।

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শিক্ষার কোন বয়স নেই। তবে কেউ শিখতে চায় না। কেবল সার্টিফিকেট বাগাতে চায়।

১০| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:০০

হাঙ্গামা বলেছেন: @মিসেস মাহাথির
আমার বাসায় পর্যাপ্ত যায়গা আছে। :P

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনাকে ফেসবুকে লিখে জানাতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.