নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মাল‌য়ে‌শিয়ার মন্ত্রী‌দের ১০% বেতন কমানোর সিদ্ধান্ত।

২৩ শে মে, ২০১৮ দুপুর ১:১৯

মাল‌য়ে‌শিয়ার মন্ত্রী‌দের ১০% বেতন কাটার সিদ্ধান্ত। জ্বালানী তেলের দাম আপাতত বাড়বে না।

নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী মাহাথির



প্রধানমন্ত্রীর অ‌ফি‌সে মন্ত্রী সভার বৈঠকে প্রধানমন্ত্রী মাহা‌থির

মন্ত্রী‌দের বেতন ১০% কমা‌লেন মাহা‌থির। মাল‌য়ে‌শিয়ার প্রধামন্ত্রী মাহা‌থির মোহামাদ এর সভাপ‌তি‌ত্বে আজ নতুন কে‌বি‌নে‌টের প্রথম সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। আজ‌কের সভার মূল সিদ্ধান্ত মন্ত্রী‌দের বেতন ১০% কমা‌নো হ‌বে। এর মাধ্য‌মে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ব্যয় কমা‌নোর সুস্পষ্ট ই‌ঙ্গিত দি‌লে

পরে এক প্রেস ব্রিফিং-এ প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির বলেন, “এই কর্তন মন্ত্রীদের বেতনের বেসিক ( মূল বেতন) থেকে হবে। যা দেশের অর্থনীতিতে সহায়ক হবে। আমি যখন ১৯৮১ সালে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলাম তখনো এই চর্চাটি করেছিলাম”। তিনি আরো বলেন – মেগাপ্রজেক্টগুলো রিভিউ করা হবে।

প্রধানমন্ত্রী জানান, জ্বালানী তেলের দাম আপাতত বাড়ানোর কোন পরিকল্পনা নেই। বর্তমানে জ্বালানী তেলের দামঃ
RON95 petrol এর দাম লিটার প্রতি at RM2.20
RON97 Petrol এর দাম লিটার প্রতি RM2.47
ডিজেলের দাম লিটার প্রতি RM2.18 এই দাম বিগত এক মাস যাবত অপরিবর্তিত আছে।

এবার উনার খোলামেলা কথা শুনুনঃ

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২৬

কাইকর বলেছেন: এদের থেকে শিক্ষা নেওয়া উচিৎ আমাদের সরকারের

২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শিক্ষা নেবার মতো কেউ থাকলে তো ভালোই। সবাই কেবল শেখাতে চায়। কেউ শিখে না।

২| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২৬

কাওসার চৌধুরী বলেছেন: আমাদের এখানে মন্ত্রীদের ফ্রি ফ্ল্যাট, ফ্রি গাড়ি, আরো কত কী?.............

২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষের চাহিদার শেষ নেই। তবে একটি মাত্রা থাকা উচচিত।

৩| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২৮

মোস্তফা সোহেল বলেছেন: এই সব আমাদের সাথে বলে আর মনের দুঃখ বাড়াইয়েন না।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যাদের এমনিতেই অনেক দুঃখ তাদের দুঃখ আর বাড়িয়ে লাভ কি। তার চেয়ে এই সব দেখে দুঃখ কমানোর চেষ্টা করি।

৪| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমাদের জন্য শিক্ষণীয়।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমরা সাধারণ মানুষ তো শিখি। কিন্তু যাদের শেখার কখা তারা তো শিখে না।

৫| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৪৩

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন ,




কার ঘাড়ে কয়টা মাথা আছে যে আপনি আমাদের মন্ত্রীদের বেতন ভাতা কাটবেন ??????????

মোস্তফা সোহেল এর সাথে সহমত ।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমিও এক মত। তবে সময় এক দিন আসতেও পারে।

৬| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৫৭

ব্লগার_প্রান্ত বলেছেন: মাহাথির এটা পারবেন বলেই, লোকে ওনাকে ভোট দিয়েছেন।
আমাদের একটা মাহাথির দরকার।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন। মাহাথিরের মতো নেতা পৃথিবীতে একজনই হন।

৭| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৫৮

চাঁদগাজী বলেছেন:



একজন মন্ত্রীর গড় বেতন কত?

মন্ত্রীর বেতন কাটার মতো খারাপ অবস্হানে মালয়েশিয়া? নাকি নাজিব দেশের মানুষের আয়ের সাথে সংগতি রেখে বেতন না দিয়ে, বেশী দিয়েছে।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মন্ত্রীদের বেতন এখান থেকে জানা যাবে। Click This Link


শুধু বেতনই নয়, অনেক কর্মী ছাটাই কবে। বিদেশী শ্রমিক নির্ভরতা কমানোর ঘোষণাও আসতে পারে।

৮| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৫৯

চাঁদগাজী বলেছেন:



একজন মন্ত্রীর গড় বেতন কত?

মন্ত্রীর বেতন কাটার মতো খারাপ অবস্হানে মালয়েশিয়া? নাকি নাজিব দেশের মানুষের আয়ের সাথে সংগতি রেখে বেতন না দিয়ে, বেশী দিয়েছে?

২৪ শে মে, ২০১৮ ভোর ৫:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বেতনের ব্যাপারে বিভিন্ন পত্রিকা বিভিন্ন রকম তথ্য দিচ্ছে । তবে ধরে নিতে পারি যে তাদের বেতন তাদের দেশের অর্থনীতির তুলনায় খুব বেশী নয়। এখানকার এক জন বিশ্ববিদ্যালয় শিক্ষক যে পরিমাণ বেতন পান মন্ত্রীরা তার চেয়ে অনেক কম পান।

৯| ২৩ শে মে, ২০১৮ দুপুর ২:০৬

নাজিম সৌরভ বলেছেন: নিজেরা বেতন কম নিয়ে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখবেন, এতে লাভটা কি ? পড়ে নাজিব রাজাকের মত কোন এক দুর্নীতিবাজ এসে সেই জমানো টাকা মেরে খাবে !

২৪ শে মে, ২০১৮ ভোর ৫:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মনে হয় না। সেই সুযোগ কম।

১০| ২৩ শে মে, ২০১৮ দুপুর ২:৩৫

ঢাবিয়ান বলেছেন: @নাজিম সৌরভ , রাস্ট্রীয় কোষাগারে টাকা জমা দিলে সেই রাস্ট্রীয় সম্পদ লুটপাঠের নজির শুধু আমাদের দেশেই আছে আর কোথাও নাই।রাজিব নাজাকের দুর্ণিতির সাথে আমাদের দেশের দুর্নিতির তুলনা করাটা অনেকটা সিন্ধুতে বিন্দুর মত।

২৪ শে মে, ২০১৮ ভোর ৫:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই সুযোগ খুব কম। প্রযুক্তিতে তারা আমাদের চেয়ে অনেক বেশী এগিয়ে আছে।

১১| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: সাজ্জাদ ভাই আশাকরি ভাল আছেন। আপনার আজকের পোষ্টটি বর্তমান সমাজের পক্ষে বড্ড বেমানান । জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেখানে প্রতি পদেপদে চলে একটি সাফল্যের নামে অপরকে পদদলিত করার একটা অসুস্থ প্রতিযোগিতা। আমরাও এই নৈতিক অবক্ষয়কে মেনে প্রতোযোগিতায় সামিল হয়েছি, সেখানে মালয়েশিয়া যেন উলাটপুরান। একটা গোটা দেশ যে দৃষ্টান্ত স্থাপন করে নজির সৃষ্টি করলো আমাদের সমাজের গুটিকয় মানুষ যদি এমন মানসিকতা দেখায় তাহলেও সমাজের অবক্ষয় অনেক কমতে বাধ্য। আমরাও সেই দিনের অপেক্ষায়....

অনেক অনেক ভালা লাগা প্রিয় সাজ্জাদ ভাইকে।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: https://youtu.be/JYKuQkdyZ0c

চৌধুরী ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি লিখেন সুন্দর। পড়েনও ভালো। মাহাথির পৃথিবীর একটি ব্যতিক্রম। তার মতো নেতা পৃথিবীতে আর হবে না। তার চিন্তা ধারাই আলাদা। কেননা, পৃথিবীর খুব কম মানুষই ৯২ বছর পর্যন্ত বাচে। তিনি বেচে আছেন। প্রধানমন্ত্রী হয়েছেন আবার তাও স্বেচ্ছায় ছেড়ে দেবার প্রায় ১৬ বছর পর।

১২| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: বেতন কমালে তারা আবার আন্দোলন বা মানব বন্ধন করবে না তো?

২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মন্ত্রীরা তো মিটিংএ ছিলেন। তাদের সম্মতি নিয়েই এটা করা হয়েছে। তারা তো জনসেবা করতে এসেছেন। চাকরি করতে নয়। আর প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অবশ্যই মানতে হবে। কেননা, প্রধামন্ত্রীর নাম মাহাথির ।

১৩| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৬

রসায়ন বলেছেন: দেখি আর কি কি করেন ।

২৪ শে মে, ২০১৮ ভোর ৫:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আরো আছে। নতুন পোস্ট জানাচ্ছি।

১৪| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৫০

প্রামানিক বলেছেন: দেশ দরদী বটে।

১৫| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

শহীদ আম্মার বলেছেন: মালেয়শিয়ার মন্ত্রীদের বেতন কাটা হয়েছে তাতে কি? উরা বয়সে অনেক বড় এটা বুঝবে।
আর আমাদের মন্ত্রীরা সোনার বাংলার আদুরে বাচ্ছা পোলাপান;
এদের মোবাইল টাও দেশের টাকা দিয়ে কিনে দিতে হবে! যদি আবার রাগ করে স্কুলে(সংসদে) না যান!

১৬| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

শহীদ আম্মার বলেছেন: মালেয়শিয়ার মন্ত্রীদের বেতন কাটা হয়েছে তাতে কি? উরা বয়সে অনেক বড় এটা বুঝবে।
আর আমাদের মন্ত্রীরা সোনার বাংলার আদুরে বাচ্ছা পোলাপান;
এদের মোবাইল টাও দেশের টাকা দিয়ে কিনে দিতে হবে! যদি আবার রাগ করে স্কুলে(সংসদে) না যান!

১৭| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:১১

শিখণ্ডী বলেছেন: এবার বুঝলেন তো মালয়েশিয়া থেকে আমরা অনেক ধনি ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.