নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

শপথ নি‌লেন মাহা‌থির এর মন্ত্রীসভা

২১ শে মে, ২০১৮ রাত ৯:১৪

মালয়েশিয়ার রাজপ্রাসাদ ইস্তানা নেগারা


মালয়েশিয়ার নতুন কেবিনেট


মালয়েশিয়ার নতুন মন্ত্রী সভা আজ (সোমবার ২১ মে ২০১৮) সন্ধ্যায় রাজপ্রাসাদ ইস্তানা নেগারায় শপথ গ্রহণ করেছে। মালয়েশিয়ার রাজ সুলতান মাহমুদ (৫ম) এর সামনে তারা শপথ পাঠ করেন।

শপথের নথিতে স্বাক্ষর করছেন মালয়েশিয়ার ইতিহাসে প্রথম মহিলা উপপ্রধানমন্ত্রী উয়ান আজিজাহ

এর আগে ৯ মে মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মুহামাদ যিনি ২০০৩ সালে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন তার জোট বিজয়ী হয়। ১০ মে মাহাথির প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। এর পর তিনি মন্ত্রী সভা গঠনের জন্য কাজ শুরু করেন।

১৮ মে তারিখে তিনি ১৪ জন মন্ত্রীর নাম ঘোষণা করেন। অবশ্য উপপ্রধানমন্ত্রীর নামে আগেই ঘোষণা করা হয়েছিল।

রাজার কাছে মন্ত্রী সভার তালিকা পেশ করার পর মাহাথির

নতুন মন্ত্রীসভা নিম্নরূপঃ

1. Prime Minister - Tun Dr Mahathir Mohamad (Pribumi – Langkawi)

2. Deputy Prime Minister - Datuk Seri Dr Wan Azizah Wan Ismail (PKR – Pandan), who is also Minister of Women and Family Development.

3. Home Minister - Tan Sri Muhyiddin Yassin (Pribumi – Pagoh)

4. Education Minister - Dr Maszlee Malik (Pribumi - Simpang Renggam)

5. Minister of Rural Development - Rina Harun (Pribumi - Titiwangsa)

6. Minister of Economic Affairs – Datuk Seri Mohamed Azmin Ali (PKR – Gombak)

7. Minister of Housing and Local Government - Datuk Zuraida Kamaruddin (PKR - Ampang)

8. Minister of Finance - Lim Guan Eng (DAP-Bagan)

9. Minister of Transport - Anthony Loke Siew Fook (DAP-Seremban)

10. Minister of Communications and Multimedia - Gobind Singh Deo (DAP-Puchong)

11. Human Resource Minister – M. Kulasegaran (DAP-Ipoh Barat)

12. Defence Minister - Mohamad Sabu (Amanah - Kota Raja)

13. Minister of Agriculture and Agro-Based Industry - Salahuddin Ayub (Amanah - Pulai)

14. Health Minister - Dr Dzulkefly Ahmad (Amanah - Kuala Selangor)

উল্লেখ্য, অন্যতম প্রধান মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী হিসাবে কাউকে দেখা যাচ্ছে না।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৮ রাত ২:২০

চাঁদগাজী বলেছেন:


ইব্রাহিম সম্পর্কে কি মনোভাব মানুষের?

২২ শে মে, ২০১৮ সকাল ১১:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনার সম্প‌র্কে কা‌উ‌কে খারাপ খারাপ বল‌তে শু‌নি‌নি। বিদ্বান মানুষ ।

২২ শে মে, ২০১৮ রাত ৯:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

২| ২২ শে মে, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পোষ্টের জন্য।

২২ শে মে, ২০১৮ দুপুর ২:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আপনার লেখা খুব সুন্দর।

৩| ২২ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৩

আকতার আর হোসাইন বলেছেন: ভালো লাগেনি...
শুভ দুপুর..

২২ শে মে, ২০১৮ দুপুর ২:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালো না লাগার জন্য ধন্যবাদ। আপনাকেও শুভ দুপুর।

৪| ২২ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: মালয়েশিয়ার জন্য শুভকামনা রইলো। এমন একজন নেতা তারা পেয়েছেন। আমাদের দেশের অনেক মানুষ মালয়েশিয়ায় চাকরি রত আছে।

২২ শে মে, ২০১৮ দুপুর ২:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাহাথির সারা পৃথিবীর জন্য ব্যাতিক্রম। এই কারণে এতো অধিক বয়সে আর কেউ এমন রাজনৈতিক রেকর্ড করতে পারেনি। আর পারবে বলেও মনে হয় না। আমরা তো অত বছর হায়াতই পাই না।

৫| ২২ শে মে, ২০১৮ দুপুর ২:৫২

দিলের্‌ আড্ডা বলেছেন: আরো এগিয়ে যাক মালয়শিয়া।

৬| ২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৫

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: শুভকামনা সবার জন্য।

২২ শে মে, ২০১৮ রাত ৯:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনা‌কে অ‌নেক ধন্যবাদ। সা‌থে থাকুন সব সময়।

৭| ২২ শে মে, ২০১৮ রাত ১১:৫৯

প্রামানিক বলেছেন: মাহাথির পৃথিবীতে মডেল হয়ে থাক।

২৩ শে মে, ২০১৮ ভোর ৫:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কেবল মডেলই নয় সারা পৃথিবীতে দৃষ্টান্ত। কেননা, এতো বছর খুব কম লোকই বাঁচে। আর ৯২ বছর বয়সে নতুন দল গঠন করে নির্বাচনে জেতা কেবল মাহাথিরের পক্ষেই সম্ভব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.