নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

রাজনৈতিক বিবেচনায় নিয়োগ প্রাপ্ত ১৭০০০ সরকারী কর্মচারী ছাটাই করতে চান মাহাথির।

১৯ শে মে, ২০১৮ দুপুর ১:১০

প্রশাসনিক রাজধানী পুত্রজায়াতে প্রধানমন্ত্রীর কার্যালয়ও প্রধানমন্ত্রী মাহাথির


এটা মনে হয় প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির মুহামাদের একটি কঠিন সিদ্ধান্ত। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে, পূর্ববর্তী প্রশাসন কর্তৃক রাজনৈতিক বিবেচনায় নিয়োগকৃতদের চুক্তি বাতিল করা হবে। তবে তাদেরকে চাকরি থেকে বাদ দেবার আগে তাদের অবস্থা বিবেচনা করা হবে। যোগ্যতার ভিত্তিতে তাদেরকে অন্য কোথাও নিয়োগ দেয়া যায় কিনা সেটাও বিবেচনা করা হবে। এই সংখ্যা আপাতত ১৭০০০।

এদিকে পার্লামেন্ট সদস্যও MCA deputy president Datuk Seri Dr Wee Ka Siong বলেছেন, তিনি প্রধানমন্ত্রীর এই সরকারী খরচ সাশ্রয়ের বিষয়টিকে সম্মান করেন। তিনি চান এটা অন্ততপক্ষে ঈদের পর করা হোক।

এ দিকে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন সাবেক প্রধানমন্ত্রী নাজিবের প্রতি সমন জারি করেছে। সেই অনুযায়ী আগামী ২২ শে মে তাকে কমিশনে হাজির থাকতে হবে।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৮ দুপুর ১:১৬

তারেক_মাহমুদ বলেছেন: বোঝা যাচ্ছে সব দেশেই রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া, আবার পরের সরকার তাদের ছাটাই করেন।

১৯ শে মে, ২০১৮ রাত ৮:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাল‌য়ে‌শিয়ায় প্রায় ৬১ বছর পর নতুন এক‌টি দল বা জোট ক্ষমতায় এ‌লো। এখন অ‌নেক প‌রিবর্তন আস‌বে। ত‌বে এই ১৭০০০ লো‌কের জন্য বিকল্প কিছু একটা রাখ‌বেন মাহা‌থির।

২| ১৯ শে মে, ২০১৮ দুপুর ১:৩৪

সনেট কবি বলেছেন: চাকুরী হারানো খুব কষ্টের।

১৯ শে মে, ২০১৮ রাত ৮:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই জন্য ই স‌ঠিক পন্থায় নি‌য়োগ হওয়া দরকার। নই‌লে প‌রে ঝা‌মেলা হয়।

৩| ১৯ শে মে, ২০১৮ দুপুর ২:৫২

অনুতপ্ত হৃদয় বলেছেন: সবাই কি তাহলে স্বার্থবাদি।

স্বার্থের জন্য প্রায় প্রতিটা দেশেই এখন দলিয় করণ

১৯ শে মে, ২০১৮ রাত ৮:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এ‌শিয়ার দেশগু‌লো তুলনামূলক ভা‌বে বেশী খারাপ।

৪| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সাজ্জাদ ভাই?
আসল টপিক তো কেউ ধরতে পারলো না?
১৭০০০কর্মি ছাঁটাই?B:-)
এর ইফেক্ট কি হবে ভাবতে পারছেন??

মাহাথীর ভাই দেশের স্বার্থে আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। উনার গোয়েন্দাসংস্থা ও দেহরক্ষীরা ঠিকমত কাজ না করলে উনাকে হারানোর আশঙ্কা করছি:(

১৯ শে মে, ২০১৮ রাত ৮:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উ‌নি কোন বোকামী কর‌বেন না ব‌লেই আ‌মি বিশ্বাস ক‌রি। তা‌কে ভা‌লো লা‌গে ব‌লে আগ্রহ ভ‌রে তার খবর নিই। তি‌নি অ‌বিচল থাক‌বেন।

৫| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:১৯

ঢাবিয়ান বলেছেন: খুবই ভাল সিদ্ধান্ত।মালয়েশিয়ায় বিগত কয়েক বছরে দুর্নিতি অনেক বেড়ে গিয়েছিল । রাজনৈতিকভাবে যারা নিয়োগ পেয়েছে বলাই বাহুল্য যে তাদের নিয়োগ বৈধ নয়। অবৈধ প্রক্রিয়ায় যারা নিয়োগ পেয়েছে তাদের নিয়োগতো বাতিলই হওয়া উচিৎ।

আমাদের দেশে অবৈধ রাজনৈতিক নিয়োগপ্রাপ্তদের চাকুরি বাতিল করলে এই সংখ্যা দাড়াবে লাখ লাখ। কারন আমাদের দেশে চাকুরিতে ৯০ঁ% নিয়োগই মেধাবিদের বঞ্ছিত করে রাজনৈতিক ক্যন্ডিডেটদের নিয়োগ দেয়া হয়।

২০ শে মে, ২০১৮ বিকাল ৪:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যোগ্য নেতার হাতে পড়লে সব ঠিক হয়ে যায়। মাহাথির যা করবেন তা ঠিকই করবেন। তার চাওয়া পাওয়ার কিছু নেই। কেবল জনকল্যাণই তার কাজ।

৬| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:২৬

ঢাবিয়ান বলেছেন: কিছু ব্লগার দেখা যাচ্ছে অবৈধ রাজনৈতিক নিয়োগপ্রাপ্তদের চাকুরি বাতিলে ব্যথিত !!!!!!!!

২০ শে মে, ২০১৮ বিকাল ৪:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাজনৈতিক বিবেচনায় কেবল এপিএস নিয়োগ দেয়া যেতে পারে। এর বাইরে কোন নিয়োগ ঠিক নয়।

৭| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৯

দিলের্‌ আড্ডা বলেছেন: রাজনৈতিক নিয়োগপ্রাপ্তদের ছাঁটাই করতেই হবে<<<<<<<<<<<

২০ শে মে, ২০১৮ বিকাল ৪:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্বচ্ছতা না থাকলে কি আর করা।

৮| ১৯ শে মে, ২০১৮ রাত ৮:১০

পবন সরকার বলেছেন: বাপের বেটা সাদ্দাম

২০ শে মে, ২০১৮ বিকাল ৪:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনি এক জন মহান নেতা।

৯| ১৯ শে মে, ২০১৮ রাত ১১:২৬

প্রশ্নবোধক (?) বলেছেন: ঠিক সিদ্ধান্ত। সবার কথাই ভাবেন।

২০ শে মে, ২০১৮ বিকাল ৪:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিক।

১০| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:৫৭

রাজীব নুর বলেছেন: ছাটাই করা ঠিক না। যদি তারা অসৎ আর অলস হয় তবে ঠিক আছে।

২০ শে মে, ২০১৮ বিকাল ৪:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসৎ না হলে কি আর অস্বচ্ছ উপায়ে চাকরি গ্রহণ করে। তবে তিনি নিশ্চয়ই কোন বিকল্প বের করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.