নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

রাতে ঘুমাচ্ছেন না মাহাথির

১৭ ই মে, ২০১৮ দুপুর ১:২৫




এবার রাতের ঘুমও বাদ দিয়েছেন প্রধানন্ত্রী। মাহাথির পত্নী তুন ডাঃ সিতি হাসমাহ ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন যে, তার স্বামী প্রধানমন্ত্রীর শপথ নেয়ার পর রাতে প্রায় ঘুমাচ্ছেন না। তিনি বলেন, " আমি তার স্বাস্থ্য নিয়ে যথেষ্ট চিন্তিত কেননা, তিনি পর্যাপ্ত নিদ্রা পাচ্ছেন না। প্রতি রাতে ৪টা/৫টা পর্যন্ত জেগে থেকে ২০০ এর মতো সরকারী নথি দেখেন। আবার সকাল ৭টায় তিনি অফিসে চলে যাচ্ছেন। অনেক মালয়েশিয়ানও তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। কয়েক দিন পরে ৯৩ বছরে পা দিবেন তিনি। এসময় কঠিন পরিশ্রম শরীরে সইবে না। তাই দ্রুত নতুন মন্ত্রীসভা শপথ নিলে তার পরিশ্রম কিছুটা কমবে।

ঘুম বাদ দিয়ে সরকারী নথি দেখছেন মাহাথির

নতুন সরকা‌রে প্রধানমন্ত্রী মাহা‌থির মুহামাদ শিক্ষা মন্ত্রণাল‌য়ের দা‌য়িত্ব নি‌বেন। আর তার উপপ্রধানমন্ত্রী ওয়ান আ‌জিজাহ ম‌হিলা বিষয়ক মন্ত্রণাণ‌য়ের দা‌য়িত্ব নে‌বেন। আজ জো‌টের কার্যালয় ইয়াইয়াসান সেলাঙ্গ‌রে তার জোট পাকাতান হারাপান এর প্রে‌সি‌ডেন‌শিয়াল কাউ‌ন্সি‌লের মি‌টিং এর পর আ‌য়ো‌জিত প্রেস ব্রি‌ফিং এ প্রধানমন্ত্রী এ কথা জানান। তি‌নি আ‌রো জানান রাজপ্রাসাদ সম্ম‌তি দি‌লে আগামী সোম বার তার কে‌বি‌নে‌টের ১৩ জন মন্ত্রীর শপথ অনুষ্ঠান হ‌তে পা‌রে। এ ব্যাপা‌রে তি‌নি চেষ্টা কর‌ছেন। মাল‌য়ে‌শিয়ার ১৪ তম পার্লা‌মেন্ট নির্বাচ‌নে বিজয়ী হ‌য়ে প্রধানমন্ত্রী হিসা‌বে শপথ গ্রহণ কর‌লেও তার মন্ত্রী সভা এখ‌নো গ‌ঠিত হয়‌নি। ক‌য়েক জ‌নের নাম ঘো‌ষিত হ‌য়ে‌ছে মাত্র

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৮ দুপুর ২:৩৩

সোহাগ তানভীর সাকিব বলেছেন: মাহাথির সেখানেই যাবেন সেখানেই আলো ছড়াবেন। ভালো মানুষেরা তাই করেন।

১৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আসলেই তাই। তার মতো মহান নেতা সব দেশেরই দরকার।

২| ১৭ ই মে, ২০১৮ দুপুর ২:৪৬

ক্স বলেছেন: মাহাথিরের ওয়াওয়াসান ২০২০ তার হাতেই বাস্তবায়িত হবে বলে মনে হচ্ছে।

১৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়া এখন অনেক উন্নত। তাই তার ২০২০ এখন বাস্তবতা।

৩| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঘুম নেই এই নেতার।

৪| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের কোন সেক্রেটারী, শেখ হাসিনা, বা প্রেসিডেন্ট ২০০ ফাইল দেখলে, এরা বাস্পীভুত হয়ে যাবে।

১৭ ই মে, ২০১৮ রাত ৯:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ‌ঠিক এই সময় মাল‌য়েশিয়া‌ক্প্রেধানমন্ত্রী ব্যতীত আর কোন মন্ত্রী নেই। সরকারী সব দপ্তর তা‌কেই সামাল দি‌তে হ‌চ্ছে।

৫| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের কোন সেক্রেটারী, শেখ হাসিনা, বা প্রেসিডেন্ট ২০০ ফাইল দেখলে, এরা বাস্পীভুত হয়ে যাবে।


এরা দুই বছরেও ২০০ ফাইল দেখে না।

১৭ ই মে, ২০১৮ রাত ৯:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রধামন্ত্রী মাহা‌থি‌রের কোন মন্ত্রী নাই। তাই একাই সব সামলান। সাবা‌সি পাবার ম‌তো নেতা ব‌টেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.