নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
বিগত নাজিব রাজাক সরকারের সময় প্রবর্তিত বহুল আলোচিত জিএসটি ট্যাক্স Goods and Services Tax (GST) অবশেষে বাতিল করতে যাচ্ছেন মাহাথির সরকার।
জিএসটি চাই না শ্লোগান হাতে এক কিশোর ২০১৪ সালের মে দিবসে
অর্থমন্ত্রণালয় জানিয়েছে, পহেলা জুন ২০১৮ তারিখ থেকেই জিএসটি হবে শূণ্য শতাংশ। মন্ত্রণালয় আরো জানিয়েছে- বর্তমানে চালু ৬% পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সারা দেশে ০% বলে বাস্তবায়িত হবে।
উল্লেখ্য , ২০১৪ সালে নাজিব তুন রাজাকের সরকার পণ্য ও সেবার উপর ৬% হারে কর ধার্য করে। ফলে অনেক পণ্যের দাম বেড়ে যায়। অনেক সেবার জন্য মানুষকে অতিরিক্ত ৬% অর্থ খরচ করতে হয়।
মাহাথির শুরু থেকেই এই ট্যাক্সের বিরোধিতা করেছিলেন বলে জানা গেছে।
২| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:০৭
সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: তহলে অনেক দিনের স্বপ্ন আমার পুরুন হবে,ঈদে একটা গাড়ী কিনবো।
৩| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:০৮
মোস্তফা সোহেল বলেছেন: মালয়েশিয়াতে যে সব বাঙালীরা অবৈধ ভাবে আছেন আশা করি মাহথির সরকার তাদের জন্য কিছু করবেন।
৪| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:২১
রাজীব নুর বলেছেন: আমাদের দেশ থেকে অনেক বাঙ্গালী যাওয়ার সুযোগ পাবে।
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:০২
জাতির বোঝা বলেছেন: মাহাথির ভালো করবেন। তিনি সবার খুব প্রিয় মানুষ। তার কাজ ভালোই হবে।