নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মাহাথির পুত্র মুখরিজ

১৪ ই মে, ২০১৮ বিকাল ৪:৫১

কেদাহ প্রদেশের মুখ্যমন্ত্রী Datuk Seri Mukhriz bin Tun Mahathir

দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হলেন মাহাথির পুত্র। নিজ জন্ম ভূমি কেদাহর মুখ্য মন্ত্রী (Menteri Besar) হিসাবে শপথ নিয়েছেন মাহাথির পুত্র মুখরিজ (Datuk Seri Mukhriz bin Tun Mahathir) । তিনি এর আগেও এই প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন।

শপথ নিচ্ছে মিঃ মুখরিজ বিন তুন মাহাথির

গত সপ্তাহে ৯ মে মালয়েশিয়ায় জাতীয় ও প্রাদেশিক পরিষদ সমুহে এক যোগে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মুখরিজের দল একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়াতে কোয়ালিশন সরকার গঠন করতে হয়েছে। প্রাদেশিক পরিষেদের মোট ৩৬ টি আসনের মধ্যে মুখরিজের পাকাতান হারাপান পায় ১৮ টি, ধর্ম ভিত্তিক PAS পায় ১৫টি আর বারিসান ন্যাশনাল পায় ৩ টি আসন। ফলে তাকে PAS সাথে কোয়ালিশন করতে হয়।

এর আগে ২০১৩ সালে মিঃ মুখরিজ বারিসান ন্যাশনালের নেতা হিসাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হন। কিন্তু ২০১৬ সালে তিনি বারিসানের ন্যাশনালের নেতৃত্ব হারালে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করেন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


পুত্র মুত্রকে এনে বদনামের ভাগী হতে যাচ্ছে?

১৪ ই মে, ২০১৮ রাত ৮:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাহা‌থিরপুত্র এক জন যোগ্য নেতা। তা‌কে বাংলা‌দে‌শের কোন নেতাপু‌ত্রের সা‌থে তুলনা কর‌লে মুত্র ম‌নে হ‌তে পা‌রে। আস‌লে তি‌নি গুণী নেতা। নি‌জের যোগ্যতায় ২০১৩ সা‌লে ও ২০১৮ সা‌লে মুখ্যমন্ত্রী হ‌য়ে‌ছেন।

২| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:২৫

জাতির বোঝা বলেছেন: মাহাথির পুত্র যথেষ্ট যোগ্য। আগেও এক বার তিনি মুখ্য মন্ত্রী ছিলেন। এটা তার কাছে কোন নতুন বিষয় না। তিনি খুবই জনপ্রিয় ব্যক্তি। নিজের যোগ্যতায় উঠে এসেছেন। তাকে অভিনন্দন।

১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জনাব চাঁদ গাজীর পুত্র মুত্র কথা‌টি বেশ ছন্দময়। ত‌বে মাহা‌থির পুত্র আ‌গেও একবার মুখ্য মন্ত্রী ছি‌লেন। উ‌নি বাংলা‌দে‌শের কোন নেতা পু‌ত্রের ম‌তো ন‌হেন।

৩| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৮

রাজীব নুর বলেছেন: জানলাম।

১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জনাব চাঁদ গাজীর পুত্র মুত্র কথা‌টি বেশ ছন্দময়। ত‌বে মাহা‌থির পুত্র আ‌গেও একবার মুখ্য মন্ত্রী ছি‌লেন। উ‌নি বাংলা‌দে‌শের কোন নেতা পু‌ত্রের ম‌তো ন‌হেন।

৪| ১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১০

ঢাবিয়ান বলেছেন: ভাল সিদ্ধান্ত। এটা বাংলাদেশ নয় যে দেশকে পারিবারিক সম্পত্তি বানানোর সুযোগ আছে। যোগ্যতা প্রমান করেই সেখানে নেতা হতে হয়। সিঙ্গাপুরের মহান নেতা লিকুয়ানের সুযোগ্য পুত্রের মতই মাহাথিরের ছেলেও সুযোগ্য নেতা।

১৪ ই মে, ২০১৮ রাত ৮:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাহা‌থিরপুত্র এক জন যোগ্য নেতা। তা‌কে বাংলা‌দে‌শের কোন নেতাপু‌ত্রের সা‌থে তুলনা কর‌লে মুত্র ম‌নে হ‌তে পা‌রে। আস‌লে তি‌নি গুণী নেতা। নি‌জের যোগ্যতায় ২০১৩ সা‌লে ও ২০১৮ সা‌লে মুখ্যমন্ত্রী হ‌য়ে‌ছেন।

৫| ১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

বিষাদ সময় বলেছেন: তাহলে মালয়েশিয়াও রাজতন্ত্রের পথে!

১৪ ই মে, ২০১৮ রাত ৮:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাল‌য়ে‌শিয়ার রাষ্ট্রপ্রধান কিন্তু রাজা। তারপরও এটা এক‌টি গণতা‌ন্ত্রিক দেশ। বাংলা‌দে‌শের সা‌থে মাল‌য়ে‌শিয়ার তুলনা করা বিরাট বোকামী। তারা অ‌নেক দিক দি‌য়ে ই বাংলা‌দে‌শের চে‌য়ে এ‌গি‌য়ে আ‌ছে। আমার পোস্টগু‌লো পড়‌তে থাকুন। জান‌তে পার‌বেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.