নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
মালয়েশিয়ার সপ্তম প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির মুহামাদ
মালয়েশিয়ার প্রধনামন্ত্রী তুন ডাঃ মাহাথির মুহামাদ তার মন্ত্রী সভার সদস্যদের নাম ঘোষণা করতে শুরু করেছেন। মাহাথিরের মন্ত্রীসভা হবে সীমিত আকারের ও শক্তিশালী। আজ শনিবার তিনি তিন জন মন্ত্রীর নাম ঘোষণা করেছেন।
তার ক্যাবিনেটে মোট ১০ টি মন্ত্রণালয় থাকবে “কোর মিনিস্ট্রি” হিসাবে। এই ১০ টি মন্ত্রণালয় হচ্ছেঃ
1. Finance
2. Home Affairs
3. Defence
4. Education
5. Rural Development
6. Economy
7. Public Works
8. Transport
9. Multimedia, Science & Technology
10. Foreign
আজ ঘোষিত তিন জন মন্ত্রী হলেন-১। Parti Pribumi Bersatu Malaysia president Tan Sri Muhyiddin Yassin as the Home Minister
২। DAP secretary-general Lim Guan Eng will helm the Finance Ministry
৩। Parti Amanah Negara president Mohamad Sabu will take on the Defence Ministry.
যে মন্ত্রণালয়গুলো মন্ত্রীদের নাম এখনো ঘোষণা করা হয়নি সেগুলো হচ্ছে- Economy, Education, Multimedia Science and Technology; Rural Development, Public Works, Transport and Foreign.
প্রধানমন্ত্রী বলেছেন তিনি “কাউন্সিল অব এল্ডারস” (“council of elders”)নামে একটি কাউন্সিল গঠন করবেন। অভিজ্ঞ ও সাবেক বিশিষ্ট ব্যক্তিরা এর সদস্য। তারা হলেন- former Finance Minister Tun Daim Zainuddin, former Bank Negara Governor Tan Sri Zeti Aziz, former Petronas CEO Tan Sri Hassan Merican, Hong Kong-based Malaysian tycoon Robert Kuok, and economics expert Prof Jomo Kwame Sundaram.
উল্লেখ করা যেতে পারে যে, মালয়েশিয়ার সাধারণ নির্বাচনের পর এখন ছুটি চলছে। সোমবার ছুটি শেষে অফিস আদালত আবার পুরোদমে শুরু হবে।
২| ১২ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পোষ্টের জন্য।
৩| ১২ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
চাঁদগাজী বলেছেন:
তবে, ইব্রাহিমকে প্রাইম মিনিষ্টারের পদ দেয়া ভুল হবে।
১৪ ই মে, ২০১৮ ভোর ৫:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই সব হিসান-নিকাশ করেই জোট করেছেন মাহাথির। ২ বছর পর আনোয়ার ইব্রাহিমই প্রধানমন্ত্রী হবেন। এটাই তাদের সমঝোতা। জোটের দল থেকে পার্লামেন্টে আসন প্রাপ্তির অনুপাতে মন্ত্রীত্ব দেয়া হবে। এটাই মাহাথির বলেছেন।
৪| ১২ ই মে, ২০১৮ রাত ৮:৩৪
দূর পাহাড়ে বলেছেন: আনোয়ার ইব্রাহিমই প্রাইম মিনিস্টারের দাবিদার। আজ হোক কাল হোক তিনিই প্রাইম মিনিস্টার
©somewhere in net ltd.
১| ১২ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৫
সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: দল ও জোট থেকে পদত্যাগ করলেন নাজিব,আশা করি কিছু লিখবেন।